বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: মর্গ্যানদের বিধ্বস্ত করে টি-২০ সিরিজের দখল নিলেন কোহলিরা
শার্দুলকে অভিনন্দন সতীর্থদের। ছবি- বিসিসিআই।

IND vs ENG: মর্গ্যানদের বিধ্বস্ত করে টি-২০ সিরিজের দখল নিলেন কোহলিরা

ভারতের হয়ে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বিরাট।

টেস্ট সিরিজ জয়ের পর এবার ৫ ম্যাচের টি-২০ সিরিজ ৩-২ ব্যবধানে পকেটে পোরে টিম ইন্ডিয়া।

20 Mar 2021, 11:33:23 PM IST

সিরিজ সেরা কোহলি

৫টি ম্যাচে যথাক্রমে ০, অপরাজিত ৭৩, অপরাজিত ৭৭, ১ ও অপরাজিত ৮০ রান করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট কোহলি।

20 Mar 2021, 11:30:48 PM IST

ম্যাচের সেরা ভুবনেশ্বর

হাই-স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার ম্যাচ অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

20 Mar 2021, 10:55:28 PM IST

সিরিজ টিম ইন্ডিয়ার

ভারত ৪ ম্যাচের টেস্ট সিরিজ জিতছিল ৩-১ ব্যবধানে। এবার কোহলিরা ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতল ৩-২ ব্যবধানে।

20 Mar 2021, 10:54:34 PM IST

ভারত জয়ী

ভারত ৩৬ রানে ম্যাচ জেতে।

20 Mar 2021, 10:53:43 PM IST

২০ ওভারে ইংল্যান্ড ১৮৮/৮

ভারতের ২ উইকেটে ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে ১৮৮ রানে আটকে যায়। স্যাম কারান ১৪ ও আদিল রশিজ ০ রানে নট-আউট থাকেন।

20 Mar 2021, 10:50:08 PM IST

জর্ডন আউট

শেষ ওভারের তৃতীয় বলে শার্দুল ঠাকুর আউট করেন জর্ডনকে। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১১ রান করে যাদবের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৭৪ রানে ৮ উইকেট হারায়।

20 Mar 2021, 10:48:25 PM IST

জোফ্রা আর্চার রান-আউট

১৯তম ওভারের শেষ বলে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড১৬৮ রানে ৭ উইকেট হারায়।

20 Mar 2021, 10:44:12 PM IST

স্টোকস আউট

১৯তম ওভারের তৃতীয় বলে বেন স্টেকসকে আউট করেন টি নটরাজন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৬৫ রানে ৬ উইকেট হারায়।

20 Mar 2021, 10:42:58 PM IST

১৮ ওভারে ইংল্যান্ড ১৬৩/৫

১৮ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলেছে।

20 Mar 2021, 10:31:13 PM IST

১৬ ওভারে ইংল্যান্ড ১৪৪/৫

১৬ ওভারে ইংল্যান্ড ১৪৪ রানে ৫ উইকেট হারায়। জয়ের জন্য ২৪ বলে ৮১ রান দরকার ব্রিটিশদের।

20 Mar 2021, 10:27:36 PM IST

মর্গ্যান আউট

১৬তম ওভারের তৃতীয় বলে মর্গ্যানকে ফিরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ৪ বলে ১ রান করে পরিবর্ত ফিল্ডার লোকেশ রাহুলের হাতে ধরা দেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড ১৪২ রানে ৫ উইকেট হারায়।

20 Mar 2021, 10:22:31 PM IST

মালান আউট

একই ওভারের শেষ বলে ডেভিড মালানকে সাজঘরের পথ দেখালেন শার্দুল। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৮ রান করে বোল্ড হন মালান। ইংল্যান্ড ১৪২ রানে ৪ উইকেট হারায়।

20 Mar 2021, 10:21:35 PM IST

বেয়ারস্টো আউট

১৫তম ওভারের তৃতীয় বলে শার্দুল ঠাকুর ফিরিয়ে দিলেন জনি বেয়ারস্টোকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে সূর্যকুমারের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৪০ রানে ৩ উইকেট হারায়।

20 Mar 2021, 10:08:49 PM IST

বাটলার আউট

ভারতরে দ্বিতীয় সাফল্য এনে দিলেন সেই ভুবনেশ্বরই। ১৩তম ওভারের পঞ্চম বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন বাটলার। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইংল্যান্ড ১৩০ রানে ২ উইকেট হারায়। 

20 Mar 2021, 10:01:53 PM IST

হাফ-সেঞ্চুরি বাটলারের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ইংল্যান্ড ১২ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে। মালান ৬৪ ও বাটলার ৫১ রানে ব্যাট করছেন। 

20 Mar 2021, 09:51:33 PM IST

মালানের হাফ-সেঞ্চুরি

৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড মালান।

20 Mar 2021, 09:48:32 PM IST

ইংল্যান্ড ১০০

১০ ওভারে ইংল্যান্ড দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১০৪ রান। মালান ৪৮ ও বাটলার ৪৭ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 09:38:13 PM IST

৮ ওভারে ইংল্যান্জ ৮২/১

৮ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। মালান ৪০ ও বাটলার ৩৫ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 09:28:59 PM IST

৬ ওভারে ইংল্যান্ড ৬২/১

ভারত পাওয়ার প্লে'র ৬ ওভারে বিনা উইকেটে ৬০ রান তুলেছিল। ইংল্যান্ড ৬ ওভারে তোলে ১ উইকেটে ৬২ রান। মালান ৩৩ ও বাটলার ২২ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 09:17:43 PM IST

৪ ওভারে ইংল্যান্ড ৪১/১

৪ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৪১ রান তুলেছে। মালান ২২ ও বাটলার ১৩ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 09:10:42 PM IST

২ ওভারে ইংল্যান্ড ১৯/১

২ ওভার শেষে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১৯ রান তুলেছে। ডেভিড মালান ১৭ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 09:08:09 PM IST

জেসন রয় আউট

প্রথম ওভারের দ্বিতীয় বলেই জেসন রয়কে বোল্ড করে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। খাতা খোলার আগেই ইংল্যান্ড ১ উইকেট হারায়।

20 Mar 2021, 09:05:10 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

আদিল রশিদ ও বেন স্টোকস ১টি করে উইকেট নেন। জর্ডন ৪ ওভারে ৫৭ ও মার্ক উড ৪ ওভারে ৫৩ রান খরচ করেন।

20 Mar 2021, 09:01:16 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

ভারতের হয়ে রোহিত ৩৪ বলে ৬৪, কোহলি ৫২ বলে অপরাজিত ৮০, সূর্যকুমার ১৭ বলে ৩২ ও হার্দিক পান্ডিয়া ১৭ বলে অপরাজিত ৩৯ রান করেন।

20 Mar 2021, 08:52:55 PM IST

২০ ওভারে ভারত ২২৪/২

২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলেছে। কোহলি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৮০ রান করে অপরাজিত রয়েছেন। পান্ডিয়া ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৯ রান করে নট-আউট থেকে যান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২২৫ রান।

20 Mar 2021, 08:41:04 PM IST

ভারত ২০০

১৯তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে। জর্ডনের প্রথম দু'টি বলে ছক্কা মারেন পান্ডিয়া। পঞ্চম বলে চার মারেন কোহলি। ১৯ ওভার শেষে ভারত ২ উইকেটে ২১১ রান তুলেছে। কোহলি ৬৮ ও পান্ডিয়া ৩৮ রানে অপরাজিত রয়েছেন। 

20 Mar 2021, 08:35:47 PM IST

১৮ ওভারে ভারত ১৯৩/২

১৮ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৯৩ রান তুলেছে। কোহলি ৬৩ ও পান্ডিয়া ২৫ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 08:27:13 PM IST

১৭ ওভারে টিম ইন্ডিয়া ১৮১/২

১৭ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৮১ রান তুলেছে। পান্ডিয়া ২৪ ও কোহলি ৫২ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 08:23:24 PM IST

১৬ ওভারে ভারত ১৭০/২

১৬ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৭০ রান তুলেছে। কোহলি ৫১ ও পান্ডিয়া ১৫ রানে অপরাজিত রয়েছেন।

20 Mar 2021, 08:20:34 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

ওপেন করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন কোহলি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। বিরাটের এটি ২৮তম আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি।

20 Mar 2021, 08:13:03 PM IST

ভারত ১৫০

১৫তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। ১৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৫৭ রান তুলেছে। কোহলি ৪৬ ও পান্ডিয়া ৭ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 08:07:56 PM IST

সূর্যকুমার আউট

১৪তম ওভারে আদিল রশিদের দ্বিতীয় বলে জেসন রয়ের হাতে ধরা পড়ে যান সূর্যকুমার। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন যাদব। ভারত ১৪৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। ভারত ১৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। কোহলি ৪১ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 08:00:11 PM IST

১২ ওভারে ভারত ১৩৩/১

দ্বাদশ ওভারে জর্ডনের শেষ তিনটি বলে পরপর তিনটি চার মারেন সূর্যকুমার। ভারত ১২ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছে। যাদব ১৩ বলে ৩১ ও কোহলি ২৫ বলে ৩০ রান করে অপরাজিত রয়েছেন।

20 Mar 2021, 07:52:13 PM IST

ভারত ১০০

ইনিংসের দশম ওভারে ভারত দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। সূর্যকুমার যাদব গত ম্যাচে ব্যাট হাতে মাঠে নেম প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। রশিদের ওভারে ১৬ রান ওঠে। বারত ১০ ওভার শেষে ১ উইকেটে ১১০ রান তুলেছে। সূর্যকুমার ১৪ ও কোহলি ২৪ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:47:07 PM IST

রোহিত আউট

নবম ওভারে স্টোকসের শেষ বলে বোল্ড হলেন রোহিত শর্মা। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৪ রান করে সাজঘরে ফেরেন হিটম্যান। ভারত ৯৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

20 Mar 2021, 07:39:20 PM IST

হাফ-সেঞ্চুরি রোহিতের

৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৮ ওভার শেষে ভারত ৮১/০। হিটম্যান ৫৩ ও কোহলি ২০ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:37:15 PM IST

৭ ওভারে ভারত ৭০/০

৭ ওভার শেষে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে ৭০ রান তুলেছে। রোহিত ৪৪ ও কোহলি ১৮ রানে অপরাজিত রয়েছেন।

20 Mar 2021, 07:32:11 PM IST

৬ ওভারে ভারত ৬০/০

পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তুলেছে। মার্ক উডের ওভারে কোহলি ও রোহিত ১টি করে ছক্কা হাঁকান। মোট ১৬ রান ওঠে ওভারে। রোহিত ৩৫ ও কোহলি ১৭ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:25:03 PM IST

৫ ওভারে ভারত ৪৪/০

৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৮৮ রান তুলেছে। কোহলি ১০ ও রোহিত ২৮ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:20:54 PM IST

৪ ওভারে ভারত ৩৫/০

৪ ওভার শেষে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে। রোহিত ১৫ বলে ২৬ ও কোগলি ৯ বলে ৮ রান করে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:14:09 PM IST

৩ ওভারে ভারত ২২/০

৩ ওভার শেষে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। রশিদের শেষ বলে রোহিত ছক্কা হাঁকান। হিটম্যান ১৪ ও বিরাট ৭ রানে অপরাজিত রয়েছেন।

20 Mar 2021, 07:10:48 PM IST

২ ওভারে ভারত ১৩/০

২ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১৩ রান তুলেছে। রোহিত ৭ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

20 Mar 2021, 07:04:03 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ক্যাপ্টেন কোহলি ও ভাইস ক্যাপ্টেন রোহিত। বোলিং শুরু করেন আদিল রশিদ। ভারত প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩ রান তুলছে।

20 Mar 2021, 06:45:18 PM IST

ওপেনে কোহলি

টসের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন যে, রোকেশ রাহুল এই ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় ওপেন করতে নামবেন তিনি নিজে। বাড়তি বোলার হিসেবে টি নটরাজন দলে ঢুকেছেন। টি-২০ ক্রিকেটে এই প্রথমবার রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট। ওয়ান ডে ক্রিকেটে ১টি ম্যাচে দু'জনে ইনিংসের গোড়াপত্তন করেছেন।

20 Mar 2021, 06:39:11 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), স্যাম কারান, মার্ক উড, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ।

20 Mar 2021, 06:38:57 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার ও টি নটরাজন।

20 Mar 2021, 06:38:18 PM IST

টস জিতল ইংল্যান্ড

চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে যে দল টস জিতেছে, তারাই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষকে এবং শেষমেশ ম্যাচ জিতেছে তারাই। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে যদিও তার অন্যথা হয়। চতুর্থ ম্যাচে ইংল্যান্ড টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করা সত্ত্বেও ম্যাচ জেতেন কোহলিরা। এবার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ফের টস জিতল ইংল্যান্ড। ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং করতে হবে ভারতকে। পাঁচ ম্যাচের সিরিজে এই নিয়ে চারবার টস জিতলেন মর্গ্যান এবং চার বার প্রথমে ব্যাট করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া KKR-এর, প্লে-অফের পথে এক পা সঞ্জুদের এই বৈশাখেই সাত পাক ঘুরছেন আদৃত-কৌশাম্বি! উচ্ছেবাবু-দিদিয়ার বিয়ের শুভদিনটা কবে? নিজেরাই ছুঁল নিজেদের রেকর্ড! IPL-র সর্বোচ্চ রান তাড়া করে জয় RR-র, লজ্জায় KKR প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ ইতিহাস নারিনের! বিরল তালিকায় নাম জুড়ল রোহিতদের সঙ্গে দু-বছর আগে গোপনে বিয়ে সেরেছিলেন, বাবা হলেন টলি নায়ক, ছেলে হল না মেয়ে? 'তল্লাশির পরিকাঠামো রাখতে হবে',বির্তক এড়াতে হেলিপ্যাডগুলির জন্য নির্দেশিকা জারি ‘প্রমাণ না থাকলে গ্রেফতার নয়’ আপ নেতার আগাম জামিন খারিজ করেও ED-কে সতর্ক SC-র রাম নবমীর প্রাক্কালে উৎসবমুখর অযোধ্যা, দেখুন রাম মন্দিরের অদেখা সব ছবি 'কালো হয়ে যাব তো’, কাঠফাটা রোদে প্রচার,মেকআপে ভরসা রচনার! চুমুক ডাবের জল,লস্যিতে প্রথমবারেই UPSC সিভিল সার্ভিসে তৃতীয় অনন্যা! মেয়েদের মধ্যে প্রথম, কী টিপস দিলেন?

Latest IPL News

৪৯ বলে সেঞ্চুরি নারিনের! ইডেনে ৮৪ তম ম্যাচে প্রথম শতরান কোনও KKR ব্যাটারের ভিডিয়ো- সল্টকে অনবদ্য কট অ্যান্ড বোল্ড আবেশের,তারপরেই সঞ্জুর ওপর নিলেন প্রতিশোধ! অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.