
India vs England: চেন্নাই টেস্টে ভারতকে ২২৭ রানে বিধ্বস্ত করল ইংল্যান্ড
Updated: 09 Feb 2021, 01:41 PM IST- দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া অল-আউট হয়ে যায় ১৯২ রানে।
চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৭ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে।
কেরিয়ারের ১০০তম টেস্টে ডাবল সেঞ্চুরি করার সুবাদে ম্যাচের সেরার পুরস্কার উঠল জো রুটের হাতে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৭৬ রানে ৪ উইকেট নেন জ্যাক লিচ। অ্যান্ডারসন নেন ১৭ রানে ৩ উইকেট। এছাড়া আর্চার, বেস ও স্টোকস ১টি করে উইকেট দখল করেন।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রোহিত ১২, গিল ৫০, পূজারা ১৫, কোহলি ৭২, রাহানে ০, পন্ত ১১, ওয়াশিংটন ০, অশ্বিন ৯, নদিম ০, ইশান্ত অপরাজিত ৫ ও বুমরাহ ৪ রান করেন।
জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে। ২২৭ রানের ব্যবধানে চেন্নাই টেস্ট জিতে নেয় ইংল্যান্ড।
৫৯তম ওভারের প্রথম বলেই বুমরাহকে বাটলারের দস্তানায় ধরা দিতে বাধ্য করলেন জোফ্রা আর্ডার। ৪ রান করে আউট হন জসপ্রীত।
চার নম্বর উইকেট লিচের। ৫৬তম ওভারের তৃতীয় বলে শাহবাজ নদিমকে আউট করেন তিনি। খাতা খোলার আগেই বার্নসের হাতে ধরা পড়েন তিনি। ভারত ১৭৯ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান বুমরাহ।
কোহলিকে বোল্ড করলেন বেন স্টোকস। ইনিংসের ৫৫তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৭২ রানের মাথায় সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ১০৪ বলের ইনিংসে তিনি ৯টি বাউন্ডারির মারেন। ভারত দলগত ১৭৯ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ইশান্ত।
ইনিংসের ৫২তম ওভারে জ্যাক লিচ ফেরালেন রবিচন্দ্রন অশ্বিনকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৯ রান করে বাটলারের হাতে ধরা দেন রবিচন্দ্রন। ভারত ১৭১ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শাহবাজ নদিম।
ইনিংসের ৪৭তম ওভারে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে অর্ধশতরান পূ৪ণ করেন ভারত অধিনায়ক।
জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের লাঞ্চে ভারত শেষ ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলেছে। কোহলি ৪৫ ও অশ্বিন ২ রানে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য ভারতের দরকার আরও ২৭৬ রান। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।
ইনিংসের ৩৮তম ওভারে ডমিনিক বেসের প্রথম তিনটি বলে বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ৩৮ ওভার শেষে ভারত ১৪০
ঘরের মাঠে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর। তবে দ্বিতীয় ইনিংসে বিশেষ কিছু করে দেখাতে পারলেন না ওয়াশিংটন সুন্দর। খাতা খোলার আগেই ডমিনিক বেসের বলে বাটলারের দস্তানায় ধরা পড়লেন তিনি। ভারত ১১৭ রানে ৬ উইকেট হারাল। ক্রিজে নতুন ব্যাটসম্যান অশ্বিন।
অ্যান্ডারসন ফেরালেন ঋষভ পন্তকে। ইনিংসের ৩৩তম ওভারের তৃতীয় বলে রুটের হাতে ধরা পড়েন ঋষভ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করেন তিনি। ভারত ১১০ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান সুন্দর।
ইনিংসের ৩০তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
গিলকে আউট করার পর একই ওভারের পঞ্চম বলে রাহানের বোল্ড করলেন অ্যান্ডারসন। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় অজিঙ্কাকে। ভারত ৯২ রানেই চতুর্থ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।
২৭তম ওভারের দ্বিতীয় বলে গিলকে বোল্ড করলেন অ্যান্ডারসন। ৭টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে ৮৩ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন শুভমন। ভারত ৯২ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।
ইনিংসের ২৬তম ওভারে ৮১ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল।
জ্যাক লিচ দিনের প্রথম সাফল্য দিলেন ইংল্যান্ডকে। ২০তম ওভারের তৃতীয় বলে আউট করলেন চেতেশ্বর পূজারাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ১৫ রান করে স্টোকসের হাতে ধরা পড়েন চেতেশ্বর। ভারত ৫৮ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কোহলি।
১৬ ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রান পূর্ণ করল ভারত।
টেস্টের ইতিহাসে শেষ ইনিংসে সবথেকে বেশি ৪১৭/৭ রান তুলে টেস্ট জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নামে। ভারত ১৯৭৬ সালে শেষ ইনিংসে ৪০৬/৪ রান তুলে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষ ইনিংসে ভারত সবথেকে বেশি ৪৪৫ রান তুলেছিল ১৯৭৮ সালে অ্যাডিলেডে। যদিও ম্যাচ জেতা হয়নি। চেন্নাইয়ে ভারত শেষ ইনিংসে ৩৮৭/৪ রান তুলে ম্যাচ জিতেছিল ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই। সুতরাং এবার চেন্নাই টেস্ট জিততে হলে টিম ইন্ডিয়াকে সর্বকালীন রেকর্ড গড়তে হবে।
জয়ের জন্য শেষ দিনে দরকার ৩৮১ রান। হাতে রয়েছে ৯ উইকেট। এই অবস্থায় চিপকে শেষ দিনের খেলা শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শুভমন গিল (১৫) ও চেতেশ্বর পূজারা (১২)। ইংল্যান্ড হয়ে বোলিং শুরু করেন জ্যাক লিচ।