বাংলা নিউজ > ময়দান > India vs England: জয়ের জন্য শেষ দিনে কোহলিদের দরকার ৩৮১
শুভমন গিল। ছবি- টুইটার।

India vs England: জয়ের জন্য শেষ দিনে কোহলিদের দরকার ৩৮১

ভারতের সামনে টার্গেট ৪২০ রানের।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে শেষ করে ৩৩৭ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। চতুর্থ দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৯ রান তুলেছে।

08 Feb 2021, 05:18:38 PM IST

চতুর্থ দিনের খেলা শেষ

জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের শেষে ১ উইেকট হারিয়ে ৩৯ রান তুলেছে। চেতেশ্বর পূজাপা ১২ ও শুভমন গিল ১৫ রানে ব্যাট করছেন। সুতরাং, জয়ের জন্য শেষ দিনে ভারতকে করতে হবে ৩৮১ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

08 Feb 2021, 04:43:49 PM IST

রোহিত আউট

প্রথম ইনিংসে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসেও মাত্র ১২ রান করে লিচের বলে বোল্ড হন হিটম্যান। ভারত দলগত ২৫ রানে ১ উইকেট হারায়। রোহিত ১টি চার ও ১টি ছক্কা মারেন। নতুন ব্যাটসম্যান পূজারা।

08 Feb 2021, 04:12:14 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

শেষ ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও গিল। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন আর্চার।

08 Feb 2021, 04:09:53 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

অশ্বিন ৬১ রানে ৬ উইকেট নেন। ২টি উইকেট নেন শাহবাজ নদিম। ১টি করে উইকেট নেন ইশান্ত ও বুমরাহ।

08 Feb 2021, 04:09:53 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

ররি বার্নস ০, সিবলি ১৬, লরেন্স ১৮, রুট ৪০, স্টোকস ৭, পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫, আর্চার ৫, লিচ অপরাজিত ৮ ও অ্যান্ডারসন ০ রান করেন।

08 Feb 2021, 04:02:05 PM IST

ইংল্যান্ড অল-আউট

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল-আউট ১৭৮ রানে। প্রথম ইনিংসের ২৪১ রানের লিড মিলিয়ে ৪১৯ রানে এগিয়ে রুটরা। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের দরকার ৪২০।

08 Feb 2021, 04:00:59 PM IST

অ্যান্ডারস আউট

৪৭ তম ওভারের তৃতীয় বলে অ্যান্ডারসনকে কট অ্যান্ড বোল্ড করেন অশ্বিন। ইনিংসে এটি তাঁর ৬ নম্বর উইকেট।

08 Feb 2021, 04:00:00 PM IST

আর্চার আউট

৪৭তম ওভারের প্রথম বলে আর্চারকে বোল্ড করে ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন অশ্বিন।

08 Feb 2021, 03:44:52 PM IST

বেস আউট

৪৩তম ওভারের প্রথম বলে ডমিনিক বেসের উইকেট তুলে নেন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন বেস। ইংল্যান্ড ১৬৭ রানে ৮ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসের চতুর্থ উইকেট।

08 Feb 2021, 03:44:19 PM IST

বাটলার আউট

৪২তম ওভারের দ্বিতীয় বলে বাটলারকে ফেরালেন নদিম। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ২৪ রান করে স্টাম্প আউট হয়ে ক্রিজ ছাড়েন বাটলার। ইংল্যান্ড ১৬৫ রানে ৭ উইকেট হারায়।

08 Feb 2021, 03:31:25 PM IST

৪০০ ছাড়াল লিড

ইংল্যান্ডের লিড ছাড়াল ৪০০ রান। ৪০ ওভারে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬০ রান তুলেছে। প্রথম ইনিংসের ২৪১ রানের লিড মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ৪০১ রানে।

08 Feb 2021, 03:26:25 PM IST

স্টাম্পের সুযোগ হাতছাড়া

৩৮তম ওভারে নদিমের তৃতীয় বলে ডমিনিক বেসকে স্টাম্প আউট করার সুযোগ নষ্ট করেন ঋষভ পন্ত।

08 Feb 2021, 02:47:58 PM IST

পোপ আউট

চায়ের বিরতির পরেই ওলি পোপকে আউট করলেন শাহবাজ নদিম। ২৯তম ওভারের চতুর্থ বলে রোহিতের হাতে ধরা দেন পোপ। সাদঘরে ফেরার আগে ৩টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ২৮ রান করেন তিনি। ইংল্যান্ড ১৩০ রানে ৬ উইকেট হারায়।

08 Feb 2021, 02:16:39 PM IST

চায়ের বিরতি

চতুর্থ দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ৩৬০ রানে। বাটলার ১৪ ও পোপ ১৮ রানে ব্যাট করছেন। 

08 Feb 2021, 01:56:32 PM IST

রুট আউট

২৪তম ওভারের পঞ্চম বলে জো রুটকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন জসপ্রীত বুমরাহ। রুট ৭টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন। ইংল্যান্ড ১০১ রানে ৫ উইকেট হারায়।

08 Feb 2021, 01:54:38 PM IST

১০০ টপকাল ইংল্যান্ড

২৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ রান পূর্ণ করল ইংল্যান্ড।

08 Feb 2021, 01:27:47 PM IST

স্টোকস আউট

১৯তম ওভারের প্রথম বলে বেন স্টোকসের মূল্যবান উিকেট তুলে নিলেন অশ্বিন। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৭ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন ব্রিটিশ অল-রাউন্ডার। ইংল্যান্ড ৭১ রানে ৪ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসে তৃতীয় উইকেট।

08 Feb 2021, 01:10:24 PM IST

লরেন্সকে ফেরালেন ইশান্ত

ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে লরেন্সকে সাজঘরে ফেরালেন ইশান্ত শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ১৮ রান করে এলবিডব্লিউ হন লরেন্স। ইংল্যান্ড ৫৮ রানে ৩ উইকেট হারায়। ইশান্তের এটি কেরিয়ারের ৩০০তম টেস্ট উইকেট।

08 Feb 2021, 12:53:50 PM IST

সিবলি আউট

বার্নসের পর এবার অপর ব্রিটিশ ওপেনার সিবলিকে আউট করলেন অশ্বিন। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে পূজারার হাতে ধরা পড়েন সিবলি। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১৬ রান করেন তিনি। ইংল্যান্ড ৩২ রানে ২ উইকেট হারায়।

08 Feb 2021, 11:35:00 AM IST

লাঞ্চ

চতুর্থ দিনের মধ্যহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ১ রান তুলেছে। 

08 Feb 2021, 11:30:45 AM IST

প্রথম বলেই আউট বার্নস

অশ্বিন দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই সাফল্য এনে দেন ভারতকে। খাতা খোলার আগেই রাহানের হাতে ধরা পড়েন ইংল্যান্ড ওপেনার বার্নস।

08 Feb 2021, 11:29:48 AM IST

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ররি বার্নস ও ডমিনিক সিবনি। ভারতের হয়ে বোলিং শুরু করেন অশ্বিন।

08 Feb 2021, 11:28:30 AM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

৭৬ রানে ৪ উইকেট নেন ডমিনিক বেস। ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, আর্চার ও জ্যাক লিচ।

08 Feb 2021, 11:27:38 AM IST

প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং 

ভারতের হয়ে প্রথম ইনিংসে রোহিত ৬, গিল ২৯, পূজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১, পন্ত ৯১, সুন্দর অপরাজিত ৮৫, অশ্বিন ৩১, নদিম ০, ইশান্ত ৪ ও বুমরাহ ০ রান করেন।

08 Feb 2021, 11:25:20 AM IST

ফলো-অন না করানোর সিদ্ধান্ত ইংল্যান্ডের

২৪১ রাবের লিড নিয়েও ভারতকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দিল ইংল্যান্ড। তারা নিজেরাই দ্বিতীয় ইনিংসের ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

08 Feb 2021, 11:17:02 AM IST

ভারত অল-আউট

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৩৩৭ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ২৪১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। সুতরাং ফলো-অন এড়াতে ব্যর্থ ভারত। যদিও তাদেরকে পুনরায় ব্যাট করতে পাঠাবে কিনা, সেটা নির্ভর করছে ইংল্যান্ডের সিদ্ধান্দের উপর।

08 Feb 2021, 11:15:50 AM IST

বুমরাহ আউট

জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে ভারতের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দিলেন অ্যান্ডারসন। খাতা খোলার আগেই স্টোকসের হাতে ধরা পড়েন জসপ্রীত। সুন্দর অপরাজিত থাকেন ৮৫ রান করে। ১৩৮ বলের ইনিংসে তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন।

08 Feb 2021, 11:13:06 AM IST

আগ্রাসী ব্যাটিং সুন্দরের

৯ উইকেট পড়ে যাওয়ায় দ্রুত রান তোলার লক্ষ্যে ব্যাট চালাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। রুটের ১ ওভারে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ রান তোলেন তিনি।

08 Feb 2021, 11:10:34 AM IST

ইশান্ত আউট

ইনিংসের ৯৪তম ওভারে ইশান্তকে ফেরালেন অ্যান্ডারসন। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করে ওলি পোপের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৩২৩ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাট জসপ্রীত বুমরাহ।

08 Feb 2021, 10:51:38 AM IST

নদিম আউট

৯১তম ওভারে লিচের দ্বিতীয় বলে আউট হন শাহবাজ নদিম। ১২ বলে খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। স্টোকসের হাতে ধরা পড়েন শাহবাজ। ভারত ৩১২ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ইশান্ত শর্মা।

08 Feb 2021, 10:28:12 AM IST

অশ্বিন আউট

৮৭তম ওভারে লিচের দ্বিতীয় বলে বাটলারের দস্তানায় ধরা পড়লেন অশ্বিন। চতুর্থ দিনে প্রথন উইকেট হারাল ভারত। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৩১ রান করে ক্রিজ ছাড়েন রবিচন্দ্রন। ভারত ৩০৫ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শাহবাজ নদিম।

08 Feb 2021, 10:19:03 AM IST

৩০০ রানের গণ্ডি টপকে গেল ভারত

ইনিংসের ৮৬তম ওভারে দলগত ৩০০ রানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া।

08 Feb 2021, 09:55:16 AM IST

৮০ ওভারে ভারত ২৮৪/৬

৮০ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২৮৪ রান তুলেছে। সুন্দর ৫৩ ও অশ্বিন ১৫ রানে ব্যাট করছেন।

08 Feb 2021, 09:54:16 AM IST

হাফ-সেঞ্চুরি সুন্দরের

ব্রিসবেনের অভিষেক টেস্টেই ব্যাট হাতে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ওয়াশিংটন সুন্দর। এবারর চেন্নাইয়ে কেরিয়ারের দ্বিতীয় টেস্টেও অর্ধশতরান করলেন তিনি। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তরুণ অল-রাউন্ডার।

08 Feb 2021, 09:42:55 AM IST

ফলো-এন এড়াতে ভারতের দরকার ৩৭৯ রান

ফলো-অন এড়াতে প্রথম ইনিংসে ভারতকে তুলতে হবে ৩৭৯ রান। তৃতীয় দিনে টিম ইন্ডিয়া তুলেছে ৬ উইকেটে ২৫৭ রান। সুতরাং চতুর্থ দিনে বাকি ৪ উইকেটে আরও ১২২ রান তুলতে হবে ভারতকে।

08 Feb 2021, 09:31:57 AM IST

চতুর্থ দিনের খেলা শুরু

তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৩২১ রানে পিছিয়ে ছিল। ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলেছে তৃতীয় দিনে। চতুর্থ দিনে তার পর থেকে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। বোলিং শুরু করেন ডমিনিক বেস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লেবু থেকে রস বেশি পাওয়া যায় এইভাবে রেখে দিলে! খুব সহজ উপায়টি দেখে নিন গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে বাড়িতে অশ্বত্থ গাছ কি শুভ? দেওয়ালে গজিয়ে উঠলে কী করণীয়? রইল বাস্তুটিপস নিজেদের স্বভাবের কারণে অস্বস্তিতেপড়েন এই রাশির জাতকেরা! কারা তাঁরা ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি DRDO-র! বাঁচাবে সর্বোচ্চ বিপদ থেকেও কেউ মারা গেল শোক নয়, উৎসব হয়! মৃতদেহকেই আগলে রাখে পরিবার, অদ্ভুত রীতি এই গ্রামের সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ ISL 2023-24: ২ গোলে পিছিয়ে থেকে, ইনজুরি টাইমে ৩গোল, ফাইনালের পথে এক পা মুম্বইয়ের ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল

Latest IPL News

পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.