
India vs England: ৩১৭ রানে ইংল্যান্ডকে ধূলিসাৎ, সিরিজে সমতা ফেরাল ভারত
Updated: 16 Feb 2021, 01:04 PM IST- দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন অক্ষর প্যাটেল।
বছর তিনেক আগে বেঙ্গালুরু। মাসকয়েক আগে মেলবোর্ন। আর এবার চেন্নাই। প্রথম ম্যাচে কার্যত উড়ে যাওয়ার পর পরের টেস্টেই যেভাবে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাচ্ছে ভারত, তাতে মিলেমিশে একাকার হয়ে গেল তিন শহর। আর সেই প্রত্যাবর্তন এবং লড়াকু মনোভাবের উপর ভর করেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারাল ভারত। সঙ্গে সিরিজে সমতায় ফেরালেন বিরাট কোহলিরা।
পন্টিং, ধোনিদের ছাপিয়ে দুর্দান্ত নজির অধিনায়ক বিরাটের, সাহায্য করলেন কুলদীপ – আরও পড়ুন
চেন্নাইয়ের পিচ ‘খারাপ’ হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কত পয়েন্ট কাটা যাবে ভারতের? — আরও পড়ুন
দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। তার ফলে ৩১৭ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। আপাতত চার ম্যাচের সিরিজের ফল ১-১। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬০ রানে পাঁচ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। ৫৩ রানে তিন উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২৫ রানে দু'উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।
চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১১৬ রান তুলেছে। ৩৩ রানে ব্যাট করছেন রুট। জয়ের জন্য় ইংল্যান্ডের দরকার এখনও ৩৬৬ রান।
৪৯তম ওভারের তৃতীয় বলে ফোকসকে আউট করলেন কুলদীপ যাদব। ৯ বলে ২ রান করে প্যাটেলের হাতে ধরা পড়েন ফোকস। ইংল্যান্ড ১১৬ রানে ৭ উইকেট হারায়।
৪৪তম ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেল সাজঘরে ফেরালেন ওলি পোপকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১২ রান করে ইসান্ত শর্মার হাতে ধরা পড়েন পোপ। ইংল্যান্ড ১১০ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ফোকস।
৪১তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।
৩৮তম ওভারের শেষ বলে অশ্বিন ফেরালেন বেন স্টোকসকে। ৫১ বলে ৮ রান করে কোহলির হাতে ধরা পড়েন স্টোকস। ইংল্যান্ড ৯০ রানে ৫ উইকেট হারা। নতুন ব্যাটসম্যান পোপ।
৩৫ ওভার শেষ ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৮৮ রান তুলেছে। রুট ২০ ও স্টোকস ৮ রানে ব্যাট করছেন।
ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬তম ওভারের প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন লরেন্সকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ২৬ রান করে স্টাম্প আউট হন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড দলগত ৬৬ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোকস।
চতুর্থ দিনে ইংল্যান্ডের হয়ে পুনরায় ব্যাটিং শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রুট ও লরেন্স। ভারতের হয়ে বোলিং শুরু করেন সিরাজ।
জয়ের জন্য ৪৮২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে। লরেন্স ১৯ ও রুট ২ রান করে অপরাজিত ছিলেন। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন এখনও ৪২৯ রান।