
India vs England: প্রথম দিনেই ৩০০ ছুঁল ভারত, লড়াই জারি ঋষভ পন্তের
Updated: 13 Feb 2021, 05:20 PM IST- খাতা খুলতে পারেননি বিরাট, রানে ফেরেন রাহানে।
চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এবার চিপকেই ভারত ঘুরে দাঁড়ানোর লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে।
প্রথম দিনে জ্যাক লিচ ও মঈন আলি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন ওলি স্টোন ও জো রুট। উইকেট পাননি ব্রড ও স্টোকস।
ভারতের হয়ে প্রথম দিনে রোহিত শর্মা ১৬১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি শুভমন গিল ও বিরাট কোহলি। চেতেশ্বর পূজারা ২১, রাহানে ৬৭ ও অশ্বিন ১৩ রান করে আউট হন। পন্ত ৩৩ ও অক্ষর ৫ রান করে অপরাজিত রয়েছেন।
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত ৮৮ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলেছে। ঋষভ পন্ত ৫৬ বলে ৩৩ ও অক্ষর প্যাটেল ৭ বলে ৫ রান করে অপরাজিত রয়েছেন।
ইনিংসের ৮৮তম ওভারে ভারত দলগত ৩০০ রান পূর্ণ করে।
৮৫ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২৯০ রান তুলেছে। পন্ত ২৭ ও অক্ষর ১ রানে ব্যাট করছেন।
৮৩তম ওভারে জো রুটের তৃতীয় বলে ওলি পোপের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৩ রান করেন। ভারত ২৮৪ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল।
৮০ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলেছে। অশ্বিন ৯ ও পন্ত ১৩ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৭৬তম ওভারের দ্বিতীয় বলে মঈন আলি ফেরালেন অজিঙ্কা রাহানেকে। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৬৭ রান করে বোল্ড হন তিনি। ভারত ২৪৯ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অশ্বিন।
ইনিংসের ৭৪তম ওভারের শেষ বলে লিচ আউট করেন রোহিত শর্মাকে। ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৬১ রান করে মঈন আলির হাতে ধরা পড়েন হিটম্যান। ভারত ২৪৮ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।
৭০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। রোহিত ১৫৩ ও রাহানে ৫৯ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৬৮তম ওভারে ব্যক্তিগত ১৫০ রান পূ৪ণ করেন রোহিত শর্মা। ১৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০৮ বলে ১৫০ রান করেন হিটম্যান।
৬৫ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২২৫ রান তুলেছে। রোহিত ১৪৮ ও রাহানে ৫৬ রানে ব্যাট করছেন।
অবশেষে অফ ফর্মা কাটিয়ে উঠলেন রাহানে। চিপকে দইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮টি বাউন্ডারির সাহায্যে ১০৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্কা। ৬০ ওভার শেষ ভারত ৩ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলেছে।
ইনিংসের ৫৮তম ওভারে ভারত দলগত ২০০রান পূর্ণ করে।
প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত ৫৪ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। রোহিত ১৩২ ও রাহানে ৩৬ রানে ব্যাট করছেন।
৫০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলেছে। রোহিত ১২৪ ও রাহানে ৩৫ রানে ব্যাট করছেন।
৪৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলেছে।
ইনিংসের ৪২তম ওভারে ব্যক্তিগত শতরান পূ৪ণ করেন রোহিত শর্মা। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হিটম্যান।
৪০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলেছে।
৩৬ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে।
৩০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে।
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছে। রোহিত ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৮০ রান করে অপরাজিত রয়েছেন। রাহানে ব্যাট করছেন ব্যক্তিগত ৫ রানে।
ইনিংসের ২৫তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
ইনিংসের ২২তম ওভারে দ্বিতীয় বলেই বিরাট কোহলিকে বোল্ড করলেন মঈন আলি। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে। ভারত ৮৬ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।
ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে আউট হলেন চেতেশ্র পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ২১ রান করে জ্যাক লিচের শিকার হন পূজারা। স্টোকসের হাতে ধরা দেন তিনি। ভারত দলগত ৮৫ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে।
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা।
ইনিংসের ১৪তম ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করে।
১০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। রোহিত ২৯ ও পূজারা ১ রানে ব্যাট করছেন।
শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে। শুভমন গিলকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন ওলি স্টোন। ম্যাচের দ্বিতীয় ওভারে তৃতীয় বলেই সাজঘরে ফেরেন গিল। খাতা কুলতে পারেননি গিল। এখনও খাতা খুলতে পারেনি ভারতও। নতুন ব্যাটসম্যান পূজারা।
ভারতের হয়ে ইনিংসের ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল। বোলিং শুরু করলেন ব্রড।
ওয়ার্ক লোডের দিকে তাকিয়ে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিল ভারত। তাঁর পরিবর্তে মাঠে নামলেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে নজর কাড়া সত্ত্বেও বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গাল দলে ফিরলেন কুলদীপ যাদব। অভিষেককারী অক্ষরকে জায়গা ছেড়ে দিয়েছেন শাহবাজ নদিম।
চেন্নাইয়ের প্রথম টেস্টে বল হাতে চূড়ান্ত সফল হওয়া সত্ত্বেও দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেলেন না ডমিনিক বেস ও জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের রোটেশন পলিশির জন্য রিজার্ভ বেঞ্চে বসতে হল দু'জনকে। দলে ঢুকলেন মঈন আলি ও স্টুয়ার্ড ব্রড। রিজার্ভ বেঞ্চে চলে যেতে হল জোস বাটলারকে। তাঁর জায়গায় উইকেটকিপিং করবেন বেন ফোকস। আর্চারের পরিবর্তে সুযোগ পেলেন ওলি স্টোন।
ররি বার্নস, ডমিনিক সিবলি, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন ও জ্যাক লিচ।
রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহিল, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।
মহা গুরুত্বপূর্ণ টস জিততেল বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।
চোট না পেলে চেন্নাইয়ের প্রথম টেস্টেই দীর্ঘতম ফর্ম্যাটে অভিষেক হতো অক্ষর প্যাটেলের। তবে শেষ মুহূর্তে ছিটকে যেতে হয় প্রথম টেস্ট থেকে। পরিবর্তে দলে ঢুকে পড়েন শাহবাজ নদিম। তবে দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে ওঠায় অক্ষর পুনরায় স্কোয়াডে ঢুকে পড়েন। তাঁর হাতে টেস্ট ক্যাপও তুলে দেওয়া হয় দ্বিতীয় টেস্ট শুরুর আগে।