বাংলা নিউজ > ময়দান > India vs England: প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে লড়াই চালাচ্ছে ভারত
বিরাট কোহলি। ছবি- বিসিসিআই।

India vs England: প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে লড়াই চালাচ্ছে ভারত

ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রানে অল-আউট হয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া। হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে। আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।

04 Mar 2021, 05:01:47 PM IST

প্রথম দিনের খেলা শেষ

মোতেরায় চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১২ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৪ রান তুলেছে। রোহিত ৮ ও পূজারা ১৫ রানে ব্যাট করছেন। আপাতত ইংল্যান্ডের থেকে ১৮১ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

04 Mar 2021, 04:48:08 PM IST

১০ ওভারে ভারত ১৮/১

১০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১৮ রান তুলেছে।

04 Mar 2021, 04:27:55 PM IST

ভারত ৫ ওভারে ৪/১

ভারত ৫ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৪ রান তুলেছে।

04 Mar 2021, 04:06:43 PM IST

গিল আউট

ইনিংসের প্রথম ওভারেই শুভমন গিলকে সাজঘরে ফেরালেন অ্যান্ডারসন। খাতা খোলার আগেই তৃতীয় বলে এলবিডব্লিউ হন তরুণ ভারতীয় ওপেনার। ভারত শূন্য রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান চেতেশ্বপ পূজারা।

04 Mar 2021, 04:03:19 PM IST

ভারতের ব্যাটিং শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহতি শর্মা ও শুভমন গিল। বোলিং শুরু করেন অ্যান্ডারসন।

04 Mar 2021, 04:01:54 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৬৮ রানে ৪টি, অশ্বিন ৪৭ রানে ৩টি, সিরাজ ৪৫ রানে ২টি এবং সুন্দর ১৪ রানে ১টি উইকেট নেন। ইশান্ত ৯ ওভারে ২৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

04 Mar 2021, 04:00:31 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ক্রাউলি ৯, সিবলি ২, বেয়ারস্টো ২৮, রুট ৫, স্টোকস ৫৫, পোপ ২৯, লরেন্স ৪৬, ফোসক ১, বেস ৩, লিচ ৭ ও অ্যান্ডারসন অপরাজিত ১০ রান করেন।

04 Mar 2021, 03:53:38 PM IST

ইংল্যান্ড অল-আউট

ইংল্যান্ড ৭৫.৫ ওভারে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০৫ রানে।

04 Mar 2021, 03:52:58 PM IST

লিচ আউট

৭৬তম ওভারে অশ্বিনের পঞ্চম বলে আউট হলেন জ্যাক লিচ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন তিনি। অ্যান্ডারসন অপরাজিত থাকেন ১০ রানে।

04 Mar 2021, 03:45:05 PM IST

ইংল্যান্ড ২০০

ইনিংসের ৭৪তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

04 Mar 2021, 03:37:44 PM IST

বেস আউট

লরেন্সকে ফেরানোর পর অক্ষর একই ওভারে আউট করেন ডমিনিক বেসকে। ১৬ বলে ৩ রান করে এলবিডব্লিউ হন তিনি। ইংল্যান্ড ১৮৯ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যাম অ্যান্ডারসন।

04 Mar 2021, 03:36:15 PM IST

লরেন্স আউট

৭১তম ওভারের প্রথম বলে লরেন্সকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৮টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ৪৬ রান করে স্টাম্প আউট হন তিনি। ইংল্যান্ড ১৮৮ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জ্যাক লিচ।

04 Mar 2021, 03:10:42 PM IST

ফোকস আউট

দ্বিতীয় উইকেট অশ্বিনের। ৬৬তম ওভারের চতুর্থ বলে রাহানের হাতে ধরা দিয়ে সাজঘরে ফিরলেন বেন ফোকস। ১২ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ১৭০ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ডমিনিক বেস।

04 Mar 2021, 02:59:34 PM IST

পোপ আউট

চতুর্থ টেস্টে প্রথম উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ৬২তম ওভারের তৃতীয় বলে ওলি পোপকে ফেরালেন রবিচন্দ্রন। ২টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ২৯ রান করে গিলের হাতে ধরা পড়েন পোপ। ইংল্যান্ড ১৬৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেন ফোকস।

04 Mar 2021, 02:40:45 PM IST

ইংল্যান্ড ১৫০

ইনিংসের ৫৮তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

04 Mar 2021, 02:17:45 PM IST

চায়ের বিরতি

প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৬ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলেছে। পোপ ২১ ও লরেন্স ১৫ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 01:54:34 PM IST

৫০ ওভারে ইংল্যান্ড ১৩০/৫

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে। পোপ ১৪ ও লরেন্স ৯ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 01:42:21 PM IST

স্টোকস আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেই সাজঘরে ফেরেন বেন স্টোকস। ইনিংসের ৪৭তম ওভারে ওয়াশিংটন সুন্দরের চতুর্থ বলে এলবিডব্লিউ হন তিনি। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২১ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ অল-রাউন্ডার। ইংল্যান্ড ১২১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লরেন্স।

04 Mar 2021, 01:32:04 PM IST

স্টোকসের হাফ-সেঞ্চুরি

ইনিংসের ৪৪তম ওভারে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বেন স্টোকস। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৪ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান ব্রিটিশ অল-রাউন্ডার।

04 Mar 2021, 01:16:56 PM IST

ইংল্যান্ড ১০০

ইনিংসের ৪০তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করল ইংল্যান্ড। ৪০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। স্টোকস ৪০ ও পোপ ৯ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 12:53:22 PM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ৮৮/৪

৩৫ ওভার শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৮৮ রান তুলেছে। স্টোকস ৩৩ ও পোপ ৪ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 12:28:29 PM IST

বেয়ারস্টো আউট

ইনিংসের ২৯তম ওভারের প্রথম বলে সিরাজ এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন জনি বেয়ারস্টোকে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারলেন না জনি। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন। ইংল্যান্ড দলগত ৭৮ রানের মাথায় ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওলি পোপ। 

04 Mar 2021, 11:46:37 AM IST

লাঞ্চ

প্রথম দিনের লাঞ্চে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৫ ওভার ব্যাট করেছে। ৩ উইকেটের বিনিময়ে তারা ৭৪ রান তুলেছে। স্টোকস ২৪ ও বেয়ারস্টো ২৮ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 11:14:18 AM IST

২০ ওভারে ইংল্যান্ড ৬৮/৩

ইংল্যান্ড ২০ ওভার শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলেছে। স্টোকস ২৩ ও বেয়ারস্টো ২৩ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 10:56:49 AM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৪৫/৩

১৫ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে। স্টোকস ১৪ ও বেয়ারস্টো ১০ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 10:41:44 AM IST

রুট আউট

বুমরাহর বদলে মাঠে নামা মহম্মদ সিরাজ ফিরিয়ে দিলেন জো রুটকে। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন ইংল্যান্ড অধিনায়ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৫ রান করেন রুট। ইংল্যান্ড দলগত ৩০ রানের মাথায় ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেন স্টোকস।

04 Mar 2021, 10:26:17 AM IST

১০ ওভারে ইংল্যান্ড ২২/২

১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ২২ রান তুলেছে। বেয়ারস্টো ৬ ও রুট ১ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 10:17:26 AM IST

ক্রাউলি আউট

নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে অক্ষর প্যাটেল তুলে নেন জ্যাক ক্রাউলির উইকেট। ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন ক্রাউলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৯ রান করেন তিনি। ইংল্যান্ড ১৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান জো রুট।

04 Mar 2021, 09:59:40 AM IST

সিবলি আউট

ইনিংসের ষষ্ঠ ওভারে ভারত প্রথমবার স্পিন আক্রমণ শানায়। বল করতে আসেন অক্ষর প্যাটেল। তিনি দ্বিতীয় বলেই বোল্ড করেন সিবলিকে। তৃতীয় টেস্টের উভয় ইনিংসেই নিজের প্রথম বলে উিকেট নিয়েছিলেন অক্ষর। চতুর্থ টেস্টে উইকেট পেলেন দ্বিতীয় বলে। ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড দলগত ১০ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।

04 Mar 2021, 09:55:19 AM IST

৫ ওভারে ইংল্যান্ড ১০/০

৫ ওভার শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে। ক্রাউলি ৪ ও সিবলি ২ রানে ব্যাট করছেন।

04 Mar 2021, 09:31:55 AM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন ইশান্ত শর্মা।

04 Mar 2021, 09:16:30 AM IST

দলে রদবদল

ভারত তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করে। বুমরাহ স্কোয়াড থেকে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে মাঠে নামেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ড দলে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়। তারা ফিরিয়ে আনে ডমিনিক বেসকে। দলে ঢোকেল লরেন্সও। বাদ পড়েন স্টুয়ার্ট ব্রড ও জোফ্রা আর্চার।

04 Mar 2021, 09:14:46 AM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জ্যাক ক্রাউলি, ডমিনিক সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (ক্যাপ্টেন), বেন স্টোকস, ওলি পোপ, ড্যান লরেন্স, বেন ফোকস (উইকেটকিপার), ডমিনিক বেস, জ্যাক লিচ ও জেসম অ্যান্ডারসন।

04 Mar 2021, 09:08:04 AM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।

04 Mar 2021, 09:08:04 AM IST

টস জিতলেন রুট

আমদাবাদের শেষ টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় ইংল্যান্ডকে। টস জিতে ইংল্যান্ড দলনায়ক জো রুট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। 

04 Mar 2021, 09:08:04 AM IST

পিচ রিপোর্ট

তৃতীয় টেস্টের তুলনায় পিচে ঘাসের পরিমান একটু বেশি। যদিও প্রথম দিন থেকেই বল ঘুরবে বলে মনে করা হচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.