India vs England: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে মাত্র ১৩ রানে পিছিয়ে ভারত
Updated: 24 Feb 2021, 09:58 PM IST- ব্রিটিশদের প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে দেন কোহলিরা।
ভারতের মাটিতে গোলাপি বলে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচে ভারত-ইংল্যান্ড মুখোমুখি আমদাবাদে। ৪ ম্যাচের সিরিজের এটি তৃতীয় টেস্ট। সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে।
ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে তাদের প্রথম ইনিংসে করে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে। টিম ইন্ডিয়া ৩৩ ওভার ব্যাট করেছে। রোহিত শর্মা ৫৭ ও অজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত রয়েছেন।
৩৩তম ওভারে লিচের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ৯৮ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।
পরপর ২ ওভারে ওলি পোপ রোহিত ও কোহলির ক্যাচ মিস করেন। ২৯তম ওভারে লিচের তৃতীয় বলে রোহিতের ক্যাচ ছাড়েন পোপ। ৩০তম ওভারে অ্যান্ডারসনের প্রথম বলে কোহলির ক্যাচ মিস করেন তিনি।
৩০ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ২ উইকেচের বিনিময়ে ৯১ রান তুলেছে। রোহিত ৫৩ ও কোহলি ২৪ রানে ব্যাট করছেন।
ইনিংসের ২৫তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন হিটম্যান। ২৫ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। রোহিত ৫০ ও কোহলি ১৯ রানে ব্যাট করছেন।
ইনিংসের ২০তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে। রোহিত ৩৩ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।
গিল আউট হওয়ার পরের ওভারেই উইকেট দিয়ে আসেন সদ্য ক্রিজে আসা চেতেশ্বর পূজারা। ইনিংসে ১৬তম ওভারের পঞ্চম বলে জ্যাক লিচ তুলে নেন পূজারার উইকেট। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন চেতেশ্বর। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কোহলি।
১৫তম ওভারের শেষ বলে জোফ্রা আর্চার আউট করেন শুভমন গিলকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ১১ রান করে ক্রাউলির হাতে ধরা পড়েন শুভমন। ভারত দলগত ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান পূজারা।
১০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে। গিল ৪ ও রোহিত ১০ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের নৈশভোজের বিরতিতে ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান তুলেছে। ৫ রানই সংগ্রহ করেছেন রোহিত শর্মা।
ভারতের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন অ্যান্ডারসন।
ভারতের হয়ে প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল ৩৮ রানে ৬ উইকেট নেন। ২৬ রানে ৩ উইকেট দখল করেন অশ্বিন। ২৬ রানে ১ উইকেট নিয়েছেন ইশান্ত। উইকেট পাননি বুমরাহ।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলি ৫৩, ডমিনিক সিবলি ০, জনি বেয়ারস্টো ০, জো রুট ১৭, বেন স্টোকস ৬, ওলি পোপ ১, বেন ফোকস ১২, জোফ্রা আর্চার ১১, জ্যাক লিচ ৩, স্টুয়ার্ট ব্রড ৩ ও জেমস অ্যান্ডারসন অপরাজিত ০ রান করেন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৮.৪ ওভারে ১১২ রানে অল-আউট হয়ে যায়।
৪৯তম ওভারের চতুর্থ বলে বেন ফোকসকে আউট করেন অক্ষর। ইনিংসে এটি তাঁর ৬ নম্বর শিকার। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ১২ রান করে বোল্ড হন ফোকস। শূন্য রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন।
ইনিংসের ৪৭তম ওভারের তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রডকে আউট করেন অক্ষর প্যাটেল। ২৯ বলে ৩ রান করে বুমরাহর হাতে ধরা পড়েন ব্রড। ইংল্যান্ড ১০৫ রানে ৯ উইকেট হারায়। অক্ষর প্যাটেল ইনিংসে ৫ উইকেট দখল করেন। ক্রিজে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসন।
৪৫ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে। ফোকস ৫ ও ব্রড ৩ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৩৮তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।
৩৮তম ওভারের তৃতীয় বলে অশ্বিন আউট করেন জ্যাক লিচকে। ১৪ বলে ৩ রান করে পূজারার হাতে ধরা পড়েন লিচ। ইংল্যান্ড ৯৮ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ব্রড।
৩৫তম ওভারের দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল আউট করেন জোফ্রা আর্চারকে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১১ রান করে বোল্ড হন আর্চার। ইনিংসে অক্ষরের এটি চতুর্থ উইকেট। ইংল্যান্ড ৯৩ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লিচ।
৩০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। আর্চার ৪ ও ফোকস ১ রানে ব্যাট করছেন।
২৯তম ওভারের পঞ্চম বলে বেন স্টোকসকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন স্টোকস। ইংল্যান্ড ৮১ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান আর্চার।
চায়ের বিরতির পরেই পোপের উইকেট তুলে নিলেন অশ্বিন। ইনিংসের ২৮তম ওভারের চতুর্থ বলে পোপকে বোল্ড করেন অশ্বিন। ১২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইংল্যান্ড ৮১ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ফোকস।
প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড ২৭ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। স্টোকস ৬ ও পোপ ১ রানে ব্যাট করছেন। অক্ষর প্যাটে ২টি এবং ইশান্ত ও অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা জ্যাক ক্রাউলিকে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। ইনিংসে এটি অক্ষরের দ্বিতীয় উইকেট। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে ক্রাউলিকে এলবিডব্লিউ ফাঁদে জড়ান অক্ষর। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড ৮০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পোপ।
২২তম ওভারের পঞ্চম বলে জো রুটকে সাজঘরে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১৭ রান করে এলবিডব্লিউ হন রুট। ইংল্যান্ড ৭৪ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোকস।
২০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। ক্রাউলি ৫২ ও রুট ১১ রানে ব্যাট করছেন।
১৯তম ওভারের তৃতীয় বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্রাউলি। ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে অর্ধশতরান পূ৪ণ করেন তিনি।
১৪ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। রুট ৮ ও ক্রাউলি ৩৯ রানে ব্যাট করছেন।
১০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। রুট ৩ ও ক্রাউলি ২৩ রানে ব্যাট করছেন।
ইনিংসের সপ্তম ওভারে অক্ষর প্যাটেলকে দিয়ে স্পিন আক্রমণ শুরু করেন বিরাট। প্রথম বলেই বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে দলনায়কের আস্থার মর্যাদা রাখেন তিনি। খাতা খোলার আগে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয় জনিকে। ইংল্যান্ড ২৭ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জো রুট।
শুরুতেই ভারতকে সাফল্য এনে দিলেন ইশান্ত শর্মা। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে তিনি আউট করেন ডমিনিক সিবলিকে। খাতা খোলার আগেই তিনি রোহিত সর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ড দলগত ২ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে নতুন বলে আক্রমণ শুরু করেন ১০০তম টেস্ট খেলতে নামা ইশান্ত।
মোতেরায় রাষ্ট্রপরি রামনাথ কোবিন্দের সঙ্গে ক্রিকেটারদের পরিচয় করিয়ে দিলেন বিরাট কোহলি। সারিবদ্ধভাবে দু'দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু। রাষ্ট্রপতি কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাইলস্টোন টেস্টে মাঠে নামা ইশান্তের হাতে বিশেষ স্মারক তুলে দেন।
ইংল্যান্ড তাদের প্রথম একাদশে চারটি রদবদল করে। দলে ঢোকেন অ্যান্ডারসন, আর্চার, বেয়ারস্টো ও ক্রাউলি। বাদ পড়েন বার্নস, লরেন্স, স্টোন ও মঈন আলি। মঈন অবশ্য স্কোয়াড ছেড়ে দেশে ফিরে গিয়েছেন।
ইংল্যান্ডের প্রথম একাদশ: ডমিনিক সিবলি, জ্যাক ক্রাউলি, জনি বেয়ারস্টো, জো রুট (ক্যাপ্টেন), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটকিপার), জোফ্রা আর্চার, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
সিরিজে এই প্রথমবার ব্রড ও অ্যান্ডারসন একসঙ্গে মাঠে নামছেন। বেয়ারস্টো খেললেও উইকেটকিপিং করবেন না। উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন বেন ফোকস।
ভারতের প্রথম একাদশে দু'টি রদবদল হয়। মহম্মদ সিরাজের পরিবর্তে দলে ফেরেন জসপ্রীত বুমরাহ। কুলদীপের জায়গায় কামব্যাক করেন ওয়াশিংটন সুন্দর।
ভারতের হয়ে মাঠে নামছেন: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুম্দর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা।
মোতেরায় কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে মাঠে নামছেন ইশন্ত শর্মা। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। সবমিলিয়ে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টের এলিট লিস্টে ঢুকে পড়লেন তিনি। কপিল ও ইশান্ ছাড়া ভারতের হয়ে ১০০-র বেশি টেস্ট খেলা বোলার হলেন অনিল কুম্বলে ও হরভজন সিং।
আমদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতলেন রো রুট। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।