
শতরান হাতছাড়া পন্তের, হাফ-সেঞ্চুরি পূজারার, লড়ছেন চেন্নাইয়ের দুই ঘরের ছেলে
Updated: 07 Feb 2021, 04:54 PM IST- তৃতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে ৩২১ রানে।
চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে। দ্বিতীয় দিনে তারা ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে যোগ করে আরও ২৯২ রান। ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ৫৫৫ রান তুলে। তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলে।
ডমিনিক বেস ২৩ ওভারে ৫৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। ১৬ ওভার বল করে ৫২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।
ভারতের হয়ে প্রথম ইনিংসে রোহিত ৬, গিল ২৯, পূজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১ ও পন্ত ৯১ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে লড়াই জারি রেখেছেন চেন্নাইয়ের দুই ঘরের ছেলে সুন্দর (৩৩) ও অশ্বিন (৮)।
ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলেছে। ওয়াশিংটন সুন্দর ৬৮ বলে ৩৩ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৪ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন। আপাতত ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৩২১ রানে পিছিয়ে রয়েছে ভারত।
৭২ ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে ভারত। তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫২ রান। সুন্দর ৩২ ও অশ্বিন ৮ রানে ব্যাট করছেন।
৭০তম ওভারে লিচের প্রথম বলে ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ছাড়েন জোফ্রা আর্চার। সুন্দর ২৫ রানে ব্যাট করছেন।
৬৫ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। অস্বিন ৬ ও ওয়াশিংটন ১৯ রানে ব্যাট করছেন।
ফের সেঞ্চুরি হাতছাড়া করলেন ঋষভ পন্ত। ৮৮ বলে ৯১ রান করে ডমিনিক বেসের বলে আউট হলেন ঋষভ। তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। লিচের হাতে ধরা দিয়ে ঋষভ সাজঘরে ফেরার সময় ভারতের স্কোর ৬ উইকেটে ২২৫ রান। নতুন ব্যাটসম্যান অশ্বিন। এই নিয়ে ৪টি উইকেট নিলেন বেস।
৫২তম ওভারে লিচকে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ২০০ রানের গণ্ডি পার করালেন পন্ত।
ফের ধাক্কা ভারতীয় শিবিরে। ৫১তম ওভারে ডমিনিক বেসের চতুর্থ বলে বার্নসের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ৭৩ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ১৯২ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর।
৫০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলেছে। পূজারা ৭৩ ও পন্ত ৭২ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। পূজারা ৫৩ ও পন্ত ৫৪ রানে ব্যাট করছেন।
ইনিংসের ৪০তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে।
৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৪০ বলে টি-২০ সূলভ হাফ-সেঞ্চুরি করেন ঋষভ পন্ত। পূজারার মতো ইনিংসের ৪০তম ওভারেই লিচকে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
৭টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ইনিংসের ৪০তম ওভারে লিচকে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩২তম ওভারে লিচকে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ১০০ রানের গণ্ডি পার করান পন্ত।
ক্যাপ্টেনকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন ডেপুটিও। ২৭তম ওভারের তৃতীয় বলে ডমিনিক বেস ফিরিয়ে দিলেন রাহানেকে। ৬ বলে ১ রান করে রুটের হাতে ধরা পড়েন অজিঙ্কা। ভারত ৭৩ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে ডমিনিক বেস ফেরালেন বিরাট কোহলিকে। ৪৮ বলে ১১ রান করে পোপের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৭১ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে
২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। পূজারা ২৩ ও কোহলি ৯ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। কোহলি ৪ ও পূজারা ব্যক্তিগত ২০ রানে ব্যাট করছেন।
ইনিংসের ১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান।
বাড়তি আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমন গিল। ইনিংসের ১০ম ওভারে আর্চারের দ্বিতীয় বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন গিল। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৯ রান করে ক্রিজ ছাড়েন তরুণ ওপেনার। ভারত ৪৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারলেন না রোহিত শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে মাত্র ৬ রান করে জোফ্রা আর্চারের বলে বাটলারের দস্তানায় ধরা দেন হিটম্যান। ভারত ১৯ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পূজারা।
ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত ও গিল। বোলিং শুরু করেন অ্যান্ডারসন।
ইংল্যান্ডা তাদের প্রথম ইনিংস শেষ করে ৫৭৮ রানে। রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২, বেস ৩৪, পোপ ৩৪, বার্নস ৩৩ ও বাটলার ৩০ রান করেন। বুমরাহ ও অশ্বিন ৩টি করে উইকেট নেন। ২টি করে উিকেট পেয়েছেন ইশান্ত ও নদিম।
১৯১তম ওভারর প্রথম বলেই অ্যান্ডারসনকে বোল্ড করেন অশ্বিন। ১২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন জিমি। অশ্বিনের এটি ইনিংসে তৃতীয় উইকেট। ইংল্যান্ড ৫৭৮ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। লিচ ১৪ রানে অপরাজিত থাকেন।
১৮৭তম ওভারে অশ্বিনের চতুর্থ বলে লিচকে স্টাম্প আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন পন্ত। সেই ওভারের শেষ বলেই তিনি ৪টি বাই রান উপহার দেন ইংল্যান্ডকে।
তৃতীয় নতুন বল হাতে পেয়েই ডমিনিক বেসকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন বুমরাহ। ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন জসপ্রীত। ১৮৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ৩৪ রান করেন বেস। ইংল্যান্ড ৫৬৭ রানে ৯ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অ্যান্ডারসন। ইনিংসে বুমরাহর এটি তৃতীয় উইকেট।
১৮৫ ওভার শেষে ইংল্যান্ড ৮ উইকেটের বিনিময়ে ৫৬৭ রান তুলেছে। লিচ ৯ ও বেস ৩৪ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রানের বোঝা কোহলিদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই ইংল্যান্ড তৃতীয় দিনেও ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় দিনের ৮ উইকেটে ৫৫৫ রানের পর থেকে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান লিচ ও বেস। বোলিং শুরু করেন অশ্বিন।