বাংলা নিউজ > ময়দান > শতরান হাতছাড়া পন্তের, হাফ-সেঞ্চুরি পূজারার, লড়ছেন চেন্নাইয়ের দুই ঘরের ছেলে
পূজারা ও পন্ত। ছবি- বিসিসিআই।

শতরান হাতছাড়া পন্তের, হাফ-সেঞ্চুরি পূজারার, লড়ছেন চেন্নাইয়ের দুই ঘরের ছেলে

তৃতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে ৩২১ রানে।

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট। প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে। দ্বিতীয় দিনে তারা ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে যোগ করে আরও ২৯২ রান। ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ৫৫৫ রান তুলে। তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলে।

07 Feb 2021, 05:28:24 PM IST

ইংল্যান্ডের বোলিং

ডমিনিক বেস ২৩ ওভারে ৫৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। ১৬ ওভার বল করে ৫২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার।

07 Feb 2021, 05:25:31 PM IST

ভারতের ব্যাটিং

ভারতের হয়ে প্রথম ইনিংসে রোহিত ৬, গিল ২৯, পূজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১ ও পন্ত ৯১ রান করে আউট হন। তৃতীয় দিনের শেষে লড়াই জারি রেখেছেন চেন্নাইয়ের দুই ঘরের ছেলে সুন্দর (৩৩) ও অশ্বিন (৮)।

07 Feb 2021, 05:10:55 PM IST

তৃতীয় দিনের খেলা শেষ

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলেছে। ওয়াশিংটন সুন্দর ৬৮ বলে ৩৩ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৪ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন। আপাতত ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসের নিরিখে ৩২১ রানে পিছিয়ে রয়েছে ভারত।

07 Feb 2021, 04:54:18 PM IST

ভারত ২৫০

৭২ ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে ভারত। তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫২ রান। সুন্দর ৩২ ও অশ্বিন ৮ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 04:53:22 PM IST

ক্যাচ মিস

৭০তম ওভারে লিচের প্রথম বলে ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ছাড়েন জোফ্রা আর্চার। সুন্দর ২৫ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 04:25:59 PM IST

৬৫ ওভারে ভারত ২৩৭/৬

৬৫ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। অস্বিন ৬ ও ওয়াশিংটন ১৯ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 03:49:31 PM IST

পন্ত আউট

ফের সেঞ্চুরি হাতছাড়া করলেন ঋষভ পন্ত। ৮৮ বলে ৯১ রান করে ডমিনিক বেসের বলে আউট হলেন ঋষভ। তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। লিচের হাতে ধরা দিয়ে ঋষভ সাজঘরে ফেরার সময় ভারতের স্কোর ৬ উইকেটে ২২৫ রান। নতুন ব্যাটসম্যান অশ্বিন। এই নিয়ে ৪টি উইকেট নিলেন বেস।

07 Feb 2021, 03:28:24 PM IST

ভারত ২০০

৫২তম ওভারে লিচকে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ২০০ রানের গণ্ডি পার করালেন পন্ত।

07 Feb 2021, 03:22:31 PM IST

পূজারা আউট

ফের ধাক্কা ভারতীয় শিবিরে। ৫১তম ওভারে ডমিনিক বেসের চতুর্থ বলে বার্নসের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ৭৩ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত দলগত ১৯২ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর।

07 Feb 2021, 03:17:44 PM IST

৫০ ওভারে ভারত ১৯২/৪

৫০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রান তুলেছে। পূজারা ৭৩ ও পন্ত ৭২ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 02:19:34 PM IST

চায়ের বিরতি

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। পূজারা ৫৩ ও পন্ত ৫৪ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 02:18:12 PM IST

ভারত ১৫০

ইনিংসের ৪০তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে।

07 Feb 2021, 02:11:24 PM IST

পন্তের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৪০ বলে টি-২০ সূলভ হাফ-সেঞ্চুরি করেন ঋষভ পন্ত। পূজারার মতো ইনিংসের ৪০তম ওভারেই লিচকে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

07 Feb 2021, 02:07:06 PM IST

হাফ-সেঞ্চুরি পূজারার

৭টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ইনিংসের ৪০তম ওভারে লিচকে চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

07 Feb 2021, 01:34:03 PM IST

ভারত ১০০

৩২তম ওভারে লিচকে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ১০০ রানের গণ্ডি পার করান পন্ত।

07 Feb 2021, 01:13:23 PM IST

রাহানে আউট

ক্যাপ্টেনকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন ডেপুটিও। ২৭তম ওভারের তৃতীয় বলে ডমিনিক বেস ফিরিয়ে দিলেন রাহানেকে। ৬ বলে ১ রান করে রুটের হাতে ধরা পড়েন অজিঙ্কা। ভারত ৭৩ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।

07 Feb 2021, 01:00:43 PM IST

কোহলি আউট

বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে ডমিনিক বেস ফেরালেন বিরাট কোহলিকে। ৪৮ বলে ১১ রান করে পোপের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৭১ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে

07 Feb 2021, 12:38:03 PM IST

২০ ওভারে ভারত ৬৭/২

২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। পূজারা ২৩ ও কোহলি ৯ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 11:42:22 AM IST

লাঞ্চ

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের লাঞ্চে ভারত তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। কোহলি ৪ ও পূজারা ব্যক্তিগত ২০ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 11:24:54 AM IST

ভারত ৫০ রানের গণ্ডি টপকাল

ইনিংসের ১১তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান।

07 Feb 2021, 11:20:07 AM IST

গিল আউট

বাড়তি আগ্রাসী হতে গিয়ে আউট হলেন শুভমন গিল। ইনিংসের ১০ম ওভারে আর্চারের দ্বিতীয় বলে অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন গিল। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৯ রান করে ক্রিজ ছাড়েন তরুণ ওপেনার। ভারত ৪৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।

07 Feb 2021, 10:49:43 AM IST

রোহিত আউট

ভারতকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারলেন না রোহিত শর্মা। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে মাত্র ৬ রান করে জোফ্রা আর্চারের বলে বাটলারের দস্তানায় ধরা দেন হিটম্যান। ভারত ১৯ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পূজারা।

07 Feb 2021, 10:24:11 AM IST

ভারতের ব্যাটিং শুরু

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত ও গিল। বোলিং শুরু করেন অ্যান্ডারসন।

07 Feb 2021, 10:23:35 AM IST

ইংল্যান্ড অল-আউট

ইংল্যান্ডা তাদের প্রথম ইনিংস শেষ করে ৫৭৮ রানে। রুট ২১৮, সিবলি ৮৭, স্টোকস ৮২, বেস ৩৪, পোপ ৩৪, বার্নস ৩৩ ও বাটলার ৩০ রান করেন। বুমরাহ ও অশ্বিন ৩টি করে উইকেট নেন। ২টি করে উিকেট পেয়েছেন ইশান্ত ও নদিম।

07 Feb 2021, 10:15:55 AM IST

অ্যান্ডারসন আউট

১৯১তম ওভারর প্রথম বলেই অ্যান্ডারসনকে বোল্ড করেন অশ্বিন। ১২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন জিমি। অশ্বিনের এটি ইনিংসে তৃতীয় উইকেট। ইংল্যান্ড ৫৭৮ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। লিচ ১৪ রানে অপরাজিত থাকেন।

07 Feb 2021, 10:11:35 AM IST

স্টাম্প আউটের সুযোগ হাতছাড়া করলেন পন্ত

১৮৭তম ওভারে অশ্বিনের চতুর্থ বলে লিচকে স্টাম্প আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন পন্ত। সেই ওভারের শেষ বলেই তিনি ৪টি বাই রান উপহার দেন ইংল্যান্ডকে।

07 Feb 2021, 09:58:37 AM IST

বেস আউট

তৃতীয় নতুন বল হাতে পেয়েই ডমিনিক বেসকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন বুমরাহ। ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিলেন জসপ্রীত। ১৮৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ৩৪ রান করেন বেস। ইংল্যান্ড ৫৬৭ রানে ৯ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অ্যান্ডারসন। ইনিংসে বুমরাহর এটি তৃতীয় উইকেট।

07 Feb 2021, 09:53:14 AM IST

১৮৫ ওভারে ইংল্যান্ড ৫৬৭/৮

১৮৫ ওভার শেষে ইংল্যান্ড ৮ উইকেটের বিনিময়ে ৫৬৭ রান তুলেছে। লিচ ৯ ও বেস ৩৪ রানে ব্যাট করছেন।

07 Feb 2021, 09:36:07 AM IST

তৃতীয় দিনের খেলা শুরু

প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রানের বোঝা কোহলিদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই ইংল্যান্ড তৃতীয় দিনেও ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় দিনের ৮ উইকেটে ৫৫৫ রানের পর থেকে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান লিচ ও বেস। বোলিং শুরু করেন অশ্বিন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.