
India vs England: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে কোণঠাসা
Updated: 15 Feb 2021, 05:14 PM IST- জয়ের জন্য রুটদের দরকার ৪৮২ রান।
চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এবার চিপকেই টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ভারত প্রথম ইনিংসে ৩২৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ২৮৬ রান। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে।
জয়ের জন্য ৪৮২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে। লরেন্স ১৯ ও রুট ২ রান করে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের প্রয়োজন এখনও ৪২৯ রান। হাতে রয়েছে ৭টি উইকেট। এখনও ২ দিনের খেলা বাকি রয়েছে।
১৭তম ওভারের শেষ বলে জ্যাক লিচকে আউট করেন অক্ষর প্যাটেল। খাতা খোলার আগেই রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ৫০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রুট।
ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে অশ্বিন ফিরিয়ে দেন ররি বার্নসকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ২৫ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ৪৯ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বসে। নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে জ্যাক লিচ।
ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল আউট করলেন ডমিনিক সিবলিকে। ২৫ বলে ৩ রান করে এলবিডব্লিউ হন তিনি। ইংল্যান্ড ১৭ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লরেন্স।
শেষ ইনিংসে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ররি বার্নস ও ডমিনিক সিবলি। বার্ন প্রথম বলেই ইশান্ত শর্মাকে বাউন্ডারি মারেন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট নেন জ্যাক লিচ ও মঈন আলি। ১টি উইকেট ওলি স্টোনের।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রোহিত শর্মা ২৬, শুভমন গিল ১৪, চেতেশ্বর পূজারা ৭, বিরাট কোহলি ৬২, ঋষভ পন্ত ৮, অজিঙ্কা রাহানে ১০, অক্ষর প্যাটেল ৭, রবিচন্দ্রন অশ্বিন ১০৬, কুলদীপ যাদব ৩, ইশান্ত শর্মা ৭ ও মহম্মদ সিরাজ অপরাজিত ১৬ রান করেন।
দ্বিতীয় ইনিংসে ৮৫.৫ ওভারে ২৮৬ রানে অল-আউট ভারত। প্রথম ইনিংসের ১৯৫ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৪৮১ রানে। সুতরাং জিততে হলে শেষ ইনিংসে ইংল্যান্ডকে ৪৮২ রান তুলতে হবে।
৮৬তম ওভারের পঞ্চম বলে অশ্বিনকে ফেরালেন স্টোন। ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৮ বলে ১০৬ রান করে বোল্ড হন রবিচন্দ্রন। মহম্মদ সিরাজ অপরাজিত ১৬ রানে। তিনি ২টি ছক্কা মে
১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৪ বলে ব্যক্তিগত শথরান পূর্ণ করেন অশ্বিন। টেস্টে এটি তাঁর ৫ নম্বর শতরান।
৮২তম ওভারে মঈন আলিকে ছক্কা হাঁকিয়ে ভারতের লি়ড ৪৫০ রান পার করান অশ্বিন।
৮১ ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ২৫০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
৭৭তম ওভারের চতুর্থ বলে জ্যাক লিচ আউট করেন ইশান্ত শর্মাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৭ রান করে স্টোনের হাতে ধরা পড়েন ইশান্ত। ভারত ২৩৭ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
তৃতীয় দিনের চায়ের বিরতিতে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রান তুলেছে। ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৬৮ রান করে অপরাজিত রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও খাতা খুলতে পারেননি ইশান্ত। ভারতের হাতে রয়েছে ৪১৬ রানের লিড।
৬৮তম ওভারের শেষ বলে মঈন আলি ফিরিয়ে দিলেন কুলদীপকে। ৯ বলে ৩ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ভারত ২১০ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ইশান্ত।
ইনিংসের ৬৭তম ওভারে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে পৌঁছনো মাত্রই ভারতের লিড ছুঁয়ে ফেলে ৪০০ রানের গণ্ডি। ৬৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২০৮। কোহলিরা এগিয়ে ৪০৩ রানে
ইনিংসের ৬৬তম ওভারের চতুর্থ বলে কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান মঈন আলি। ৭টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ভারত দলগত ২০২ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কুলদীপ। অশ্বিনের সঙ্গে জুটিতে ৯৬ রান যোগ করেন বিরাট।
ইনিমেসর ৬৪তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ২০০ রান পূর্ণ করল ভারত। ৬৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। কোহলি ৬২ ও অশ্বিন ৫৫ রানে ব্যাট করছেন।
বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন। ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন রবিচন্দ্রন।
ইনিংসের ৫৫তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে অর্ধশতরান করেন ভারত অধিনায়ক। চেন্নাইয়ের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছিলেন কোহলি।
তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। কোহলি ৩৮ ও অশ্বিন ৩৪ রানে ব্যাট করছেন। এখনই ভারতের হাতে রয়েছে ৩৫১ রানের লিড। কোহলির সঙ্গে জুটিতে ইতিমধ্যেউ ৫০ রান যোগ করেছেন অশ্বিন। রবিচন্দ্রন ৩৮ বলের ইনিংসে ৫টি চার মেরেছেন। কোহলি ৮৬ বলের ইনিংসে মেরেছেন ৫টি চার।
ইনিংসের ৪৮তম ওভারে ভারতের লিড ছুঁয়ে ফেলল ৩৫০।
৩৭তম ওভারে মঈন আলির প্রথম বলেই আউট হলেন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন অক্ষর। ভারত ১০৬ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অশ্বিন।
৩৬তম ওভারের শেষ বলে লিচকে কোহলি বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গেই ভারতের লিড ছাড়িয়ে গেল ৩০০ রান। ৩৬ ওবার শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছে। কোহলি ২২ ও অক্ষর প্যাটেল ৭ রানে ব্যাট করছেন।
২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১০ রান করে মঈন আলির শিকার হন অজিঙ্কা রাহানে। পোপের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন অজিঙ্কা। ভারত ৮৬ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল।
২৬তম ওভারের তৃতীয় বলে লিচ আউট করলেন পন্তকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করে স্টাম্প আউট হন ঋষভ। ভারত ৬৫ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রাহানে।
ইনিংসের ২২তম ওভারের প্রথম বলে লিচ ফেরালেন রোহিতকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ২৬ রান করে স্টাম্প আউট হন হিটম্যান। ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পন্ত।
প্রথম ওভারেই রান-আউট হয়ে সাজঘরে ফেরেন চেতেশ্বপ পূজারা। ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন চেতেশ্বর। ভারত ৫৫ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কোহলি।
দিনের প্রথম ওভারের প্রথম বলেই এক রান নিয়ে রোহিত ভারতের লিড ২৫০ করেন।
দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা তৃতীয় দিনে পুনরায় ব্যাটিং শুরু করেন। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন মঈন আলি।
প্রথম ইনিংসের নিরিখে ১৯৫ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তোলে। রোহিত শর্মা ২৫ ও চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের থেকে ২৪৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে খেলতে নামছে টিম ইন্ডিয়া।