
India vs England: ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না ইংল্যান্ড, সিরিজ জিতল ভারত
Updated: 06 Mar 2021, 04:07 PM IST- দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৩৫ রানে।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ২৫ রানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পোরে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করেন কোহলিরা।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫টি করে উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ক্রাউলি ৫, সিবলি ৩, বেয়ারস্টো ০, রুট ৩০, স্টোকস ২, পোপ ১৫, লরেন্স ৫০, ফোকস ১৩, বেস ২, লিচ ২ ও অ্যান্ডারসন অপরাজিত ১ রান করেন।
তৃতীয় টেস্টে এক ইনিংস ও ২৫ রানের জয়ের সুবাদে ভারত ৪ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবদানে পরাজিত করে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ১৩৫ রানে। ভারত এক ইনিংস ও ২৫ রানের ব্যবধানে চতুর্থ টেস্ট জিতে যায়।
লিচকে ফেরানোর পর অশ্বিন অকই ওভারে তুলে নেন লরেন্সের উইকেট। তিনিও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। লরেন্স ৬টি বাউন্ডারিরি সাহায্যে ৯৫ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। অ্যান্ডারসন অপরাজিত থাকেন ১ রান করে।
৫৫তম ওভারের দ্বিতীয় বলে লিচকে ফেরালেন অশ্বিন। ৩১ বলে ২ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান তিনি। ইংল্যান্ড ১৩৪ রানে ৯ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসে চতুর্থ শিকার। ক্রিজে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসন।
ইনিংসের ৫৪তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরেন্স। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
৫০ ওভার শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। লরেন্স ৪২ ও লিচ ১ রানে ব্যাট করছেন।
৪৬তম ওভারের প্রথম বলে ডমিনিক বেসের উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন অক্ষর প্যাটেল। ৬ বলে ২ রান করে পন্তের হাতে ধরা পড়েন বেস। ইংল্যান্ড ১১১ রানে ৮ উইকেট হারায়। তারা এখনও পিছিয়ে রয়েছে ৪৯ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিচ।
৪৪তম ওভারের প্রথম বলে বেন ফোকসের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। রাহানে যথাযথ ক্যাচ ধরার পর নিশ্চিত ছিলেন না। তৃতীয় আম্পায়ারের সাহায্য চান ফিল্ড আম্পায়াররা। তবে টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন ব্রিটিশ উইকেটকিপারকে। ৪৬ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন ফোকস। ইংল্যান্ড ১০৯ রানে ৭ উইকেট হারায়। অক্ষরের এটি ইনিংসে চতুর্থ শিকার। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেস।
দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৪০ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটে ১০৪ রান তুলেছে।
তৃতীয় দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। লরেন্স ১৯ ও ফোসক ৬ রানে ব্যাট করছেন। ইংল্যান্ড এখনও ৬৯ রানে পিছিয়ে।
ইংল্যান্ড ৩০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলেছে। লরেন্স ১১ ও ফোকস ১ রানে ব্যাট করছেন।
২৬তম ওভারের প্রথম বলে জো রুটকে আউট করেন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ৬৫ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ফোকস।
২৫তম ওভারের পঞ্চম বলে পোপকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন পোপ। তাঁকে স্টাম্প আউট করেন ঋষভ পন্ত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে অক্ষরের এটি তৃতীয় উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান লরেন্স। ইংল্যান্ড এখনও পিছিয়ে ৯৫ রানে।
২২তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।
১৫ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। রুট ১৯ ও পোপ ২ রানে ব্যাট করছেন।
১৪তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরালেন অক্ষর প্যাটেল। ৯ বলে ২ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ৩০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পোপ।
দশম ওভারের শেষ বলে সিবলিকে ফেরালেন অক্ষর প্যাটেল। ২১ বলে ৩ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ২০ রানে ৩ উইকেট হারায়। এখনও প্রথম ইনিংসের নিরিখে ১৪০ রানে পিছিয়ে ইংল্যান্ড। হাতে রয়েছে ৭টি উইকেট। নতুন ব্যাটসম্যান স্টোকস।
পরপর দু'বলে ক্রাউলি ও বেরাস্টোকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন অশ্বিন। যদিও ওভারের শেষ বলে জো রুট ১ রান সংগ্রহ করেন। ফলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় রবিচন্দ্রনের।
ঠিক পরের বলেই জনি বেয়ারস্টোকেও সাজঘরে ফেরান অশ্বিন। ক্রিজে এসে প্রথম বলেই রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১০ রানে ২ উইকেট হারায়। পরপর দু'টি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের মুখে অশ্বিন। ক্রিজে নতুন ব্যাটসম্যান জো রু
ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে অশ্বিন আউট করেন জ্যাক ক্রাউলিকে। ১৬ বলে ৫ রান করে রাহানের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দলগত ১০ রানে প্রথম উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।
তৃতীয় দিনের লাঞ্চের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে। ক্রাউলি ৫ ও সিবলি ১ রান করে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ড পিছিয়ে রয়েছে ১৫৪ রানে। শেষ বলে ফলো-থ্রু'য়ে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান মহম্মদ সিরাজ।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে যতারীতি ওপেন করতে জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে অ্যান্ডারসন ৩টি, স্টোকস ৪টি ও লিচ ২টি উইকেট দখল করেন।
প্রথম ইনিংসে ভারতের হয়ে গিল ০, রোহিত ৪৯, পূজারা ১৭, কোহলি ০, রাহানে ২৭, পন্ত ১০১, অশ্বিন ১৩, সুন্দর অপরাজিত ৯৬, অক্ষর ৪৩, ইশান্ত ০ ও সিরাজ ০ রান করেন।
১১৪.৪ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অল-আউট হয়ে যায়। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২০৫ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ১৬০ রানের বড়সড় লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারত ৫ বলের মধ্যে শেষ তিন উইকেট হারায়। দলগত ৩৬৫ রানের মাথাতেই সাজঘরে ফেরেন তিন বারতীয় ব্যাটসম্যান। অক্ষর প্যাটেল অপরাজিত থেকে যান ব্যক্তিগত ৯৬ রানে। সঙ্গীর অভাবে নিশ্চিত শতরান থেকে বঞ্চিত হতে হয় তাঁকে। ১৭৪ বলের দুরন্ত ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা মারেন সুন্দর।
ইশান্তকে ফেরানোর পরে একই ওভারে সিরাজের উইকেটটিও তুলে নেন স্টোকস। খাতা থোলার আগেই বোল্ড হন তিনি।
১১৫তম ওভারের প্রথম বলেই ইশান্তকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন বেন স্টোকস। ভারত পরপর ২ বলে ২টি উইকেট হারায়। আগের ওভারের শেষ বলে ক্রিজ ছাড়েন অক্ষর। খাতা খুলতে পারেননি শর্মা। ভারত ৩৬৫ রানে ৯ উইকেট খোয়ায়। ক্রিজে ভারতের শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন অক্ষর প্যাটেল। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনি। ৯৭ বলের লড়াকু ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ভারত দলগত ৩৬৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে এলেন ইশান্ত।
১১২ ওভারে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। তারা প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে এগিয়ে যায় ১৫২ রানে।
ইনিংসের ১১১তম ওভারে ভারত দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায়।
১০৫ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৩ রান তুলেছে। সুন্দর ৭৬ ও অক্ষর ৩৩ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে ১০০ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া ৭ উইকেটের বিনিময়ে ৩২০ রান তুলেছে। সুন্দর ৭১ ও অক্ষর ২৬ রানে ব্যাট করছেন।
৯৮তম ওভারে ডমিনিক বেসের প্রথম বলেই ওয়াশিংটন ছক্কা হাঁকিয়ে ভারতকে ১০০ রানের লিড এনে দেন। ৯৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩০৯। ভারত এগিয়ে ১০৪ রানে।
ইনিংসের ৯৮তম ওভারে দলগত ৩০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।
তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুন্দর ও অক্ষর। ইংল্যান্ডের হয়ে তৃতীয় দিনে বোলিং আক্রমণ শুরু করেন অ্যান্ডারসন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৯৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তোলে। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে অপরাজিত ছিলেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে এগিয়ে ৮৯ রানে। হাতে রয়েছে ৩ উইকেট।