বাংলা নিউজ > ময়দান > India vs England: মাত্র দু'দিনেই তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে বিধ্বস্ত করল ভারত
জয়ের পর রুটের সঙ্গে সৌজন্য বিনিময় কোহলির। ছবি- বিসিসিআই।

India vs England: মাত্র দু'দিনেই তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে বিধ্বস্ত করল ভারত

জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল ৪৯ রান।

ভারতের মাটিতে গোলাপি বলে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয় আমদাবাদে। ভারত ১০ উইকেটে পরাজিত করে রুটদের। ৪ ম্যাচের সিরিজের এটি তৃতীয় ছিল টেস্ট। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

25 Feb 2021, 08:35:36 PM IST

ম্যাচের সেরা অক্ষর

দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অক্ষর প্যাটেল।

25 Feb 2021, 07:59:02 PM IST

সিরিজে ২-১ লিড নিল ভারত

তৃতীয় টেস্টে ১০ উইকেটে জয়ের সুবাদে ভারত চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।

25 Feb 2021, 07:55:13 PM IST

টেস্ট জিতল ভারত

অষ্টম ওভারের চতুর্থ বলে রুটকে ছক্কা হাঁকিয়ে সিরিজের তৃতীয় টেস্টের দখল নিল ভারত। ৭.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় ৪৯ রান তুলে নেয়। রোহিত ২৫ ও গিল ১৫ রানে অপরাজিত থাকেন।

25 Feb 2021, 07:44:21 PM IST

৫ ওভারে ভারত ৩২/০

৫ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩২ রান তুলেছে। রোহিত ১০ ও গিল ১৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য দরকার আর মাত্র ১৭ রান।

25 Feb 2021, 06:57:05 PM IST

ডিনার ব্রেক

জয়ের জন্য ৪৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় দিনের নৈশভোজের বিরতিতে তাদের শেষ ইনিংসে ২ ওভার ব্যাট করেছে। কোনও উইকেট না হারিয়ে ১১ রান তুলেছে টিম ইন্ডিয়া। রোহিত ৬ ও গিল ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য তাদের দরকার আরও ৩৮ রান।

25 Feb 2021, 06:55:05 PM IST

ভারতের ব্যাটিং শুরু

শেষ ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও গিল। বোলিং শুরু করেন লিচ।

25 Feb 2021, 06:54:29 PM IST

ভারতের বোলিং পাফর্ম্যান্স

দ্বিতীয় ইনিংসে অক্ষর ৩২ রানে ৫ উইকেট নেন। অশ্বিন নেন ৪৮ রানে ৪ উইকেট। ১ রানে ১ উইকেট সুন্দরের।

25 Feb 2021, 06:53:30 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

দ্বিতীয় ইনিংসে ক্রাউলি ০, সিবলি ৭, বেয়ারস্টো ০, রুট ১৯, স্টোকস ২৫, পোপ ১২, ফোকস ৮, আর্চার ০, লিচ ৯, ব্রড অপরাজিত ১ ও অ্যান্ডারসন ০ রান করেন।

25 Feb 2021, 06:40:10 PM IST

ইংল্যান্ড অল-আউট

দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অল-আউট ইংল্যান্ড। ভারতের মাটিতে তো বটেই এমনকি সার্বিকভাবেও ভারতের বিরুদ্ধে এটিই তাদের সর্বনিন্ম টেস্ট ইনিংস। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ৪৮ রানে। জয়ের জন্য ভারতের দরকার ৪৯ রান।

25 Feb 2021, 06:38:43 PM IST

অ্যান্ডারসন আউট

৩১তম ওভারের চতুর্থ বলে অ্যান্ডারসনকে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। খাতা খোলার আগে পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। ব্রড অপরাজিত থাকেন ১ রানে।

25 Feb 2021, 06:31:24 PM IST

লিচ আউট

৩০তম ওভারের চতুর্থ বলে লিকটে আউট করলেন অশ্বিন। ২২ বলে ৯ রান করে রাহানের হাতে ধরা পড়লেন লিচ। ইংল্যান্ড ৮০ রানে ৯ উইকেট হারাল। ক্রিজে শেষ ব্যাটসম্যান অ্যান্ডারসন।

25 Feb 2021, 06:28:13 PM IST

ফোকস আউট

২৯তম ওভারের দ্বিতীয় বলে ফোকসকে ফেরালেন অক্ষর। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেওয়াক কৃতিত্ব অর্জন করলেন তিনি। ২৮ বলে ৮ রান করে এলবিডব্লিউ হন ফোকস। ইংল্যান্ড ৮০ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ব্রড।

25 Feb 2021, 06:13:54 PM IST

২৫ ওভারে ইংল্যান্ড ৭৫/৭

২৫ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। তারা এগিয়ে রয়েছে ৪২ রানে।

25 Feb 2021, 06:08:07 PM IST

আর্চার আউট

২৪তম ওভারের দ্বিতীয় বলে আর্চারকে ফেরালেন অশ্বিন। টেস্টে এটি তাঁর ৪০০তম উইকেট। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন তিনি। ইংল্যান্ড ৬৭ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লিচ।

25 Feb 2021, 06:04:12 PM IST

পোপ আউট

২২তম ওভারের শেষ বলে অশ্বিন ফেরালেন পোপকে। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন পোপ। ইংল্যান্ড ৬৬ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান আর্চার।

25 Feb 2021, 05:55:18 PM IST

২০ ওভারে ইংল্যান্ড ৬০/৫

২০ ওভার শেষে ইংল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। পোপ ৮ ও ফোকস ১ রানে ব্যাট করছেন।

25 Feb 2021, 05:51:00 PM IST

রুট আউট

১৯তম ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেল ফেরালেন জো রুটকে। ৪৫ বলে ১৯ রান করে এলবিডব্লিউ হন ইংল্যান্ড অধিনায়ক। ইংবল্যান্ড ৫৬ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ফোকস। অক্ষরের এটি ইনিংসে চতুর্থ ও ম্যাচে ১০ নম্বর উইকেট।

25 Feb 2021, 05:41:06 PM IST

স্টোকস আউট

১৮তম ওভারের দ্বিতীয় বলে বেন স্টোকসকে ফিরিয়ে দেন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন স্টোকস। ইংল্যান্ড ৫০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পোপ।

25 Feb 2021, 05:39:37 PM IST

ইংল্যান্ড ৫০

১৭ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে।

25 Feb 2021, 05:23:07 PM IST

খামতি মেটাল ইংল্যান্ড

১৩তম ওভারে প্রথম ইনিংসের নিরিখে ৩৩ রানের খামতি মেটাল ইংল্যান্ড।  ১৩ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪।

25 Feb 2021, 05:15:21 PM IST

১০ ওভারে ইংল্যান্ড ২৪/৩

দ্বিতীয় ইনিংসে ১০ ওভার ব্যাট করে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ২৪ রান তুলেছে। রুট ১২ ও স্টোকস ৫ রানে ব্যাট করছেন। 

25 Feb 2021, 05:08:53 PM IST

সিবলি আউট

ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে সিবলিকে ফিরিয়ে দিলেন অক্ষর। ২৫ বলে ৭ রান করে পন্তের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ৩ উইকেট হারায়। তিনটি উইকেটই নিয়েছেন অক্ষর। নতুন ব্যাটসম্যান স্টোকস।

25 Feb 2021, 04:41:58 PM IST

বেয়ারস্টো আউট

দ্বিতীয় বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হলেন জনি। খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন বেয়ারস্টো। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ২ উইকেট খোয়ায়। নতুন ব্যাটসম্যান রুট।

25 Feb 2021, 04:40:15 PM IST

হ্যাটট্রিক হাতছাড়া অক্ষরের

প্রথম ইনিংসের শেষ উইকেট এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেওয়ায় হ্যাটট্রিকের মুখে ছিলেন অক্ষর। জনি বেয়ারস্টোর বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদনে আঙুলও তোলেন ফিল্ড আম্পায়ার। তবে রিভিউ নেন বেয়ারস্টো। তৃতীয় আম্পায়ার নটআউট ঘোষণা করলে হ্যাটট্রিক হাতছাড়া হয় অক্ষরের।

25 Feb 2021, 04:35:27 PM IST

প্রথম বলেই ফিরলেন ক্রাউলি

ইনিংসের প্রথম বলেই ক্রাউলিকে বোল্ড করলেন অক্ষর প্যাটেল। তিনি দুই ইনিংসেই নিজের প্রথম বলে উইকেট তুলে নেন। জো রুটও ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট তোলেন। ইংল্যান্ড খাতা খোলার আগেই দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে বসে। নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।

25 Feb 2021, 04:34:05 PM IST

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন সিবলি ও ক্রাউলি। বোলিং শুরু করেন অক্ষর প্যাটেল।

25 Feb 2021, 04:23:22 PM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে জো রুট ৮ রানে ৫ উইকেট নেন। লিচ ৫৪ রানে ৪ উইকেট দখল করেন। ২৪ রানে ১ উইকেট নেন জোফ্রা আর্চার।

25 Feb 2021, 04:22:20 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

প্রথম ইনিংসে ভারতের হয়ে রোহিত ৬৬, গিল ১১, পূজারা ০, কোহিল ২৭, রাহানে ৭, পন্ত ১, অশ্বিন ১৭, সুন্দর ০, অক্ষর ০, ইশান্ত অপরাজিত ১০ ও বুমরাহ ১ রান করেন।

25 Feb 2021, 04:14:34 PM IST

ভারত অল-আউট ও চায়ের বিরতি

ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে বারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪৫ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৩৩ রানের লিড আদায় করে নেয় টিম ইন্ডিয়া। ভারত অল-আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।

25 Feb 2021, 04:13:18 PM IST

বুমরাহ আউট

৫৪তং ওভারের দ্বিতীয় বলে বুমরাহর উইকেট তুলে নেন রুট। মাত্র ৬.২ ওভার বল করেই ৫ উইকেট দখল করেন ব্রিটিশ অধিনায়ক। ১২ বলে ১ রান করে আউট হন বুমরাহ। ইশান্ত অপরাজিত থাকেন ১০ রান করে।

25 Feb 2021, 03:56:08 PM IST

ছক্কা হাঁকালেন ইশান্ত

৫১তম ওভারের প্রথম বলে লিচকে ছক্কা হাঁকালেন শততম টেস্টে মাঠে নামা ইশান্ত শর্মা। ম্যাচে এটিই প্রথম ওভারবাউন্ডারি। ৫১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১৪৩। ভারতের লিড ৩১ রানের।

25 Feb 2021, 03:49:50 PM IST

অশ্বিন আউট

৫০তম ওভারের দ্বিতীয় বলে রুট ফেরালেন অশ্বিনকে। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ১৭ রান করে ক্রাউলির হাতে ধরা পড়েন রবিচন্দ্রন। ভারত দলগত ১৩৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে ভারতের শেষ ব্যাটসম্যান বুমরাহ। ভারতের হাতে লিড মাত্র ২২ রানের।

25 Feb 2021, 03:31:31 PM IST

অক্ষর আউট

একই ওভারে রুট ফিরিয়ে দেন অক্ষর প্যাটেলকে। খাতা খোলার আগেই সিবলির হাতে ধরা পড়েন অক্ষর। ভারত ১২৫ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ইশান্ত।

25 Feb 2021, 03:30:12 PM IST

ওয়াশিংটন আউট

ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নেন জো রুট। ৪৬তম ওভারের প্রথম বলেই বোল্ড হন সুন্দর। খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১২৫ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল।

25 Feb 2021, 03:15:24 PM IST

পন্ত আউট

ঋষভ পন্তের মূল্যবান উইকেট তুলে নেন জো রুট। বল হাতে নিয়ে ৪১তম ওভারের প্রথম বলেই উইকেট নিলেন ব্রিটিশ দলনায়ক। পন্ত ৮ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। ভারত ১১৭ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন।

25 Feb 2021, 03:10:30 PM IST

রোহিত আউট

৪১তম ওভারের প্রথম বলেই লিচ আউট করলেন রোহিত শর্মাকে। ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৬৬ রান করে এলবিডব্লিউ হন হিটম্যান। ভারত ১১৫ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান অশ্বিন। ইনিংসে লিচের এটি চতুর্থ উইকেট।

25 Feb 2021, 03:05:11 PM IST

৪০ ওভারে ভারত ১১৫/৪

৪০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলেছে। রোহিত ৬৬ ও ঋষভ ১ রানে ব্যাট করছেন।

25 Feb 2021, 02:55:35 PM IST

রাহানে আউট

৩৯তম ওভারের দ্বিতীয় বলে জ্যাক লিচ ফেরালেন অজিঙ্কা রাহানেকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন রাহানে। ভারত ১১৪ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

25 Feb 2021, 02:47:04 PM IST

লিড নেওয়া শুরু ভারতের

৩৭ তম ওভারে ইংল্যান্ডের প্রথম ইনিংসকে টপকে গেল ভারত। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১৩। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়া শুরু টিম ইন্ডিয়ার।

25 Feb 2021, 02:36:39 PM IST

ভারত ১০০

দিনের দ্বিতীয় ওভারে অর্থাৎ ইনিংসের ৩৫তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া।

25 Feb 2021, 02:35:39 PM IST

দ্বিতীয় দিনর খেলা শুরু

প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেওয়ার লক্ষ্যেই দ্বিতীয় দিনর খেলা শুরু করে গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত ও রাহানে। বোলিং শুরু করেন অ্যান্ডারসন।

25 Feb 2021, 02:35:39 PM IST

প্রথম দিনের স্কোর

ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ভারত প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলে। রোহিত শর্মা ৫৭ ও অজিঙ্কা রাহানে ১ রানে অপরাজিত ছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইউভানের ক্ষেত্রে একাজ করেন একদিনে! তবে ইয়ালিনির জন্য এখনও করলেন না রাজ-শুভশ্রী সাত দিনে ৩ বার TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন 'আরও রিসার্চ...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের ‘‌কংগ্রেস রাজপুত্রের জন্য খুঁজতে হবে আরও একটি নিরাপদ আসন’‌, কটাক্ষ মোদীর প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস ফ্লন্ট, ডায়েটে ঘি-এর সঙ্গে আর কী খান, জানালেন সাবা বার্ডফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইন মিলল দুধে! উদ্বেগের পারদ চড়িয়ে জানাল WHO বৃহস্পতির বৃষ রাশিতে গমন, সংকট বাড়বে এই ৩ রাশির, হতে পারে আর্থিক ক্ষতি কংগ্রেসকেই ভোট দিন! বিজেপিতে যোগদান করার ১৯দিনের মধ্যেই ডিগবাজি খেলেন মেয়র কাকভোরে বিস্ফোরণ, উড়ে গেল গয়নার দোকানের শাটার, ভিতরে কী চলছিল? পরমব্রতকে বিয়ের ৫ মাস! ঝলক বেডরুমের, বিছানায় শুয়ে পিয়া, আদর খেলেন মন ভরে

Latest IPL News

আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.