বাংলা নিউজ > ময়দান > India vs England T20I- কোভিড কাটিয়ে চনমনে রোহিত, দিলেন ট্রেনিংয়ের আপডেট

সাউথ্যাম্পটনে বহুদিন বাদ ফের ভারতীয় দলের হয়ে খেলবেন রোহিত শর্মা। এর মধ্যে তাঁর অনুপস্থিতিতে প্রায় মিউজিকাল চেয়ারের মতো বিভিন্ন লোককে ক্যাপ্টেন করেছে ভারতীয় দল। কিন্তু এবার তাঁর পরীক্ষা দুনিয়ার অন্যতম সেরা টি-২০ দলের বিরুদ্ধে জেতার। এই সিরিজ জিতলে বছরর শেষে টি-২০ বিশ্বকাপের আগে অনেকটা আত্মবিশ্বাস সঞ্চয় করে নেবে দল।

কোভিডের কারণে তিনি টেস্ট ম্যাচটি খেলেননি। কিন্তু গতকাল সাংবাদিকদের সামনে রোহিত বলেন যে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। শেষ কয়েকদিনে ঘাম ঝরিয়েছেন তিনি। রোহিত জানান যে আট-নয়দিন আগে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁর শরীর ভালো আছএ ও কোনও কোভিডের চিহ্ন নেই। দুই-তিন বার তাঁর নেগেটিভ কোভিড টেস্ট এসেছে বলেও তিনি জানান।

রোহিত বলেন যে বিশ্বকাপের কথা নিশ্চিত ভাবে মাথায় আছে। তবে এটা সেরকম প্রস্তুতির বিষয় নয়। ভারতের জন্য প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। সব কিছু ঠিকঠাক ভাবে করে ম্যাচ জেতাই লক্ষ্য বলে তিনি জানান। ইংল্যান্ডের জন্য খেলার জন্য দল প্রস্তুত বলেই তিনি জানান।

প্রসঙ্গত, বিরাট কোহলির ফর্ম নিয়ে অনেক আলোচনা হলেও অধিনায়ক রোহিত শর্মাও দীর্ঘদিন ধরে ছন্দে নেই। আইপিএলেও রান পাননি। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। সেই পরিপ্রেক্ষিতে এই সিরিজে ভালো করা রোহিতের জন্য প্রয়োজন। কারণ এর পরের সিরিজে তিনি খেলবেন না। ইংল্যান্ডে সাদা বল ক্রিকেটে ভালো খেলেছেন রোহিত শর্মা। তাই এবারও তিনি ভালো করতে পারবেন, সেই আশা করাই যায়।

 

বন্ধ করুন