প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে ভারত। আজ ধারেভারে অনেক পিছিয়ে থাকা হংকংয়ের বিরুদ্ধে নামতে চলেছেন রোহিত শর্মারা। ক্রিকেট বিশেষজ্ঞেদের মতে, ভারত সহজেই হারিয়ে দেবে হংকংকে। তবে হংকংয়ের বিরুদ্ধে কয়েকটি ভুল শুধরে নিতে হবে রোহিতদের, যা পাকিস্তান ম্যাচে তাঁরা করেছিলেন। সেই ভুলগুলি অন্য কোনওদিন হলে মারাত্মক হতে পারে। কোন কোন ভুল শুধতে নিতে হবে, তা দেখে নিন -
1/4স্লো ওভার রেট: পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে শেষ দুই ওভারে ভারতকে ৩০ গজের বৃত্তের বাড়তি এক ফিল্ডার রাখতে হয়েছিল। বাউন্ডারিতে একজন কম ছিলেন। সেইসময় দু'ওভারে (আদতে ১.৫ ওভার, কারণ পাকিস্তান ১৯.৫ ওভারে অল-আউট হয়ে গিয়েছিল) ২৩ রান দিয়েছিল ভারত। যে রানের চাপটা রবিবার মালুম হয়েছিল। শেষপর্যন্ত জিতেছিল টিম ইন্ডিয়া। তবে রোজ সেটা নাও হতে পারে। (ছবি সৌজন্যে এপি)
2/4টেলএন্ডারদের বোলিং: শেষ উইকেটে পাকিস্তান গুরুত্বপূর্ণ ১৯ রান যোগ করেছিল। সেইসময় ভারতীয় বোলারদের কৌশল নিয়ে কিছুটা প্রশ্ন উঠবেই। একাধিক শর্ট বল করেছিলেন। যাতে সুবিধা পান পাকিস্তানের একাদশতম ব্যাটার শাহনাজ দাহানি। ছয় বলে ১৬ পান করেন। শর্ট বলে দুটি ছক্কা মারেন। 'ব্লক হোল'-এ বল পড়তেই তাঁর স্টাম্প ছিটকে যায়। সেই বিষয়টি ভারতকে মাথায় রাখতে হবে। (ছবি সৌজন্যে এপি)
3/4রোহিত শর্মার দায়িত্বজ্ঞানহীন শট: পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছিলেন রোহিত। যে ওভারে একবার মিসটাইমে বেঁচে গিয়েছিলেন, তারপর ছক্কা মেরেছিলেন, সেই ওভারেই নয়া ইন্ডিয়ার স্টাইলে খেলতে গিয়ে অহেতুক উইকেট ছুড়ে দিয়ে আসেন। বিশেষত এমন একটি ম্যাচে সেই কাজটা করেন, যখন রিকোয়ার্ড রানরেটের চাপ তেমন ছিল না। সেদিন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা বাঁচিয়ে দিলেও রোজ সেটা হয়ত সম্ভব হবে না। (ছবি সৌজন্যে এপি)
4/4বিরাট কোহলির দায়িত্বজ্ঞানহীন শট: প্রাথমিক চাপ সামলে বেশ ভালো ছন্দে ছিলেন। কিন্তু রোহিত আউট হওয়ার পরও যেভাবে উইকেট ছুড়ে দিয়ে আসেন, তা মোটেও ভালোভাবে নেননি ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরাটকে ম্যাচ শেষ করে আসতে হবে। যে কাজটা বরাবর করে আসতেন তিনি। (ছবি সৌজন্যে এপি)