টেস্টে খেলিয়ে দেশগুলির মধ্যে আয়োজিত টি-২০ মোকাবিলায় রেকর্ড মার্জিনে জিতে নয়া নজির গড়েছে ভারত। শুধু তাই নয়, সিরিজের নির্ণায়ক ম্যাচে হেলায় জিতে দেশের মাটিতে নিজেদের দুর্ধর্ষ রেকর্ড অব্যাহত রাখল মেন ইন ব্লু। আর এই সবের যে কাণ্ডারী, সিরিজ সেরা তথা ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর পরিবর্তিত ক্রিকেট দর্শনের কথা বললেন ম্যাচের শেষে। পান্ডিয়া সর্বদাই নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলেন, বিনয়ের ধার ধারেন না। এদিনও সেভাবে কার্যত নিজেকে ধোনির সঙ্গে এক পংক্তিতে বসিয়ে ফেললেন ভারতের অস্থায়ী টি২০ অধিনায়ক। যেটা দেখেই পান্ডিয়াকে দাম্ভিক বলে মনে করছেন নেটনাগরিকরা।
ভারতীয় ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ আমদাবাদে ছিলেন শুভমন গিল। তিনি ৬৩ বলে অনবদ্য অপরাজিত ১২৬ রান করেন। তাঁকে শেষের দিকে ১৭ বলে ৩০ রান করে যোগ্য সঙ্গত করেন পান্ডিয়া। বোলিংয়ে প্রথম থেকেই অপ্রতিরোধ্য ছিল মেন ইন ব্লু। হার্দিক পান্ডিয়া চার ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে চার উইকেট নেন। মূলত তাঁর বোলিংয়ের দৌলতেই ৬৬ রানে অল আউট হন কিউয়িরা।
এদিন ঝোড়ো ইনিংস খেললেও অধিনায়ক হার্দিক পান্ডিয়া এখন অনেক বেশি ধীরস্থির গতিতে খেলেন। শুরুতেই হাত খুলে মারতে যান না স্লগ ওভার না হলে। সেই নিয়েও ম্যাচের শেষে প্রতিক্রিয়া দেন হার্দিক। কিছুটা দার্শনিক ভাবে তিনি বলেন যে ছক্কা মারতে ভালো লাগলেও জীবনে অনেক সময়ই বদলাতে হয়। ব্যাটিং করতে গেলে তাই এখন তিনি জুটিতে রান বানানোর ওপর জোর দিতে চান, দলকে ভরসা যোগাতে চান। তিনি অন্যদের থেকে বেশি অভিজ্ঞ, তাই চাপ হজম করার ক্ষমতা তাঁর বেশি, সেই জন্যেই এই পরিবর্তিত মানসিকতা বলে জানান হার্দিক পান্ডিয়া।
প্রসঙ্গত রোহিত শর্মার অনুপস্থিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন হার্দিক। গত আইপিলে গুজরাটের আনকোরা দলকে ট্রফি জিতিয়ে আচমকাই ক্যাপ্টেন হওয়ার পদপ্রার্থী হয়ে গিয়েছেন হার্দিক।পরের বছর বিশ্বকাপেও তিনি টি২০ দলের ক্যাপ্টেন্সি করবেন কিনা, সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। তবে আপাতত যে তিনি সেসব নিয়ে ভাবছেন না, তাঁর কথাতেই স্পষ্ট। আপাতত দায়িত্ব তাঁর কাছেই থাকবে, সেভাবেই নিজের ক্রিকেটটে প্ল্যান করছেন এই অলরাউন্ডার। নয়া দায়িত্ব ও আনুসাঙ্গিক কাজের বদল নিয়ে হার্দিক বলেন যে একটু ধরে খেলতে হচ্ছে বলে স্ট্রাইকরেট কিছুটা কমে গিয়েছে। একইভাবে নতুন বলে তিনিই শুরু করছেন যাতে অন্যদের ওপর চাপ না পড়ে। সামনে থেকে তিনি দলকে নেতৃত্ব দিতে চান, সাংবাদিক সম্মেলনে সেটা স্পষ্ট করে জানান হার্দিক। নয়া ভূমিকা নিতে যে তিনি মুখিয়ে থাকেন, সেই কথাও জানান ভারতীয় অধিনায়ক।
এই প্রসঙ্গেই ধোনির কথা উত্থাপন করেন হার্দিক পান্ডিয়া। নিজে থেকেই বলেন যে মাহি যে ভূমিকা নিত, সেই কাজটি করতে তাঁর আপত্তি নেই। মাহির সঙ্গে খেলার স্মৃতি রোমন্থন করে হার্দিক বলেন যে তখন তিনি তরুণ, বল পিটিয়ে ছাতু করছেন, তখন মাহি দেখে খেলতেন। এখন এমএসডি নেই, তাই তিনিই দায়িত্ব নিয়ে খেলছেন। তবে এতে দল জিতছে, তাই তাঁর স্ট্রাইকরেট যদি একটু কমেও যায়, কোনও পরোয়া নেই, স্পষ্ট জবাব দিয়ে দেন হার্দিক পান্ডিয়া। বাস্তবে হার্দিক কখনও স্থায়ী অধিনায়ক হন কিনা, বা হলেও ধোনির ধারেকাছে সাফল্যের নিরিখে যেতে পারেন কিনা, সেটা সময়ই বলবে।