India vs New Zealand Hockey World Cup 2023 Highlights: একটা বাজে কোয়ার্টার। পেনাল্টি শ্যুট-আউটে চাপ। তাতেই হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ৪৮ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে থেকেও যেভাবে হেরে ভারত, তাতে অনেক রাত নিদ্রাহীন কাটবে সুখজিৎ সিংদের। বিশেষত পেনাল্টি শ্যুট-আউটে শ্রীজেশের হাত ধরে যেভাবে ম্যাচে ফিরেছিল ভারত, তারপরও হেরে যাওয়ার ক্ষতও সহজে মুছবে না।
ক্লাসিফিকেশন ম্যাচে খেলবে ভারত
ভারত এবার নবম থেকে ষোড়শ স্থানের ক্লাসিফিকেশন ম্যাচ খেলবে। প্রতিপক্ষ জাপান। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড।
হার ভারতের
ভারত বনাম নিউজিল্যান্ড: ৩-৩ (পেনাল্টি শ্যুট-আউটে ৫-৪ গোলে জয়ী নিউজিল্যান্ড)। ১৭ মিনিটে ললিতকুমার উপাধ্যায়, ২৪ মিনিটে সুখজিৎ সিং ও ৪০ মিনিটে বরুণ কুমার গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে ২৮ মিনিটে লেন স্যাম, ৪৩ মিনিটে রাসেল কেন এবং ৪৯ মিনিটে ফিন্ডলে সিন গোল করেন।
১৮ পেনাল্টিতে ফয়সালা, হকি বিশ্বকাপে পদক পাবে না ভারত
হকি বিশ্বকাপে ভারতের পদকের প্রতীক্ষা আরও বাড়ল। পেনাল্টি শ্যুট-আউটে ৫-৪ ব্যবধানে হেরে পদকের আশা শেষ হয়ে গেল। ১৮ পেনাল্টিতে হল ফয়সালা।
ছিটকে গেল ভারত
রিটেক! বেঁচে গেলেন সুখজিৎ। এবার কি গোল করতে পারবেন? না পারলে ছুটি হয়ে যাবে ভারতের। কিন্তু ফের মিস করলেন সুখজিৎ। কোয়ার্টারে চলে গেল নিউজিল্যান্ড। দুর্দান্ত ডবল সেভ কিউয়ি গোলকিপারের।
গোল নিউজিল্যান্ডের
১৭ নম্বর পেনাল্টি শ্যুট-আউট। গোল করলেন লেন। পাঠক সেভ করে দেন প্রাথমিকভাবে। কিন্তু গোল পেয়ে যান শেষে।
এটা কী হচ্ছে?
এটা কী হচ্ছে!!! সুখজিৎ সিং গোল করতে পারলেন না। তবে রেফারেল নেওয়া হল। রেফারেল হারাল ভারত। পেনাল্টিতে স্কোর ৪-৪।
মিস কিউয়িদের
বড্ড হালকাভাবে যেন নিয়ে গেলেন কিউয়িরা। মিস। আবারও জয়ের সুযোগ ভারতের সামনে।
গোল রাজকুমারের
রাজকুমার গোল করলেন রাজার মতো। গোলকিপারকে একদিকে ঝাঁপাতে বাধ্য করলেন। তারপর বল টেনে নিয়ে জালে বল জড়ালেন।
এবার মিস করলেেই ছিটকে যাবে ভারত
শ্রীজেশের চোট। দীপক পাঠক এলেন। গোল কিউয়িদের। এগিয়ে গেল নিউজিল্যান্ড। মিস করলেেই ছিটকে যাবে ভারত।
বাজে মিস হরমনপ্রীতের
হে ভগবান! এটা কী করলেন হরমনপ্রীত। বাজে পেনাল্টি। কী ভাবছিলেন হরমনপ্রীত। এখনও ৩-৩ রয়ে গেল।
টানা তিনটি মিস কিউয়িদের
এবার প্রথম শট নেবে নিউজিল্যান্ড। শ্রীজেশের দুরন্ত চেষ্টা। গোলে রাখতে পারলেন না কিউয়ি। তবে কিউয়িদের রেফারেল। টানা তিনটি মিস কিউয়িদের। এবার গোল করতে পারলেই জিতে যাবে ভারত। তবে শ্রীজেশের হাঁটুতে চোট।
দুর্দান্ত সেভ শ্রীজেশের
শ্রীজেশ!!!! শ্রীজেশ!!!! শ্রীজেশ!!!! বাঁচিয়ে দিলেন কিউয়িদের শট। পেনাল্টি শ্যুট-আউটের পর স্কোর ৩-৩।
গোল ভারতের
গোল ভারতের
জিইয়ে থাকল ভারতের আশা
মরণবাঁচন পরিস্থিতি শ্রীজেশের জন্য। নিউজিল্যান্ড গোল করলেই ছিটকে যাবে ভারত। দারুণভাবে অ্যাঙ্গেল কভার শ্রীজেশের। দুর্দান্ত সেভ পেনাল্টি শ্যুট-আউটে ভারত ২-৩ নিউজিল্যান্ড।
দুর্দান্ত সেভ নিউজিল্যান্ডের
দুর্দান্ত সেভ নিউজিল্যান্ডের গোলকিপার হেওয়ার্ডসের। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ৩-২ নিউজিল্যান্ড।
এগিয়ে গেল নিউজিল্যান্ড
চাপে পড়ে যান ফিলিপস। শ্রীজেশ ব্লক করে দেন। তবে মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন ফিলিপস। অবিলম্বে শ্রীজেশের। সময়ের মধ্যে গোল হয়েছে কিনা দেখতে রিভিউ। ০০:০২ বাকি থাকতে গোল। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ২-৩ নিউজিল্যান্ড।
মিস ভারতের
মিস ভারতের। প্রথম মিস। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাকফুটে পড়েন অভিষেক। তারপর গোল করতে পারলেন না। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ২-২ নিউজিল্যান্ড।
গোল নিউজিল্যান্ডের
গোল নিউজিল্যান্ডের। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ২-২ নিউজিল্যান্ড।
গোল ভারতের
নক-আউট ম্যাচের আগে দলে সুযোগ। গোল করলেন রাজকুমার। একেবারে হালকা মেজাজে, শান্তভাবে গোল করলেন। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ২-১ নিউজিল্যান্ড।
পেনাল্টি শ্যুট-আউটে ১-১
গোল করল নিউজিল্যান্ডও। পেনাল্টি শ্যুট-আউটে ভারত ১-১ নিউজিল্যান্ড।
গোল ভারতের
প্রথম পেনাল্টি শ্যুট-আউট ভারতের। শান্তভাবে গোল করলেন হরমনপ্রীত। ভারত ১-০ নিউজিল্যান্ড।
জঘন্য চতুর্থ কোয়ার্টার ভারতের, পেনাল্টিতে গড়াল ম্যাচ
একেবারে জঘন্য চতুর্থ কোয়ার্টার ভারতের। নিউজিল্যান্ড স্রেফ ছিঁড়ে খেল মনপ্রীতদের। তাও দীপক পাঠকের তিনটি সেভ না থাকলে ছুটি হয়ে যেত ভারতের।
পেনাল্টি শ্যুট-আউটে গড়াল ম্যাচ
ভারত ৩-৩ নিউজিল্যান্ড। পেনাল্টি শ্যুট-আউটে গড়াল ম্যাচ। মাথা ঠোকার মতো করলেন মনপ্রীতরা। ৩-১ গোলে এগিয়ে থেকেও চতুর্থ কোয়ার্টারে ৩-৩ হয়ে গেল।
ভয়ঙ্কর!
উফফফ! হৃদপিণ্ড ঠিক আছে তো ভারতীয় ভক্তদের? শেষ সেকেন্ডে গোলের জায়গায় চলে আসে নিউজিল্যান্ড। বাঁচালেন দীপক পাঠক। শেষ হুটার।
এবার ১১ বনাম ১১
এক মিনিট আট সেকেন্ড বাকি: ১১ জন হয় গেল নিউজিল্যান্ড। এবার ভারত ও নিউজিল্যান্ডের ১১ বনাম ১১-র লড়াই
সুবিধা নিতে পারছে না ভারত
ওহ!! টিম ইন্ডিয়া। বিপক্ষকে ১০ জনে পেয়েও মাঝমাঠে খেলছে ভারত।
ব্যাকফুটে নিউজিল্যান্ড
ব্যাকফুটে নিউজিল্যান্ড। ভারত কি ১১ বনাম ১০ জনের সুবিধা নিতে পারবে? আপাতত চেষ্টা করছে ভারত। আক্রমণাত্মক হওয়াক চেষ্টা।
হলুদ কার্ড নিউজিল্যান্ডের রসকে
হলুদ কার্ড নিক রসকে। পাঁচ মিনিট বাইরে থাকতে হবে। পেনাল্টি কর্নারও পেল ভারত। বরুণ কুমার প্রবল গতিতে শট মারেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট।
এটা কোন নিউজিল্যান্ড নেমেছে চতুর্থ কোয়ার্টারে?????
এটা কোন নিউজিল্যান্ড নেমেছে চতুর্থ কোয়ার্টারে????? প্রবল চাপে ভারত। এতক্ষণ ভারত দাপট দেখাচ্ছিল। এখন পুরো ছড়ি ঘোরাচ্ছেন কিউয়িরা।
দারুণ সেভ পাঠকের, বেঁচে গেল ভারত
বেঁচে গেল ভারত।
৩-১ থেকে ৩-৩! অবিশ্বাস্য গোলে সমতা ফেরাল নিউজিল্যান্ড
অবিশ্বাস্য গোল নিউজিল্যান্ডের। ভারত ৩-৩ নিউজিল্যান্ডের। ফ্লিক ঠিকমতো করতে পারেননি রাসেল। কোনওভাবে গোলের দিকে বল। দ্বিতীয় পোস্টে অবিশ্বাস্য ভালো টাচ নিউজিল্যান্ডের ফিন্ডলের।
পেনাল্টি নিউজিল্যান্ডের
পেনাল্টি কর্নার নিউজিল্যান্ডের। চাইল্ডকে এরিয়াল বল ধরার জন্য ঠিকমতো জায়গা দেননি রুইদাস। পেনাল্টি কর্নার নিউজিল্যান্ডের।
সেভ ভারতের
সেভ ভারতীয় গোলকিপার দীপক পাঠকের। রিভার্স হিটে গোলে শট নিউজিল্যন্ডের।
শুরু চতুর্থ কোয়ার্টারের খেলা
শুরু চতুর্থ কোয়ার্টারের খেলা। ১৫ মিনিটের উপর নির্ভর করছে, ভারত কোয়ার্টারে উঠতে পারবে কিনা।
ফের কোয়ার্টারের শেষ লগ্নে গোল খেল ভারত, তবে এগিয়ে এখনও
হুটার। শেষ তৃতীয় কোয়ার্টার। ভারত ৩-২ গোলে এগিয়ে আছে। তবে ভারত হতাশ হবে। কারণ ফের কোয়ার্টারের শেষ লগ্নে গোল হজম করতে হল।
ৎকে বাজে ট্যাকল উডের
সুখজিৎকে বাজে ট্যাকল উডের। পেনাল্টি কর্নার ভারতের। এবার রুইদাসের ড্র্যাগফ্লিক। আবারও নিউজিল্যান্ডের রক্ষাকর্তা চাইল্ড। বাঁচিয়ে দিলেন তিনি।
ফের কোয়ার্টারের শেষলগ্নে গোল গেল ভারত
আবারও গোল শোধ করল নিউজিল্যান্ড। আবারও একটি কোয়ার্টারের শেষ মুহূর্তে গোল করলেন কিউয়িরা। আজ প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল। ভারত ৩-২ নিউজিল্যান্ড। কেন রাসেলের গোল।
তৃতীয় গোল ভারতের, হকি বিশ্বকাপে কোয়ার্টারের দিকে এক পা
গোওওওওওল। তৃতীয় গোল ভারতের। দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে গোল করল ভারত। ভারত ৩-১ নিউজিল্যান্ড। বরুণ কুমারের ড্র্যাগ ফ্লিক সোজা কিউয়িদের গোলে আছড়ে পড়ল।
পেনাল্টি স্ট্রোক নকি পেনাল্টি কর্নার?
পেনাল্টি স্ট্রোক নকি পেনাল্টি কর্নার? রেফারেল ভারতের। পেনাল্টি কর্নার পেল ভারত। আকাশদীপ ও মনদীপে দুরন্ত তাল-মিল। গোলের আগে আটকে যায় বল। রেফারেল নেয় ভারত।
দুরন্ত দৌড় আকাশদীপের
দুরন্ত দৌড় আকাশদীপের। ভারতের অর্ধ থেকে একাই নিউজিল্যান্ডের সার্কেলের কাছে উঠে গেলেন। কিন্তু শরীর দিয়ে বল রাখার চেষ্টা।
পেনাল্টি কর্নারে গোল পেল না ভারত
দ্বিতীয়ার্ধে প্রথম পেনাল্টি কর্নার ভারতের। তবে গোল আসেনি। গোলপোস্টের সামনে ডান পা বাড়িয়ে সেভ কিউয়ি গোলকিপারের।
বাজে পাস সুখজিতের
কোনও বাধা ছাড়াই নিউজিল্যান্ডের ফাইনালে থার্ডে উঠে গেলেন শামসের। সুখজিৎকে বল। বাজে পাস সুখজিতের। প্রথমার্ধের মতো ঝিমিয়ে শুরু দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয় হাফের খেলা শুরু
শুরু দ্বিতীয় হাফের খেলা। আর ৩০ মিনিট লিড ধরে রাখতে পারলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে ভারত। সেখানে বেলজিয়াম অপেক্ষা করছে।
হাফ-টাইমের পরিসংখ্যান
ভারত গোলে শট নিয়েছে চারটি। নিউজিল্যান্ড নিয়েছে একটি। বিপক্ষের বক্সে ভারতের পজেশন ৫৬ শতাংশ। নিউজিল্যান্ডের ৪৪ শতাংশ। তবে সার্কেল পেনিট্রেশনে নিউজিল্যান্ড এগিয়ে। কিউয়িদের সংখ্যা ১০। ভারতে ন'টি।
হাফ-টাইম, ২-১ গোলে এগিয়ে ভারত
বাজল হাফ-টাইমের হুটার। ভারত ২-১ গোলে এগিয়ে আছে। দুর্দান্ত দ্বিতীয় কোয়ার্টার হল। প্রথমে ভারত দু'গোলে এগিয়ে গেল। ব্যবধান কমাল নিউজিল্যান্ড। ১৭ মিনিট ও ২৭ মিনিটে গোল ভারতের। ২৮ মিনিটে গোল কিউয়িদের।
গোল খেল ভারত
যে গোল করতে পারলেন, তিনিই গোলটা বানালেন। নিউজিল্যান্ডের ব্যবধান কমালেন লেন। ভারত ২-১ নিউজিল্যান্ড।
দ্বিতীয় গোল ভারতের
গোওওওওওওওল। এবার গোল করলেন সুখজিৎ সিং। উফও হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিকটা নিয়ে স্রেফ কোনও কথা হবে না। গোলের মাঝামাঝি শট। ডিক্সন যতটা পারেন, ততটা করেন। কিছুটা বাঁচান। সুখজিৎ মাঝে ছিলেন। তিনি স্টিক বাড়িয়ে গোল করে গেলেন। ভারত ২-০ নিউজিল্যান্ড।
পঞ্চম পেনাল্টি কর্নার ভারতে
আবারও পঞ্চম পেনাল্টি কর্নার ভারতের। এবার হরমনপ্রীত আছেন মাঠে।
চতুর্থ পেনাল্টি কর্নার ভারতের
চতুর্থ পেনাল্টি কর্নার ভারতের। এবারও নিউজিল্যান্ডকে বাঁচালেন গোলকিপার ডিক্সন। এবার সোজা গোলের উদ্দেশ্যে মারল না ভারত। হরমনপ্রীত ছিলেন মা মাঠে। ডানপ্রান্তে বরুণের দিকে বল ভারতের। দারুণ শট বরুণ। তার থেকেও ভালো সেভ ডিক্সনের। বাঁ পা বাড়িয়ে কিউয়িদের রক্ষা করলেন।
গোল বাতিল ভারতের
বাতিল গোল! ফ্রি-হিট নিউজিল্যান্ডের। গোল পেল না ভারত। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি বেঁচে গেলেন কিউয়িরা। ভারত ১-০ নিউজিল্যান্ড।
গোল ভারতের?
তিনবার সেভ নিউজিল্যান্ডের গোলকিপারের। তাতেও লাভ হল না। গোওওওও ভারতের। সপাটে শট নীলকান্তের। বল আছড়ে পড়ল গোলের মধ্যে। তবে রেফারেল নিউজিল্যান্ডের। ফাউল কি হয়েছে?
আবারও পেনাল্টি কর্নার ভারতের
আবারও পেনাল্টি কর্নার ভারতের। এবার গোল করতে পারবেন মনপ্রীতরা?
পেনাল্টি কর্নার ভারতের
গোলের পর আরও আক্রমণাত্মক ভারতের। পেনাল্টি কর্নার ভারতের।
দুরন্ত টিমগোল ভারতের, এগিয়ে গেলেন মনপ্রীতরা
গোওওওওওওওওওল ভারতের। নিজেদের সার্কেলে ৩৬০ ডিগ্রি ঘুরে ফিলিপসকে পিছে ফেলেন হরমনপ্রীত। মাঝমাঠে দুরন্ত স্কিল আকাশদীপের। পাস শামসেরকে। যিনি ডানদিকে দিলেন। বাকি কাজটা করলেন ললিত। এগিয়ে আসা ডিক্সনের পায়ের ফাঁক দিয়ে বল দালে জড়িয়ে দিলেন। ভারত ১-০ নিউজিল্যান্ড।
এবার আক্রমণ ভারতের
এবার আক্রমণ ভারতের
সহজ সুযোগ নষ্ট কিউয়িদের
শুরু দ্বিতীয় কোয়ার্টার। শুরুতেই বেঁচে গেল ভারত। সার্কেলের মধ্যে দারুণ সুযোগ নিউজিল্যান্ড। রুইদাসের থেকে বল ছিনিয়ে নিলেন চাইল্ড। কিম কিংস্টোনকে বল। ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না। ভয়ঙ্কর মিস।
ঝিমিয়ে কাটল প্রথম কোয়ার্টার
শেষ প্রথম কোয়ার্টারের খেলা। খেলার ফল ০-০। চাইল্ডের গোলমুখী শট এবং তাঁর গোললাইন সেভ ছাড়া বলার মতো কিছু হল না।
পেনাল্টি কর্নার থেকে গোল পেল না ভারত
না, পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারল না ভারত। গোলে ছিল হরমনপ্রীতের শট। ভালো শট মারেন। কিন্তু গোললাইন সেভ চাইল্ডের।
পেনাল্টি কর্নার ভারতের
প্রথম কোয়ার্টার শেষ হতে ২:৪২ মিনিট মতো বাকি। প্রথম ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার। সার্কেলের মধ্যে ফাউল। সহজ সিদ্ধান্ত। পেনাল্টি কর্নার। গোল করতে পারবে ভারত?
প্রথম সেভ ম্যাচের, ভারতকে বাঁচালেন শ্রীজেশ
ভারতকে বাঁচিয়ে দিলেন শ্রীজেশ। আক্রমণভাগে নিউজিল্যান্ডের খেলোয়াড়ের সংখ্যা। সিমোন চাইল্ড ঢুকে গেলেন সার্কেলে। গোল লক্ষ্য করে রিভার্স হিট। শ্রীজেশ পা দিয়ে বল আটকে দিলেন।
ভারতের আক্রমণ, তবে ভুল ললিতের
ফ্রি-হিট থেকে আক্রমণে উঠে এল ভারত। ডানপ্রান্তের লাইন থেকে অভিষেকের পাস। ললিত ঠিকভাবে বল ধরতে পারেননি। পায়ে লেগে গেল বল। ফ্রি-হিট নিউজিল্যান্ডের। পেনাল্টি কর্নারের চেষ্টা করেছিল ভারত। কিন্তু হয়নি। তবে ললিত ঠিকভাবে বল ধরতে পারেননি।
আক্রমণ কিউয়িদের
ডানপ্রান্ত থেকে আক্রমণে নিউজিল্যান্ডের। ডি বক্সের বল। তবে বিপদ হয়নি ভারতের। ফ্রি-হিট হয়ে গিয়েছে।
শুরুতে খেলা ধরার চেষ্টা ২ দলের
এখনও কোনও দল ঠিক খেলা ধরতে পারেনি। নিজেদের কাছে বল রাখার চেষ্টা ভারত ও নিউজিল্যান্ডের।
প্রথম ক্রসওভার ম্যাচে জিতেছে স্পেন
প্রথম ক্রসওভার ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে স্পেন। নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২। পেনাল্টি শ্যুট-আউটে জিতে গিয়েছে স্পেন।
শুরু হল খেলা
শুরু হল খেলা। খেলা শুরু করেই আক্রমণে ওঠার চেষ্টা নিউজিল্যান্ডের। তবে সতর্ক ভারতীয় রক্ষণ। বল নিয়ে উপরের দিকে উঠছে।
মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
ভারত ও নিউজিল্যান্ড মোট ছ'বার মুখোমুখি হয়েছে। তিনবার জিতেছে ভারত। দু'বার জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ ড্র হয়েছে।
আজ জিতলে কোয়ার্টারে কার বিরুদ্ধে নামবে ভারত?
আজ যদি ভারত জিতে যায়, তাহলে আগামী ২৪ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। যে ভারত টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
নিক উডস (অধিনায়ক), ডমিনিক ডিক্সন (গোলকিপার), ড্যান লেট, সিমন চাইল্ড, কিম কিংস্টোন, স্যাম লেন, এইডান সারিকায়া, কেন রাসেল, ব্লেয়ার ট্যারেন্ট, সিন ফিল্ডলে এবং হেডেন ফিলিপস।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত সিং (অধিনায়ক), পি আর শ্রীজেশ (গোলকিপার), সুরেন্দর কুমার, মনপ্রীত সিং, মনদীপ সিং, শামসের সিং, বরুণ কুমার, রাজকুমার পাল, অমিত রুইদাস, বিবেক সাগর প্রসাদ এবং সুখজিৎ সিং।
কেন এই ম্যাচ খেলতে হচ্ছে ভারতকে?
এবার হকি বিশ্বকাপে পুল ‘ডি’-তে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ভারত। গোলপার্থক্যে প্রথম স্থানে ছিল ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম স্থানাধিকারী দল সরাসরি উঠে গিয়েছে। দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে ভারতকে ক্রসওভার ম্যাচ খেলতে হচ্ছে। নিউজিল্যান্ডে পুল ‘সি’-তে দ্বিতীয় স্থানে শেষ করেছিল।
IND vs NZ WC 2023 LIVE: কোয়ার্টারে উঠবে? আজ জিততেই হবে ভারতকে
হকি বিশ্বকাপের মরণবাঁচন ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সেই নক-আউট রাউন্ডের ম্যাচ জিতলে কোয়ার্টার-ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া। নাহলে নবম থেকে ষোড়শ স্থানের ক্লাসিফিকেশন ম্যাচে খেলতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।