বাংলা নিউজ > ময়দান > IND vs NZ Predicted XI: প্রথম একাদশে সুযোগ হবে পৃথ্বীর? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ!

IND vs NZ Predicted XI: প্রথম একাদশে সুযোগ হবে পৃথ্বীর? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ!

ভারতীয় দল। ছবি- এপি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আটকে গিয়েছে ভারত। সিরিজে টিকে থাকতে হলে আজ লখনউয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততেই হবে ভারতকে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে দলে কি কোনও পরিবর্তন হবে? সুযোগ পাবেন পৃথ্বী? জেনে নিন।

ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের বিরুদ্ধে আটকে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। রাঁচিতে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে হারতে হয়েছে মেন ইন ব্লুকে। কাজে লাগেনি সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরের লড়াকু ইনিংস।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে রয়েছে ভারত। এই সিরিজ জিততে হলে আজ লখনউতে জিততেই হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। নইলে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করতে হবে হার্দিকদের। তাই সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে ভারতকে। গত ম্যাচের হার ভুলে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

তবে এই ম্যাচে পৃথ্বী শ'কে খেলানো হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে অনেকেই মনে করেছিলেন, পৃথ্বী দলে সুযোগ পাবেন। কিন্তু সেটা আর হয়নি। রাঁচিতে নামার আগে ভারত অধিনায়ক হার্দিক পৃথ্বীকে না খেলানোর একটা হালকা ইঙ্গিত দেন। কিন্তু গত ম্যাচে হার পৃথ্বীর ভারতীয় দলে দরজা খুলে যায় কিনা সেটাই দেখার বিষয়। তবে সেই সম্ভবনা খুবই কম। পাশাপাশি গত ম্যাচে রান পাননি ইশান কিষাণ। অনেকরই ধারণা ইশানের পরিবর্তে পৃথ্বীকে সুযোগ দেওয়া হবে। তবে ভারতীয় দল সেই পথে হাঁটবে না বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট মহল।

গত ম্যাচে ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স স্বস্তিতে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৫০ রান করেন ওয়াশিংটন। স্বাভাবিক ভাবেই লখনউ ম্যাচে তিনি যে দলে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

লখনউয়ে পিচের যা চরিত্র তাতে ব্যাটাররা রান পাবেন। ব্যাটিং সহায়ক উইকেটে টপ অর্ডারে খুব একটা পরিবর্তন করতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুভমন গিল এবং ইশান কিষাণ গত ম্যাচে রান না পেলেও ওডিআই ম্যাচে ফর্মে ছিলেন। তাই টপ অর্ডার খুব সম্ভবত পরিবর্তন দেখা যাবে না। তবে মনে করা হচ্ছে গত ম্যাচের দলকেই এই ম্যাচে দেখা যেতে পারে।

অন্যদিকে ভারতের বিরুদ্ধে টানা তিনটি ওডিআই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড দল। টি-টোয়েন্টি সিরিজ জয়ের অনেকটা কাছে এগিয়ে গিয়েছে তারা। আর একটি মাত্র ম্যাচ জিতে নিতে পারলেই সিরিজ পকেটে পুরবে কিউই দল। তাই লখনউয়ে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না কিউই টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচ জেতায় হারিয়া যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিউজিল্যান্ড। আর সেটাই কাজে লাগাতে মরিয়া তারা।

এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশ-

ভারত: ইশান কিষাণ, শুভমন গিল, রাহুল ত্রীপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিভম মাভি, উমরান মালিক এবং আর্শদীপ সিং।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাম্পম্যান, গ্লেন ফিলিপ্স, ড্যারেল মিচেল, মিচেল ব্রাকওয়েল, মিচেল সান্টনার (অধিনায়ক), ইশ সোধি, জেকব ডাফি, লকি ফার্গুসন এবং ব্লেয়ার টিকনার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মোদী সরকারের আমলে ইডির হাতে গ্রেফতারি বেড়েছে ২৫০০%, বেড়েছে টাকা উদ্ধার মমতার উস্কানিতেই একাধিক রামনবমী মিছিলে 'হামলা', গুরুতর অভিযোগ শুভেন্দুর 'গসিপ খুঁজছিল...' সুশান্তের মৃত্যুতে কিচ্ছু যায় আসেনি আমজনতার, দাবি দিবাকরের ইয়ালিনিকে ছেড়ে নতুন খেলার সঙ্গী ইউভানের! রাজ-পুত্র গাইল ‘তেরে বাতো মে অ্যায়সা…’ জারি হল স্কুলের গরমের ছুটির বিজ্ঞপ্তি, সঙ্গে অতিরিক্ত ক্লাসের নির্দেশিকা গরমের মধ্যে মনখারাপ করবেন না, এখনই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মনটা জুড়িয়ে যাক 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি উইকেটের পিছনে দাঁড়িয়েই ব্যাটারদের সাজঘরে ফেরালেন, ছুঁয়ে ফেললেন কার্তিকের রেকর্ড আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ? মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.