বাংলা নিউজ > ময়দান > ভারত-নিউজিল্যান্ড সিরিজ ‘অর্থহীন’! ম্যাচ হেরেই কিউয়ি ক্রিকেটারের হাস্যকর যুক্তি

ভারত-নিউজিল্যান্ড সিরিজ ‘অর্থহীন’! ম্যাচ হেরেই কিউয়ি ক্রিকেটারের হাস্যকর যুক্তি

ম্যাচ হেরেই কিউয়ি ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাঘানের অনৈতিক যুক্তি

‘সত্যিই কি ওরা হেরেছে? এটা একটা অর্থহীন সিরিজ যেখানে একটা দল বিশ্বকাপের ফাইনাল হারার ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নেমে পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলছে, আর একটা দল বাড়ি ফিরে ১০ দিনের বিশ্রাম নিয়ে খেলতে নেমেছে।’

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ কি ‘অর্থহীন’? এমনটাই বললেন কিউয়ি ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাঘান। শুক্রবার রাঁচীতে দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ হারের পরেই টুইটারে এক ক্রিকেট ভক্ত মজা করে লিখেছিলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ হেরে গিয়েছে’। সেই টুইট মোটেই ভালো ভাবে নেননি ম্যাকক্লেনঘান। তিনি পাল্টা সেই টুইটের উত্তর দিলেন। তিনি লিখেছেন, ‘সত্যিই কি ওরা হেরেছে? এটা একটা অর্থহীন সিরিজ যেখানে একটা দল বিশ্বকাপের ফাইনাল হারার ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নেমে পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলছে, আর একটা দল বাড়ি ফিরে ১০ দিনের বিশ্রাম নিয়ে খেলতে নেমেছে।’

উল্লেখ্য, দুবাইয়ে বিশ্বকাপ খেলে ফেরার পর নিউজিল্যান্ড্র কিছু ক্রিকেটার বিশ্রাম নিয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। আসলে বিশ্বকাপের পরেই ভারত সফরে চলে এসেছে নিউজিল্যান্ড দল। এমন অবস্থায় বহু ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে তাদের। এদিকে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেগেছে কিউয়িরা। এমন অবস্থায় নেটিজেনরা কিউয়ি দলকে নিয়ে মজা করছেন। আর সেটাই মানেত পারেননি মিচেল ম্যাকক্লেনাঘান।  

ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজ ‘অর্থহীন’ বলে দাবি করলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ জিততে পারে এটা বলা স্রেফ মজা ছাড়া আর কিছুই ছিল না। ম্যাকক্লেনাঘানের প্রতি সমব্যথী হয়ে এক ভারতীয় সমর্থক লিখেছিলেন, ভারত এবং নিউজিল্যান্ড বোর্ড আরও সময় নিয়ে এই সিরিজ আয়োজন করতে পারত। সেই টুইটের উত্তরে ম্যাকক্লেনাঘান লিখেছেন, ‘যদি আমি বলে থাকি যে নিউজিল্যান্ড সিরিজ জিতে যাবে, তা হলে নিশ্চিত ভাবে আমি মজা করছিলাম।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন