India vs Northamptonshire T20: ম্যাচের সেরা হার্ষাল, কষ্ট করে জিতল ভারত
Updated: 04 Jul 2022, 12:42 AM ISTFollow us for all the updates from India vs Northamptonshire T20 Match: প্রস্তুতি ম্যাচে কেমন খেলল ভারত, জানুন আমাদের লাইভ ব্লগে।
Follow us for all the updates from India vs Northamptonshire T20 Match: প্রস্তুতি ম্যাচে কেমন খেলল ভারত, জানুন আমাদের লাইভ ব্লগে।
India vs Northamptonshire T20 Live Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে ডার্বিশায়ারের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার আজ দীনেশ কার্তিকদের প্রতিপক্ষ ছিল নর্থ্যামটনশায়ার। ব্যাটিংয়ে খুব একটা ভালো না করলেও বোলিংয়ে দলগত পারফরমেন্সের মাধ্যমে দশ রানে জিতল টিম ইন্ডিয়া। পড়ে দেখুন কীভাবে এই ম্যাচ জিতল ভারত।
অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা হলেন হার্ষাল প্যাটেল। তিনি যে ব্যাটিংয়েও প্রয়োজনে রান করতে পারবেন ও বোলিংয়ে স্লোয়ার ইয়র্কার দেওয়ায়, তাঁর জবাব নেই এদিন ফের বোঝালেন তিনি। স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ে আর্শদীপ, আবেশের বোলিংও ভারতকে স্বস্তি দেবে। বেঙ্কটেশ্বর বোলিংয়ে ছন্দ পাচ্ছেন যেটা তাঁর জন্য আশাপ্রদ। ব্যাটিংয়ে কার্তিক এদিন কিছুটা ভিন্ন ভূমিকাতেও সফল, যেটা তাঁর বিশ্বকাপ টিকিট পাওয়ার দাবি আরো পোক্ত করবে। তবে চিন্তার মধ্যে থাকবে ভারতীয় টপ অর্ডারের পারফরমেন্স। অখ্যাত বোলাররাও রীতিমত চাপে ফেলল তাদের। কীভাবে প্রতিকুল পরিস্থিতিতেও উইকেট টিকিয়ে রান করতে হয়, সেই বিষয়টি যতদিন না ঠিকঠাক ভাবে রপ্ত করবে ভারত, ততদিন উদ্বেগ থেকেই যাবে।
ব্যাটে ও বলে সীমিত পুঁজি নিয়ে ভালো লড়াই করল তারা। শেষ অবধি লড়াই চালিয়ে প্রায় অঘটন ঘটিয়ে ফেলেছিল এই কাউন্টি। কিছুটা অনভিজ্ঞতার ফলে অতিরিক্ত চালাতে গিয়ে উইকেট হারিয়েই ম্যাচ হারল নর্থ্যামটনশায়ার। এদিন ব্যাটে নজর কাড়েন এমিলো ও জায়েব। বলে উজ্জ্বল গ্লোভার, হেল্ডরিচ ও বাক।
১৫০ রানের টার্গেট ডিফেন্ড করতে গিয়ে শুরু থেকেই উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেটাই করেছেন ভারতীয় বোলাররা। আবেশ, প্রসিধ ও আর্শদীপ শুরুতে ব্রেক থ্রু দেন। পরে মিডল অর্ডারকে ভাঙেন চাহাল ও হার্ষাল। এদিন ১৬ রানে দুই উইকেট নিয়েছেন আবেশ, দুই উইকেট নিয়েছেন আর্শদীপ (২৯/২), হার্ষাল(২৩/২) ও চাহালও (২৫/২)। একটি করে উইকেট নিয়েছেন প্রসিধ ও চাহাল।
দারুণ ইয়র্কার, প্রথম বল ডট। অফের অনেক বাইরে বল, চালাতে গিয়ে কানেক্ট করতে পারলেন না জায়েব। স্লোয়ার ইয়র্কার দিলেন হার্ষাল, শাফল করে মারতে গিয়ে বোল্ড আউট হলেন জায়েব। ১০ রানে জয়ী ভারত। ৫৪ রান করে ও ২৩ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের নায়ক হার্ষাল প্যাটেল।
পরপর দুটি ডট বল অর্শদীপের। তৃতীয় বলে মিড উইকেটে ঠেলে এক রান নিলেন রাসেল।জায়েব চতুর্থ বলে চালাতে গেলেন কিন্তু কানেক্ট হল না। কভারের পাশ দিয়ে চার মারলেন জায়েব। শেষ বলে সিঙ্গল নিলেন জায়েব। শেষ ওভারে ১১ রান চাই নর্থ্যামটনশায়ারের। ৩২ বলে ৩৩ রানে নট আউট জায়েব।
হার্ষালের বলে চালিয়ে বাউন্ডারি পেলেন জায়েব। কোনও সিঙ্গল নিচ্ছেন না তিনি। শুধু বাউন্ডারি মারতে চাইছেন তিনি। খুব বেশি রান দরকার নেই তাদের। চতুর্থ বলে দুই রান নিলেন তিনি। ওয়াইড ইয়র্কারে দারুণ প্লেসমেন্ট করে শেষ বলে চার মারেন জায়েব। দুই ওভারে ১৭ চাই তাদের।
প্রথম পাঁচ বল হার্ড লেংথে বল করার পর শেষ বলে ফুল টস করলেন অর্শদীপ। সোজা বল মিস করলেন হেল্ডরিচ। ১৮ বলে ২৮ রান চাই। ভারতের চাই এক উইকেট।
চাহালের কোটার শেষ বলে ইনসাইড আউট মারতে গিয়ে ডিপ কভারে ইশানের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন গ্লাভার। ১২ বলে ১৫ করলেন গ্লাভার। ৪ ওভারে ৩২ করতে হবে নর্থ্যামটনশায়ারকে।
প্রসিধের ওভারে নয় রান পেলেন গ্লাভার। কিছুটা আনতাবড়ি চালাচ্ছেন তিনি, কিন্তু কাজের কাজ হয়ে যাচ্ছে। ৩০ বলে ৩৮ রান দরকার, হাতে তিন উইকেট।
চাহালের লোপ্পা বলে মারতে গিয়ে ডিপ মিড অনে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বাক। ১৮ রান করেন তিনি, কিন্তু এখনও অনেকটা রান বাকি। ১০৩-৭ নর্থ্যামটন ১৪ ওভার শেষে।
জাইবের ক্যাচ আইয়ারের বলে ধরতে পারলেন না সঞ্জু। কঠিন ক্যাচ কিন্তু এটা ধরতে পারলেই খেলা কার্যত ভারতের পকেটে এসে যেত। ১৩ ওভারে শেষে নর্থ্যামটন ১০০-৬। বাক ১৭ ও জায়েব ১৬ রানে অপরাজিত।
চার ওভার থ্রোয়ের সৌজন্যে প্রথম বলেই উঠল ছয়। তারপর একটি ভুল ওয়াইড দিলেন আম্পায়ার। চাহালের প্রতিবাদেও কাজ হল না। ১২ ওভার শেষে ৯১-৬
শাফল করে মারতে গিয়ে উইকেটের সামনে পায়ে লাগল সেলসের। ১২ রান করে আউট তিনি। প্রথম ওভারেই সাফল্য বেঙ্কটেশ আইয়ারের।
জাইবের স্টাম্পিং মিস করলেন কার্তিক। ফ্লাইটে পরাস্ত করেছিলেন চাহাল, সুযোগ নিতে পারলেন না কার্তিক। ১০ ওভার শেষে ৭৩-৫। মাথায় টুপি পরে বল করছেন চাহাল, যেটা দেখে অবাক ধারাভাষ্যকাররা।
সপ্তম ওভারের শেষ বলে দারুণ সুইং বল আবেশের। বলটি বুঝতে না পেরে বোল্ড হলেন রিকলটন। নর্থ্যামটন ৫৪-৫। মাত্র তিন করলেন রিকলটন।
মারতে গিয়ে আউট হলেন মিলার। পাওয়ার প্লে-র শেষ ওভারে টাইম করতে পারলেন না। মিড অনে ক্যাচ নিলেন বেঙ্কটেশ। ৬ ওভার শেষে ৪৯-৪। অযথা চালাতে গিয়ে আউট হচ্ছেন নর্থ্যামটনশায়ারের প্লেয়াররা।
আবেশ খানের দ্বিতীয় বলেই সাফল্য। শর্ট বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে বেঙ্কটেশ আইয়ের হাতে ধরা পড়লেন তিনি। গুরুত্বপূর্ণ সাফল্য ভারতের জন্য। ১৫ বলে ২২ করলেন তিনি। উইকেট মেডেন পেলেন আবেশ।
প্রসিধ কৃষ্ণার ওভারে একটি চার ও একটি ছয় মারলেন এমিলো গে। ১৫০ টার্গেট হলেও রীতিমত অ্যাটাকিং ভাবে খেলছেন নর্থ্যাম ক্রিকেটাররা। ৪ ওভার শেষে ৪১-২
পুরো ওভারটিতে খারাপ বোলিং করলেন অর্শদীপ। গলালেন ১৪ রান লেগ স্টাম্পে বল করে। শেষ বলটিতে রাউন্ড দ্য উইকেট এসে উইকেট নিলেন অর্শদীপ। ক্যাচ ইশান কিষানের। তিন ওভার শেষে ২৯-২
প্রসিধ কৃষ্ণার বলে মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট রিকার্ডো। করলেন মাত্র পাঁচ। ২ ওভার শেষে নর্থ্যাম ১৫-১
খুব বেশি কারিকুরি নয়, কিন্তু বল জায়গায় রেখে ছিলেন তাঁরা, তাতেই কাজ হয়েছে। ৩৩ রানে তিন উইকেট দিয়ে সেরা বোলিং গ্লোভারের। বাক ও হেল্ডরিচ নিলেন দুটি করে উইকেট ১৭ ও ৩৩ রান গলিয়ে যথাক্রমে। এইবারের ঘরোয়া সিজনে তেমন ভালো বল করতে পারেননি নর্থ্যামের বোলাররা। তাই ভারতীয় দলের বিরুদ্ধে এই পারফরম্যান্স নিশ্চিত ভাবেই তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।
সাত নম্বরে নেমে হার্ষাল প্যাটেল ৫৪ না করলে ভারতের কী হাল হতে, সেটা বলে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। শুরুতেই ব্যাটিংয়ে ধস নামে ভারতের। সঞ্জু গোল্ডেন ডাক, ত্রিপাঠী ৭ ও সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হন। তারপর ইনিংস একটু ধরার চেষ্টা করেন ইশান কিষান ও অধিনায়ক কার্তিক। কিন্তু ৫১ রানের মাথায় ইশান আউট হন ১৬ করে। ভালো খেলছিলেন কার্তিক কিন্তু তিনিও আউট হন ব্যক্তিগত ৩৪ রানে। সেখান থেকে ৬০ রানের পার্টনারশিপ করেন বেঙ্কটেশ ও হার্ষাল, কিন্তু সিনিয়র পার্টনারের রোল নিয়ে নেন বোলিং অলরাউন্ডার হার্ষাল। তেমন ভাবে ছন্দে ছিলেন না বেঙ্কটেশ কিন্তু প্রথম থেকেই দারুণ ক্লিন হিটিং করেন হার্ষাল। তিনি করেন তিনটি চার ও পাঁচটি ছক্কার সহযোগে ৫৪। শেষ অবধি ফাইটিং টোটালে গিয়ে পৌঁছায় দল।
শেষ ওভারেও ছন্দে হার্ষাল। পরপর দুটি ছক্কা মারলেন বোলারের মাথার ওপর দিয়ে। পঞ্চম বলে যদিও মারতে গিয়ে আউট হলেন তিনি। ৩৬ বলে ৫৪ করলেন হার্ষাল প্যাটেল। শেষ বলে দুই রান নিলেন চাহাল। ভারত শেষ করল ১৪৯-৮। ১৫০ রান করতে হবে নর্থ্যামটনশায়ার।
প্রথম বলেই রান আউট হতে হতে বাঁচলেন তিনি। কিন্তু তার পরের বলেই স্লগ করতে গিয়ে আউট হলেন তিনি। দুটি উইকেট নিলেন বাক। ১৯ ওভার শেষে ১৩৪-৭।
মারতে গিয়ে আউট হলেন বেঙ্কটেশ আইয়ার। ২২ বলে ২০ করে আউট তিনি।
২৬ বলে ৩৯ রানে নট আউট হার্ষাল প্যাটেল। ১৮ ওভার শেষে ১৩১-৫। তিনিই বেশি স্ট্রাইক নিচ্ছেন, সাপোর্টিং রোলে বেঙ্কটেশ।
হেল্ডরিচের ওপরে দুটি চার ও একটি ছক্কা মারলেন হার্ষাল। কিছুটা মোমেন্টাম পেল ভারত। ২০ বলে ২৬-এ নট আউট তিনি। ১৭ ওভার শেষে ১১৭-৫
প্রায় সব বলই ডিফেন্ড করলেন বেঙ্কটেশ আইয়ার। খুব যে বিষাক্ত বোলিং তাও নয়। তবুও হেল্ডরিচকে কেন এত সম্মান দিলেন তিনি, সেটা বোঝা গেল না। ৯৫-৫, ১৫ ওভার শেষে।
১৩ বলে ১৮ রানে নট আউট তিনি। ১৪ ওভার শেষে ৯৪-৫। অন্যদিকে পাঁচ রানে নট আউট হার্ষাল। এখনও বল একটু সুইং করছে। অন্যদিকে উইকেট কিছুটা মন্থর হওয়ায় স্পিনারদের মারাও সহজ নয়। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি, ১৬০ করা রীতিমত শক্ত হবে।
২৬ বলে ৩৪ রান করে আউট কার্তিক। হেল্ডরিচের বলে স্লগ সুইপ করলেন তিনি। বাউন্ডারিতে অনেকটা এগিয়ে এসে দারুণ ক্যাচ নিলেন ভাসকনসেলোস। জানা গেল চোটের জন্য খেলছিলেনও না এই ফিল্ডার। প্রত্যাবর্তনেই নিলেন দারুণ ক্যাচ। নতুন ব্যাটার হার্ষাল প্যাটেল। ১২ ওভার শেষে ৮০-৫।
দশ ওভার শেষে ৬৩-৪। কার্তিক ৩০ ও ভেঙ্কটেশ ৩ রানে নট আউট। কমেন্টেটররা বলছেন ১৮০ করা দরকার এই মাঠে। কীভাবে সেই রান অবধি ভারত পৌঁছবে সেটা নিয়ে প্রশ্ন আছে।
হাফ ট্র্যাকার বলে মারতে গিয়ে আউট হলেন কিষান। ছক্কা মারতে গিয়ে আড়াআড়ি মারলেন তিনি। কিন্তু বাউন্ডারিতে ভালো নিচু ক্যাচ নিলেন গ্লোভার। হেল্ডরিচ প্রথম ওভারের পাঠালেন কিষানকে, তিনি করেছেন ১৬। নতুন ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। ৯ ওভারে ৫৭-৪
রাসেলের ওভার থেকে এল ১৪। কার্তিক ২১ ও কিষান ১৬ রানে অপরাজিত। অনেকাংশে খেলা ধরে নিয়েছেন তাঁরা।
বেশ অ্যাটাকিং মোডে রয়েছেন কার্তিক। দারুণ ড্রাইভ মেরে চার মারলেন তিনি। ৭ ওভারের শেষে ৩৬-৩
১০ রান এল সেলসের ওভারে। একটি করে চার মারলেন কার্তিক ও কিষান। ৬ ওভার শেষে ২৭-৩। কার্তিক এখন টি২০-তে ফিনিশারে ভূমিকায় আসেন। তাঁর কাছে পরীক্ষা অন্য ভূমিকায় মানিয়ে নেওয়ার।
সুইংয়ের কঠিন পরীক্ষার সামনে ভারত। কিষান ও কার্তিক এখন ক্রিজে। প্রাথমিক ভাবে ইনিংসটাকে স্থিতিশীল করাই তাদের মুখ্য কাজ হবে যাতে বোলাররা কিছু রান পান ডিফেন্ড করার জন্য। ৫ ওভার শেষে তিন উইকেটে ১৭। এখনও পর্যন্ত গ্লোভার দুটি ও কোব একটি উইকেট নিয়েছেন।
খেলা শুরুর পর প্রথম বলেই পড়ল উইকেট। আউট সূর্যকুমার যাদব। তিন বলে করলেন শূন্য। অফস্টাম্পের বাইরের বলে বড় শট মারতে গিয়ে আউট সূর্য। তিন ওভারে ভারতের স্কোর তিন উইকেটে আট রান।
আবার শুরু হচ্ছে খেলা। মাঠে চলে এলেন খেলোয়াড়রা।
থেমে গিয়েছে বৃষ্টি। আস্তে আস্তে মাঠের কভার সরানো হচ্ছে।
যতক্ষণ বৃষ্টি চলছে, ততক্ষণে দেখে নিন ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত কেমন খেলেছিল – ক্লিক করুন এখানে
কালো মেঘ সরে যাচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি থামেনি। এখনও শুরু হয়নি খেলা।
বৃষ্টির জন্য খেলা বন্ধ। ২.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর দুই উইকেটে আট রান।
আউট রাহুল ত্রিপাঠী। ল্যাপ শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ১১ বলে করলেন সাত রান। ২.৩ ওভারে ভারতের স্কোর দু'উইকেটে আট রান।
ভালো সুইং বোলিং ভারতের। মেঘ-সূর্যের লুকোচুরির মধ্যে তেমন স্বাচ্ছন্দ্যে দেখাচ্ছে ভারতকে। দু'ওভারে ভারতের স্কোর এক উইকেটে আট।
প্রথম ওভারে উঠল পাঁচ রান। পড়ল এক উইকেট। ক্রিজে আছেন রাহুল ত্রিপাঠী (চার বলে পাঁচ রান) এবং ইশান কিষান (এক বলে শূন্য)।
প্রথম বলেই আউট সঞ্জু স্যামসন। স্পিনার জোস কোব আউট করলেন। কিছুটা হতবাক সঞ্জু।
সঞ্জু স্যামসন, ইশান কিষান, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, বেঙ্কটেশ আইয়ার, হার্ষাল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং প্রসিধ কৃষ্ণা।
টসে জিতল নর্থহ্যাম্পটনশায়ার। বোলিংয়ের সিদ্ধান্ত নিল জোস কোব।
দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত যখন নর্থহ্যাম্পটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে, সেইসময় এজবাস্টনে চলছে ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ - সেই ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
দীনেশ কার্তিক (অধিনায়ক এবং উইকেটকিপার), ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, দীপক হুডা, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার।
জোস কোব, নাথান বাক, বেন কারান, এমিলি গে, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেডি হেল্ডরেইথ, গুস মিলার, রায়ান রিকেটন, অ্যালেক্স রাসেল, জেমস সেলস, চার্লি থার্সটন, রিকার্ডো ভ্যানস্কোসেলস এবং সইফ জেব।
India vs Northamptonshire T20 Live Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। প্রথম ম্যাচে ডার্বিশায়ারের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার আজ দীনেশ কার্তিকদের প্রতিপক্ষ নর্থহ্যাম্পটনশায়ার। সেই ম্যাচে টিভিতে দেখা যাবে না।