গ্রুপ লিগের ২টি ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার ফোরে প্রবেশ করে ভারত। পাকিস্তান গ্রুপ লিগে জেতে একটি ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টের একেবারে শুরুতেই টিম ইন্ডিয়ার কাছে হার মানতে হয় বাবর আজমদের। এবার সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান দু'দল যখন ফের সম্মুখসমরে নামে, বাজিমাত করেন বাবর আজমরা। শেষ ওভারের থ্রিলারে ভারতকে পরাজিত করে পাকিস্তান।
ম্য়াচের সেরা নওয়াজ
প্রথমে বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট, পরে ব্যাট হাতে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মহম্মদ নওয়াজ।
১ বল বাকি থাকতে উত্তেজক জয় পাকিস্তানের
ভারতের ৭ উইকেটে ১৮১ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান সংগ্রহ করে নেয়। ১ বল বাকি থাকতে ৫ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। খুশদিল শাহ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ২ রান করে নট-আউট থাকেন ইফতিকার। অর্শদীপ ৩.৫ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
আসিফকে ফিরিয়েও ভারতকে জেতাতে পারলেন না অর্শদীপ
শেষ ওভারে অর্শদীপের প্রথম বলে ১ রান নেন খুশদিল। দ্বিতীয় বলে চাপ মারেন আসিফ। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। ৩ বলে ২ রান দরকার পাকিস্তানের। চতুর্থ বলে আসিফ আলিকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান অর্শদীপ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন আসিফ। পাকিস্তান ১৮০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। পঞ্চম বলে ২ রান নিয়ে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেন ইফতিকার।
শেষ ওভারে ৭ রান দরকার পাকিস্তানের
১৯তম ওভারের শুরুতেই ওয়াইড করেন ভুবনেশ্বর। প্রথম বলে ১ রান নেন খুশদিল। দ্বিতীয় বলে ছক্কা মারেন আসিফ। ফের ওয়াইড করেন ভুবনেশ্বর। তৃতীয় বলে ১ রান নেন আসিফ। চতুর্থ বলে চার মারেন খুশদিল। পঞ্চম বলে ১ রান নেন তিনি। শেষ বলে চার মারেন আসিফ। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৭৫ রান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ৭ রান। ভুবি ৪ ওভারে ৪০ রানে ১ উইকেট নেন।
ক্যাচ ছাড়লেন অর্শদীপ
১৭.৩ ওভারে রবি পুনরায় বল করতে এলে আসিফ ক্যাচ তুলে বসেন। তবে অতি সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ সিং। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। জিততে শেষ ২ ওভারে ২৬ রান দরকার তাদের। খুশদিল ৭ রানে ব্যাট করছেন। আসিফ ১ রান করেছেন। বিষ্ণোই ৫
ডিরএস নিয়ে বিতর্ক
১৭.৩ ওভারে রবির বলে আসিফের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার লেগ সাইডের বাইরের বলে ওয়াইডের সিগন্যাল দেন। আল্ট্রা এজে গ্রাফের নড়াচড়া চোখে পড়লেও তৃতীয় আম্পায়ার আউট দেননি। রোহিত ও পন্তকে অখুশশি দেখায় আম্পায়ারের সিদ্ধান্তে।
রিজওয়ানকে ফেরালেন হার্দিক
১৬.৫ ওভারে হার্দিকের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন রিজওয়ান। পাকিস্তান ১৪৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসিফ আলি। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৪৮ রান। জিততে ৩ ওভারে ৩৪ রান দরকার তাদের। হার্দিক ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
নওয়াজকে ফেরালেন ভুবি
১৫.৩ ওভারে ভুবনেশ্বর কুমারকে ছক্কা মারতে গিয়ে দীপক হুডার হাতে ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন নওয়াজ। এটি তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাকিস্তান ১৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন খুশদিল শাহ। ভুবির ওভারে ৪ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ১৩৯ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৩ রান দরকার তাদের। রিজওয়ান ৬৫ রানে ব্যাট করছেন।
চাহালের ওভারে ১৬ রান সংগ্রহ করে পাকিস্তান
১৫তম ওভারে চাহালের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন নওয়াজ। চতুর্থ বলে চার মারেন মহম্মদ রিজওয়ান। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৩৫ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৪৭ রান। রিজওয়ান ৬২ ও নওয়াজ ৪২ রানে ব্যাট করছেন। চাহাল ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
খরুচে বোলিং হার্দিকের
১৪তম ওভারে ১২ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩ ওভারে ৩৫ রান দেন। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য ৬ ওভারে ৬৩ রান দরকার পাকিস্তানের। নওয়াজ ১৫ বলে ৩৩ রান করেছেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। রিজওয়ান ৫৫ রানে ব্যাট করছেন।
ফের হাফ-সেঞ্চুরি রিজওয়ানের
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। হংকংয়ের বিরুদ্ধে গত ম্যাচও অর্ধশতরান করেছেন তিনি। সুতরাং, কোহলির মতো চলতি এশিয়া কাপে পরপর ২টি ম্য়াচে হাফ-সেঞ্চুরি করলেন পাক ওপেনার। ১৩তম ওভারে ১১ রান ওঠে। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০৭ রান। রিজওয়ান ৫৩ ও নওয়াজ ২৪ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৭ ওভারে ৭৫ রান দরকার পাকিস্তানের।
ব্যাট চালাচ্ছেন নওয়াজ
ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে ব্যাট চালাচ্ছেন মহম্মদ নওয়াজ। ১২তম ওভারে বিষ্ণোইয়ের বলে ১টি ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১০ রান ওঠে। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯৬ রান। নওয়াজ ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেছেন। রিজওয়ান ব্যাট করছেন ৪৬ রানে।
চাহালের ওভারে ১০ রান
১১তম ওভারে ১০ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। রিজওয়ান ৩২ বলে ৪৪ রান করেছেন। ৬ বলে ১২ রান করেছেন নওয়াজ।
১০ ওভারে পাকিস্তানের দরকার ১০৬
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭৬ রান। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৬ রান দরকার পাকিস্তানের। রিজওয়ান ৩৫ ও নওয়াজ ১১ রান করেছেন। রিজওয়ান ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। নওয়াজ ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
ফখরকে ফেরালেন চাহাল
৮.৩ ওভারে যুজবেন্দ্র চাহালকে চার মারেন ফখর জামান। পরের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন পাক তারকা। তবে গতির হেরফের করে ফখরকে ফাঁদে ফেলেন চাহাল। বাউন্ডারি লাইনে কোহলির হাতে ধরা পড়েন জামান। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করেন ফখর। পাকিস্তান ৬৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ৯ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৭ রান।
কৃপণ বোলিং বিষ্ণোইয়ের
অষ্টম ওভারে মাত্র ৫ রান খরচ করেন রবি বিষ্ণোই। ১ রান আসে অতিরিক্ত হিসেবে। ২ ওভারে তিনি মোট ৮ রান দেন। পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৫৭ রান। রিজওয়ান ৩২ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল পাকিস্তান
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। ৭ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। চাহালের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন রিজওয়ান। তিনি ৩০ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে। অর্শদীপের বলে ১টি দুর্দান্ত ছক্কা মারেন রিজওয়ান। তিনি ২৪ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন ফখর জামান। অর্শদীপ ২ ওভারে ১০ রান খরচ করেছেন।
বাউন্ডারিতে স্বাগত হার্দিককে
পঞ্চম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই চার মারেন মহম্মদ রিজওয়ান। চতুর্থ বলে চার মারেন ফখর জামান। শেষ ওভারে আরও ১টি চার মারেন রিজওয়ান। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৬ রান। রিজওয়ান ১৭ ও ফখর ৫ রানে ব্যাট করছেন।
বাবরকে ফেরালেন রবি
চতুর্থ ওভারে রবি বিষ্ণোইকে বল করতে ডাকেন রোহিত শর্মা। বল হাতে নিয়েই তিনি সাফল্য এনে দেন দলকে। ৩.৪ ওভারে বিষ্ণোইয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন বাবর আজম। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৪ রান করেন পাক দলনায়ক। পাকিস্তান ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান। রবি প্রথম ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট নেন।
চলতি এশিয়া কাপের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর বাবরের
তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমার ৮ রান খরচ করেন। ৩ ওভারে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৯ রান। বাবর আজম ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করেছেন। চলতি এশিয়া কাপে এটি পাক অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। গ্রুপের ২টি ম্যাচে বাবর যথাক্রমে ১০ ও ৯ রানে আউট হয়েছিলেন।
দারুণ শুরু অর্শদীপের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তিনি মোটে ২ রান খরচ করেন ওভারে। ২ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। রিজওয়ান ৬ ও বাবর ৫ রানে ব্যাট করছেন।
রিজওয়ানের বাউন্ডারিতে রান তাড়া শুরু
মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলেই চার মারেন মহম্মদ রিজওয়ান। পঞ্চম বলে চার মারেন বাবর আজম। প্রথম ওভারে ৯ রান ওঠে।
পাকিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত
শেষ ওভারের হ্যারিস রউফের শেষ ২টি বলে বলে মিসফিল্ডে ভারতকে জোড়া বাউন্ডারি উপহার দেয় পাকিস্তান। ২ বলে ৮ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮১ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৮২ রান। রউফ ৪ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নেন।
রান-আউট কোহলি
১৯.৪ ওভারে আসিফ আলির সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬০ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৭৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই।
দীপক হুডা আউট
১৮.৪ ওভারে নাসিম শাহর বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় আউট হয়ে বসেন দীপক হুডা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৬ রান করে মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন হুডা। ভারত ১৬৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার। ১৯ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭১ রান। নাসিম ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
ছক্কা হাঁকিয়ে হাফ-সেঞ্চুরি কোহলির
১৭.৬ ওভারে হাসনাইনের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বিরাট কোহলি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের গত ম্যাচেও হাফ-সেঞ্চুরি করেন কোহলি। সুতরাং, পরপর ২টি ম্যাচে তিনি অর্ধশতরান করেলন। ১৮ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪ রান। কোহলি ৫৩ রানে ব্যাট করছেন। হাসনাইন ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
১৫০ টপকাল ভারত
১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। মহম্মদ হাসনাইনের ওভারে দুর্দান্ত একটি বাউন্ডারি মারেন দীপক হুডা। তিনি ১২ বলে ১৫ রান করেছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি
১৭ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে। বিরাট কোহলি ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪৭ রান সংগ্রহ করেছেন। হুডা ব্যাট করছেন ৮ বলে ৬ রান করে। তিনি ১টি চার মেরেছেন।
২ উইকেট নিয়ে বোলিং কোটা শেষ করলেন শাদব
৪ ওভারের বোলিং কোটায় ৩১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন শাদব খান। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৪০ রান। বিরাট কোহলি ৩১ বলে ৪৪ রান সংগ্রহ করেছেন।
সাজঘরে ফিরলেন হার্দিক
১৪.৪ ওভারে মহম্মদ হাসনাইনের বলে ব্যাকফুট পাঞ্চের চেষ্টায় মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়ে যান হার্দিক পান্ডিয়া। ২ বল খেলে খাতা খুলতে পারেননি পান্ডিয়া। ভারত ১৩১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ১৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৩৫ রান। ৫ ওভারের খেলা বাকি।
উইকেট ছুঁড়ে দিলেন পন্ত
গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট ছুঁড়ে দেওয়ার বদভ্যাস জারি রাখলেন ঋষভ পন্ত। ১৩.৫ ওভারে শাদব খানের লেগ-স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় আসিফ আলির হাতে সহজ ক্যাচ দেন পন্ত। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১২৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। কোহলি ৩৫ রানে ব্যাট করছেন।
নাসিমকে আক্রমণ জারি ভারতের
পাওয়ার প্লেতে ২ ওভার বল করে ২৫ রান খরচ করেছিলেন নাসিম শাহ। তিনি দ্বিতীয় স্পেলে বল করতে আসেন ১৩তম ওভারে। প্রথম বলেই কোহলি চার মারেন তাঁকে। চতুর্থ বলে ৪ মারেন ঋষভ পন্ত। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৮ রান। বিরাট ২৩ বলে ৩৩ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। পন্ত ৯ বলে ৯ রান করেছেন। নাসিম ৩ ওভারে ৩৮ রান খরচ করেছেন।
বোলিং কোটা শেষ করলেন নওয়াজ
৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন মহম্মদ নওয়াজ। তিনি ২৫ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ১২ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। কোহলি ২৫ ও পন্ত ৪ রান করেছেন।
১০০ টপকাল ভারত
১১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০১ রান। ২টি ওয়াইড-সহ হাসনাইনের ৮ বলের ওভারে ৮ রান ওঠে। ১৭ বলে ২৩ রান করেছেন বিরাট কোহলি। পন্ত ৩ বলে ২ রান করেছেন।
সূর্যকুমার যাদব আউট
পাকিস্তানকে বড়সড় সাফল্য এনে দিলেন মহম্মদ নওয়াজ। ৯.৪ ওভারে তিনি সাজঘরে ফেরান সূর্যকুমার যাদবকে। স্লগ সুইপে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে আসিফ আলির হাতে ধরা পড়ে যান যাদব। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ৯১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। বিরাট কোহলি ১৩ বলে ১৮ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
নবম ওভারে ওঠে ৯ রান
ইনিংসের নবম ওভারে বল করতে আসেন শাদব খান। ওভারে মোট ৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ১টি চার মারেন বিরাট কোহলি। ৯ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৮৮ রান। কোহলি ১৫ ও সূর্যকুমার ১২ রানে ব্যাট করছেন।
রানের গতি থামতে দেয়নি ভারত
পাওয়ার প্লে-র খেলা শেষ। দুই ওপেনার সাজঘরে ফিরেছেন। তা সত্ত্বেও রান তোলের গতি কমতে দেয়নি ভারত। অষ্টম ওভারে মহম্মদ নওয়াজের বলে ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে মোট ৮ রান ওঠে। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৯ রান। সূর্যকুমার ১০ ও কোহলি ৮ রানে ব্যাট করছেন।
লোকেশ রাহুল আউট
সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নেন শাদব খান। তিনি প্রথম বলেই আউট করেন লোকেশ রাহুলকে। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৮ রান করে মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন লোকেশ। ভারত ৬২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি প্রথম বলেই চার মারেন। ওভারের শেষ বলে চার মারেন বিরাট কোহলি। ওভারে ১টি উইকেট পড়লেও ৯ রান সংগ্রহ করে ভারত। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭১ রান। কোহলি ও যাদব, দু'জনেই ৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে। লোকেশ রাহুল ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৮ রান সংগ্রহ করেছেন। ১ বলে ১ রান করেছেন কোহলি।
রোহিত শর্মা আউট
৫.১ ওভারে হ্যারিস রউফকে ছক্কা হাঁকানোর চেষ্টায় খুশদিল শাহর হাতে ধরা পড়ে যান রোহিত শর্মা। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত ৫৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
৫০ টপকাল ভারত
ইনিংসের পঞ্চম ওভারে কোনও উইকেট না হারিয়েই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। পেসাররা মার খাচ্ছেন বলে পঞ্চম ওভারেই স্পিন আক্রমণ শুরু করে পাকিস্তান। মহম্মদ নওয়াজের দ্বিতীয় বলে চার মারেন লোকেশ রাহুলষ ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান। লোকেশ রাহুল ২৬ ও রোহিত শর্মা ২৮ রানে ব্যাট করছেন।
চার-ছক্কায় স্বাগত হ্যারিসকে
চতুর্থ ওভারে বল করতে আসেন হ্যারস রউফ। প্রথম বলে চার মারেন রোহিত শর্মা। দ্বিতীয় বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় বলে সিঙ্গল নেন হিটম্যান। চতুর্থ বলে ১ রান নেন রাহুল। ওভারে মোট ১২ রান ওঠে। চার ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৪৬ রান। রোহিত ২৭ ও রাহুল ১৯ রানে ব্যাট করছেন।
জোড়া ছক্কা রাহুলের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন নাসিম শাহ। লোকেশ রাহুল প্রথম ও শেষ বলে জোড়া ছক্কা হাঁকান। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৩৪ রান। রোহিত ১৬ ও লোকেশ রাহুল ১৮ রানে ব্যাট করছেন। নাসিম ২ ওভারে ২৫ রান খরচ করেন।
হাসনাইনের ওভারে ৯ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ হাসনাইন। ওভারের তৃতীয় বলে চার মারেন রোহিত। ওভারে মোট ৯ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ২০ রান। রোহিত ১৫ ও লোকেশ রাহুল ৫ রানে ব্যাট করছেন।
লোকেশকে সঙ্গে নিয়ে ওপেনে রোহিত
লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন নাসিম শাহ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন লোকেশ রাহুল। চতুর্থ বলে স্টেপ-আউট করে চার মারেন রোহিত। শেষ বলে পিক-আপ পুল শটে বলকে গ্যালারিতে ফেলেন হিটম্যান। প্রথম ওভারে ১১ রান ওঠে। রোহিত ১০ ও লোকেশ ১ রান করেছেন।
পাকিস্তানের প্লেয়িং ইলেভেন
বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদব খান (ভাইস ক্যাপ্টেন), আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন ও নাসিম শাহ।
ভারতের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও যুজবেন্দ্র সিং।
প্রথম একাদশে ৩টি বদল ভারতের
রবীন্দ্র জাদেজা নেই। তাই ভারতকে প্রথম একাদশে রদবদল করতেই হতো। তবে প্লেয়িং ইলেভেনে একসঙ্গে তিনটি বদল করবে টিম ইন্ডিয়া, এমনটা অপ্রত্যাশিত ছিল। জাদেজা ছাড়া বাদ পড়েন দীনেশ কার্তিক ও আবেশ খান। আবেশের জ্বর হয়েছে বলে খবর। দলে ঢুকেছেন হার্দিক পান্ডিয়া, দীপক হুডা ও রবি বিষ্ণোই। পাকিস্তান তাদের প্রথম একাদশে ১টি বদল করে। চোট পাওয়া শাহনওয়াজ দাহানির জায়গায় তারা মাঠে নামায় মহম্মদ হাসনাইনকে।
টস হারল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হারল ভারত। টস জিতে পাক দলনায়ক বাবর আজম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করবে ভারত।
ভারতের আধিপত্য একতরফা
ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে এশিয়া কাপে শেষ চারটি ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সুতরাং, টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আধিপত্য একতরফা।
মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ৩টি ছক্কা হাঁকালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন বিরাট কোহলি।বিস্তারিত পড়ুন:- IND vs PAK Super 4: শততম T20I-এর পরে এবার পাকিস্তান ম্যাচে ছক্কা হাঁকানোর সেঞ্চুরি করতে পারেন কোহলি
সুযোগ পেতে পারেন হাসান আলি
প্রাথমিকভাবে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি হাসান আলি। পরে মহম্মদ ওয়াসিম চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে ঢুকে পড়েন তারকা পেসার। যদিও গ্রুপের ২টি ম্য়াচে মাঠে নামার সুযোগ হয়নি হাসানের। এবার দাহানির চোটে শিকে ছিঁড়তে পারে তাঁর ভাগ্যে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে পাকিস্তান মাঠে নামাতে পারে হাসান আলিকে।
জাদেজার বদলে প্রথম একাদশে কে?
রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ায় ভারতকে প্রথম একাদশে রদবদল করতেই হবে। তাছাড়া হার্দিক পান্ডিয়াও দলে ফিরবেন নিশ্চিত। তাই কে দলে ঢোকেন এবং কাকে ছিটকে যেতে হয়, সেদিকেই নজর সবার। জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল সুযোগ পেতে পারেন। পন্ত জায়গা ছাড়তে পারেন হার্দিককে। আবেশ খানকে বসিয়ে বাড়তি স্পিনার হিসেবে অশ্বিনকে খেলাতে পারে টিম ইন্ডিয়া।বিস্তারিত পড়ুন: India Probable XI: জাদেজার বদলে কে? জায়গা হবে পন্তের? দেখুন সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কোন ১১ জনকে খেলাতে পারে ভারত
এশিয়া কাপে মুখোমুখি সাক্ষাৎ
ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাট মিলিয়ে এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৯টি ম্যাচ। পাকিস্তান জিতেছে ৫টি ম্যাচ। সুতরাং মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। সুপার ফোরের ম্যাচে হারাতে পারলে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ নম্বর জয় তুলে নেবে টিম ইন্ডিয়া।
চোট-আঘাতে কাবু উভয় শিবির
চোটের জন্য ভারত জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেলকে এশিয়া কাপের দলে পায়নি। এবার টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে পাকিস্তান চোটের জন্য এশিয়া কাপে পায়নি শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিমকে। এবার চোট পেয়ে ভারতের বিরুদ্ধে সুপরার ফোরের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শাহনওয়াজ দাহানি। সুতরাং, চোট-আঘাত সমস্যায় কাবু উভয় দলই।
গ্রুপের ম্যাচে ভারত ৫ উইকেটে হারায় পাকিস্তানকে
এ-গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয় ভারত। শুরুতে ব্যাট করে পাকিস্তান ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। ৪৩ রান করেন মহম্মদ রিজওয়ান। ১০ রান করে আউট হন বাবর আজম। ভুবনেশ্বর ৪টি ও হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। কোহলি ৩৫, জাদেজা ৩৫ ও হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৩ রান করেন। ম্যাচের সেরা হন হার্দিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।