বাংলা নিউজ > ময়দান > পাকিস্তান দলেই বিশ্বাসঘাতক? ১৯৯৬-র বিশ্বকাপে ভারতের ম্যাচ নিয়ে বিস্ফোরক আক্রম

পাকিস্তান দলেই বিশ্বাসঘাতক? ১৯৯৬-র বিশ্বকাপে ভারতের ম্যাচ নিয়ে বিস্ফোরক আক্রম

ওয়াসিম আক্রম (Getty Images)

সেই ম্যাচে পাকিস্তানকে হারতে হয়েছিল। সেদিন ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওয়াসিম আক্রম। আজ ২৬ বছর বাদে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন বিস্ফোরক এক তথ্য।

শুভব্রত মুখার্জি: ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। বলকে ইচ্ছে মতো সুইং করানোর ক্ষমতা ছিল তাঁর। তবে তাঁর কেরিয়ারে বিতর্কও কম নেই। যার মধ্যে সবথেকে বড় বিতর্ক হয়েছিল ১৯৯৬ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাঁর কোয়ার্টার ফাইনালে না খেলা নিয়ে। সেই ম্যাচে পাকিস্তানকে হারতে হয়েছিল। সেদিন ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওয়াসিম আক্রম। আজ ২৬ বছর বাদে সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন বিস্ফোরক এক তথ্য।

আক্রম জানিয়েছেন, আজ ২৬ বছর বাদেও তাঁকে ওইদিনটি নিয়ে প্রশ্ন শুনতে হয়। এতদিন বাদে পাকিস্তান ক্রিকেটের এক ভক্ত বিষয়টি উত্থাপন করেন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে আক্রম জানিয়েছেন 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই আমি চোট পাই। আমি ওই ম্যাচে ৩৪ রান করেছিলাম। আমি একটা সুইপ শট খেলতে গিয়েছিলাম। ফাইন লেগ ৩০ গজ বৃত্তের মধ্যে ছিল। আমার মাসেল পুল হয়ে যায়। যা থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ লাগে। এই কারণটা কিন্তু আমরা সংবাদ মাধ্যমকে বলিনি। এর পিছনে কারণ ছিল ভারত যাতে করে অতিরিক্ত আত্মবিশ্বাস না পায়। যে পাকিস্তানের প্রধান ক্রিকেটার খেলছে না।'

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন '৯০ দশকে ক্রিকেটে কোনও বিশ্বাস ছিল না। দেখুন ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১১ জন ক্রিকেটার ম‌্যাচটা কিন্তু আমাদের হয়ে জিতছিল। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার পর্যন্ত কিন্তু ম্যাচটা আমরা জিতছিলাম। তারপরে সমস্ত দোষটা আমার দিকে এসে পড়ে। আমি এখনও এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারিনি। ১১ জন ক্রিকেটার কী করছিল? ২৭০ রান মাত্র রান তাড়া করছিল। ১২৪ রানে শূন্য উইকেট ছিল (১১৩/২) ১৫ ওভারে।'

তিনি প্রশ্ন তোলেন 'খবরটা বাইরে এল কীভাবে? কে রটাল খবরটা? একবার ভেবে দেখুন। আমি খুব জেদি মানুষ। কেউ যদি আমাকে উল্টোদিকে ধাক্কা দেয় তাহলে আমি নিজের জায়গাটা ধরে রাখব। আমি বরাবর পাকিস্তানের হয়ে খেলতে চেয়েছি। কিন্তু কিছু লোক সেটা চায়নি।'

বন্ধ করুন