বাংলা নিউজ > ময়দান > India Vs Sri Lanka: ৪ উইকেট ভুবির, ভারতীয় বোলারদের দাপটে ৩৮ রানে জিতল ভারত
প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত।

India Vs Sri Lanka: ৪ উইকেট ভুবির, ভারতীয় বোলারদের দাপটে ৩৮ রানে জিতল ভারত

একদিনের সিরিজে ২-১ শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও জয় দিয়ে শুরু করলেন শিখর ধাওয়ানরা।

একদিনের সিরিজে ২-১ শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। আজ থেকে শুরু হল টি-টোয়েন্টি সিরিজ। ভারত এবং শ্রীলঙ্কা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ রানে জিতল ভারত।

25 Jul 2021, 11:33:54 PM IST

অল আউট শ্রীলঙ্কা: ৩৮ রানে জয় পেল ভারত

ভারতীয় বোলারদের দাপটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতলেন শিখর ধাওয়ানরা। ভারতের ১৬৪ রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১২৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভুবনেশ্বর কুমার ৪ উইকেট নিয়েছেন। দীপক চাহার নিয়েছেন ২ উইকেট। চরিথ আশালঙ্কা ২৬ বলে ৪৪ রান করেন। শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা ৩০-এর উপর রান করতে পারেননি।

25 Jul 2021, 11:26:32 PM IST

উদানার উইকেট

ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ আউট হন উদানা।

25 Jul 2021, 11:24:38 PM IST

দাসুন শনাকা আউট

বরুণ চক্রবর্তীর বলে শ্রীলঙ্কার অধিনায়ক স্টাম্প আউট হলেন। আট উইকেট হারিয়ে চাপ বাড়ল শ্রীলঙ্কার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেট বরুণের। ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান শ্রীলঙ্কার।

25 Jul 2021, 11:19:44 PM IST

করুণারত্নে আউট

চামিকা করুণারত্নেকে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার। ১৭ ওভারে ১২২ রানে ৭ উইকেট শ্রীলঙ্কার।

25 Jul 2021, 11:12:45 PM IST

হাসারাঙ্গা আউট

নেমেই মাত্র দু'বল খেলে শূন্য রান করে সাজঘরে ফিরে গেলেন হাসারাঙ্গা। এই ওভারে দু'টি উইকেট নিল দীপক চাহার। ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান শ্রীলঙ্কার। 

25 Jul 2021, 11:09:47 PM IST

আশালঙ্কা আউট

২৬ বলে ৪৪ করে আউট হলেন আশালঙ্কা। নেমেছে হাসারাঙ্গা।

25 Jul 2021, 10:58:00 PM IST

বান্দারা আউট

হার্দিক পাণ্ডিয়ার বলে বান্দারা বোল্ড হলেন। ১৩ ওভারে ৪ উইকেটে ৯০ রান শ্রীলঙ্কার।

25 Jul 2021, 10:29:11 PM IST

অভিষ্কা ফার্নান্দোর উইকেট পড়ল

বড় উইকেট পড়ল শ্রীলঙ্কার। ভুবনেশ্বর কুমারের বলে অভিষ্কার ক্যাচ ধরেন সঞ্জু স্য়ামসন। ২৩ বলে ২৬ করেছেন অভিষ্কা।

25 Jul 2021, 10:23:40 PM IST

ধনঞ্জয়ের উইকেট পড়ল

যুজবেন্দ্র চাহাল বল করতে এসেই সাফল্য পেলেন। ধনঞ্জয়কে ফেরালেন যুজবেন্দ্র। ১০ বলে ৯ করে আউট হলেন ধনঞ্জয়। 

25 Jul 2021, 10:21:25 PM IST

৬ ওভার: ৪৬/১

বরুণ চক্রবর্তীর ওভারে মাত্র দু'রান হল। অভিষ্কা ফার্নান্দো ২১ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ধনঞ্জয়ার রান ৮ বলে ৭।

25 Jul 2021, 10:09:24 PM IST

মিনোদ ভানুকা আউট

৭ বলে ১০ রান করে ক্রুনাল পাণ্ডিয়ার বলে আউট হলেন মিনোদ ভানুকা। ৩ ওভারে ২৫ রান করে ১ উইকেট শ্রীলঙ্কার।

25 Jul 2021, 10:03:40 PM IST

সহজ ক্যাচ মিস ভারতের (১.৩ ওভার)

দীপক চাহারের বলে মিনোদ ভানুকা ক্যাচ দিলে, সেটি মিস করেন হার্দিক পাণ্ডিয়া। শেষ একদিনের ম্যাচেও এই ক্যাচ মিসের খেসারত ভারতকে হেরে দিতে হয়েছে।  প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সেই ধারা বজায় রাখলে ভারতের কপালে দুঃখ রয়েছে।

25 Jul 2021, 09:54:36 PM IST

শ্রীলঙ্কার ইনিংস শুরু

ওপেন করেছেন অভিষ্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা। ভারত প্রথম বলে উইকেট হারিয়ে বসেছিল। আর শ্রীলঙ্কা প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করেছে।

25 Jul 2021, 09:47:40 PM IST

১৬৪ রানে শেষ হল ভারতের ইনিংস

শ্রীলঙ্কার বোলারদের দাপটে ৫ উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে ১৬৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। ৪৬ রান করেছেন শিখর ধাওয়ান। ১৬৫ রান করলেই জিতে যাবে শ্রীলঙ্কা। চামেরা এবং হাসারাঙ্গা দু'টি করে উইকেট পেয়েছেন। করুণারত্নে একটি উইকেট নিয়েছেন।

25 Jul 2021, 09:37:14 PM IST

১৯ ওভার: ১৫৫/৫

মাত্র ৮ রান হয়েছে এই ওভারে। এক উইকেট পড়েছে। ক্রিজে রয়েছেন ইশান এবং ক্রুনাল। শেষ ওভারে কত রান করবে ভারত?

25 Jul 2021, 09:34:25 PM IST

হার্দিক আউট

ফের হতাশ করলেন হার্দিক। চামিরার বলে ক্যাচ আউট হলেন হার্দিক। ১২ বলে ১০ রান করেছেন হার্দিক। ক্রুনাল পাণ্ডিয়া নেমেছেন।

25 Jul 2021, 09:32:24 PM IST

১৫০ হল ভারতের

অবশেষে ১৫০ রান হল ভারতের (১৮.১ ওভারে)। ক্রিজে রয়েছেন ইশান এবং হার্দিক।

25 Jul 2021, 09:31:18 PM IST

১৮ ওভার: ১৪৭/৪

ভারত কি পারবে বড় রানের স্কোর করতে? ১৭ এবং ১৮ ওভার মিলিয়ে ১৭ রান যোগ হয়েছে ভারতের স্কোরবোর্ডে। ইশান কিষাণের সংগ্রহ ৮ বলে ১২। হার্দিক একেবারেই ছন্দে নেই। ৯ বলে ৭ রান তাঁর।

25 Jul 2021, 09:20:09 PM IST

সূর্যকুমার যাদব আউট

৫০ রান করেই হাসারাঙ্গার বলে প্যাভিলিয়নে ফিরলেন সূর্য। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৩০ । ক্রিজে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং ইশান কিষাণ।

25 Jul 2021, 09:12:39 PM IST

শিখর আউট

৩৬ বলে ৪৬ করে আউট হন শিখর ধাওয়ান। করুণারত্নের বলে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ আউট হন শিখর। 

25 Jul 2021, 09:05:36 PM IST

১৪ রান হল ১২ ওভারে

এই ওভারে ১৪ রান উঠল ভারতের। শিখর ছয় এবং চার মারেন। শিখর ২৯ বলে ৪১ করে অপরাজিত রয়েছেন। সূর্যের সংগ্রহ ২২ বলে ৩০।

25 Jul 2021, 08:54:46 PM IST

১০ ওভার: ৭৮/২

ম্যাচের শুরুতেই পৃথ্বী শ এবং তার পরে সঞ্জু সম্যামসনকে হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে শিখর ধাওয়ান এবং সূর্যকুমার যাদব হাল ধরার চেষ্টা করছেন। সূর্য ১৬ বলে ২২ করে ফেলেছেন। শিখরের রান ২৩ বলে ২৭।

25 Jul 2021, 08:42:01 PM IST

সঞ্জুর আউট

ধনঞ্জয়ের ওভারেই ১৫ রান নিয়েছিলেন সঞ্জু। কিন্তু ঠিক তার পরের ওভারেই হাসারাঙ্গার বলে আউট হয়ে যান সঞ্জু। ২০ বলে ২৭ করেন সঞ্জু। ৭ ওভারে ভারতের রান ২ উইকেট হারিয়ে ৫৫।

25 Jul 2021, 08:30:31 PM IST

৫ ওভার: ৩৫/১

ভারতের ১ উইকেট পড়ে গিয়েছে। এখন ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান এবং সঞ্জু স্যামসন। শিখরের রান ২২ এবং সঞ্জু করেছেন ১২ রান।

25 Jul 2021, 08:09:45 PM IST

পৃথ্বী শ আউট

প্রথম ওভারেই বড় ধাক্কা খেল ভারত। শূন্য রানে আউট হলেন পৃথ্বী শ। ম্যাচের প্রথম বলেই তাঁকে সাজঘরে ফেরান চামেরা।

25 Jul 2021, 07:55:28 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

অভিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা, ধনঞ্জয় ডি' সিলভা, চরিত আশালঙ্কা, দাসুন শনাকা, আসেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, আইশুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, দুষমন্ত চামিরা। 

25 Jul 2021, 07:50:59 PM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী।

25 Jul 2021, 07:50:59 PM IST

টসে জিতল শ্রীলঙ্কা

টসে জিতল শ্রীলঙ্কা। ফিল্ডিং নিয়েছে তারা। অভিষেক হতে চলেছে পৃথ্বী শ এবং বরুণ চক্

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.