বাংলা নিউজ > ময়দান > India vs Sri Lanka: ভারতের জঘন্য ব্যাটিং, ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
বোলারদের লড়াই সত্বেও জেতা হল না ভারতের। (AP)

India vs Sri Lanka: ভারতের জঘন্য ব্যাটিং, ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতলেও, করোনার জেরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চাপে পড়ে গিয়েছে ভারত। এ দিন চার জন ক্রিকেটারের অভিষেক হয়। কিন্তু সে ভাবে কেউই নজর কাড়তে পারেননি। নিট ফল, শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারতে হল ভারতকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতে এই সিরিজেও ১-০ তারা এগিয়েও গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা মুখ থুবড়ে পড়ল। বুধবার এই সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।

28 Jul 2021, 11:32:45 PM IST

জিতে গেল শ্রীলঙ্কা

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৪ উইকেটে জিতে নিল শ্রীলঙ্কা। ২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। ভারতীয় ব্যাটসম্যানরা এ দিন চূড়ান্ত ব্যর্থ। শিখর ধাওয়ান একমাত্র ৪০ রান করেছেন। বাকিরা কেউ ৩০-এর গণ্ডি টপকাতে পারেনি। প্রথমে ব্যাট করে ১৩২ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলররা বেকায়দায় ফেলে দিয়েছিল শ্রীলঙ্কাকে। কিন্তু মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে লড়াই করাটা সহজ ছিল না। ১৯.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা। পাঁচে নেমে ধনঞ্জয় ডি'সিলভার ৩৪ বলে ৪০ রানের ইনিংসই শ্রীলঙ্কাকে জয়ে ফেরায়। টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরায় তারা। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি নিঃসন্দেহে টানটান উত্তেজনার হতে চলেছে।

28 Jul 2021, 11:24:32 PM IST

১৯ ওভার:  ১২৫/৬

ভুবনেশ্বর কুমার এই ওভারে ১২ রান দিয়ে দেন। যাতে পাল্টা চাপে পড়ে যায় ভারত। শেষ ওভারে আর ৮ রান করলেই জিতে যাবে শ্রীলঙ্কা।

28 Jul 2021, 11:16:05 PM IST

১৮ ওভার: ১১৩/৬

২৯ বলে ৩৩ রান করে দলের হাল ধরে রেখেছেন ধনঞ্জয় ডি'সিলভা। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন চামিকা করুণারত্নে।

28 Jul 2021, 11:11:56 PM IST

মেন্ডিসকে ফেরালেন সাকারিয়া

সাকারিয়ার বলে আউট হন রমেশ মেন্ডিস। মাত্র ২ করে তিনি সাজঘরে ফেরেন।

28 Jul 2021, 11:09:12 PM IST

১৭ ওভার: ১০৫/৭

এ বার দলের হাল ধরেছেন ধনঞ্জয় ডি'সিলভা। তাঁর সংগ্রহ ২৬ বলে ২৬ রান। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রমেশ মেন্ডিস।

28 Jul 2021, 10:58:51 PM IST

হাসারাঙ্গা আউট

হাসারাঙ্গাকে ফেরালেন রাহুল চাহার। ভুবনেশ্বর কুমার ক্যাচ ধরেন। ১১ বলে ১৫ রান করে আউট হন হাসারাঙ্গা। ১৫ ওভারে পাঁচ উইকেটে ৯৪ রান শ্রীলঙ্কার।

28 Jul 2021, 10:54:07 PM IST

১৪ ওভার: ৮৭/৪

হাসারাঙ্গা এবং ধনঞ্জয় ডি'সিলভা মিলিয়ে কুলদীপের এই ওভারে মোট ১৫ রান নিল। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৮৭।

28 Jul 2021, 10:46:46 PM IST

১২ ওভার:  ৬৮/৪

১২ ওভারে ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ ৬৮ রান। হাসারাঙ্গা এবং ধনঞ্জয় ডি'সিলভা ক্রিজে রয়েছেন।

28 Jul 2021, 10:45:09 PM IST

মিনোদ ভানুকা আউট

দলকে একমাত্র ভসরা দিচ্ছিলেন মিনোদ ভানুকা। ৩১ বলে ৩৬ রান করে কুলদীপের বলে আউট হন ভানুকা।

28 Jul 2021, 10:36:37 PM IST

১০ ওভার: ৫৮/৩

১০ ওভার শেষে শ্রীলঙ্কার পান ৫৮। ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে তারা। মিনোদ ভানুকা ২৫ বলে ৩১ রান করে কিছুটা হাল ধরার চেষ্টা করছেন। ভানুকার সঙ্গে ক্রিজে রয়েছেন ধনঞ্জয় ডি'সিলভা।

28 Jul 2021, 10:32:46 PM IST

শনাকাকে ফেরালেন কুলদীপ

কুলদীপের বলে দাসুন শনাকাকে স্টাম্প আউট করেন কুলদীপ যাদব। ৩ রান করেই সাজঘরে ফিরে যান শনাকা।

28 Jul 2021, 10:27:15 PM IST

রাহুল চাহারের অসাধারণ ক্যাচ

ভুবনেশ্বর কুমারের ওভারে অভিষ্কার ক্যাচটি চাহার যে ভাবে ধরেছে, তাতে তাঁর বুদ্ধিমত্তারই পরিচয় পাওয়া গিয়েছে।

28 Jul 2021, 10:21:50 PM IST

সামারাবিক্রম আউট

বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন সামারাবিক্রম। ৭ ওভারে ৩৯ রানে ২ উইকেট শ্রীলঙ্কার। ক্রিজে রয়েছেন মিনোদ ভানুকা এবং দাসুন শনাকা।

28 Jul 2021, 10:10:04 PM IST

৫ ওভার: ২৯/১

বরুণ চক্রবর্তীর ওভারে ৬ রান। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান শ্রীলঙ্কার।

28 Jul 2021, 10:06:16 PM IST

৪ ওভার:  ২৩/১

সাকারিয়ার ওভারে ফের স্কোরবোর্ডে বড় অঙ্কের রান যোগ করল শ্রীলঙ্কা। এই ওভারে ১০ রান নিল শ্রীলঙ্কা।  ৪ ওভারে ১ উইকেটে শ্রীলঙ্কার রান এখন ২৩। ভানুকার ৯ বলে ১০ রান।  সামারাবিক্রমের ২ বলে ১ রান।

28 Jul 2021, 10:01:57 PM IST

৩ ওভার: ১৩/১

৩ ওভারে শ্রীলঙ্কার রান ১৩। সাদেরা সামারাবিক্রম আর মিনোদ ভানুকা ক্রিজে রয়েছেন।

28 Jul 2021, 09:59:08 PM IST

অভিষ্কা আউট

বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। অভিষ্কা ফার্নান্দোকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ১৩ বলে ১১ রান করে আউট হলেন অভিষ্কা।

28 Jul 2021, 09:54:05 PM IST

২ ওভার:  ১০/০

সাকারিয়ার ওভারে শ্রীলঙ্কা ৯ রান নিল। কোনও উইকেট না হারিয়ে ২ ওভারে ১০ রান শ্রীলঙ্কার।

28 Jul 2021, 09:49:31 PM IST

ইনিংস শুরু শ্রীলঙ্কার

অভিষ্কা ফার্নান্দো এবং মিনোদ ভানুকা ওপেন করেছেন। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার মাত্র ১ রান দিয়েছেন।

28 Jul 2021, 09:35:31 PM IST

শ্রীলঙ্কার সামনে ১৩৩ রানের লক্ষ্য

শিখর ধাওয়ানের ৪০ রান বাদ দিলে আর কোনও ক্রিকেটার ৩০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান করে ভারত। ১৩৩ করলেই জিতে যাবে শ্রীলঙ্কা। লক্ষ্যটা একেবারেই কঠিন নয়।

28 Jul 2021, 09:29:28 PM IST

আউট হলেন নীতিশ রানা

মাত্র ৯ রান করে আউট হলেন নীতিশ রানা। একদিনের ম্যাচের পর টি-টোয়েন্টিতেও ব্যর্থ রানা।

28 Jul 2021, 09:21:09 PM IST

১৮ ওভার: ১১৪/৪

১৮ ওভার হয়ে গেল। মাত্র ১১৪ রান ভারতের। হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় ব্যাটসম্যানদের। নীতিশ রানা (৮ বলে ৬ রান) এবং ভুবনেশ্বর কুমার (৪ বলে ৫ রান) ক্রিজে রয়েছেন।

28 Jul 2021, 09:14:39 PM IST

আউট হলেন সঞ্জু স্যামসন

মোটেও ভাল ছন্দে নেই ভারতীয় ব্যাটসম্যানরা। শিখর ধাওয়ানের ৪০ ছাড়া এখনও পর্যন্ত কেউই ৩০-এর উপর রান করতে পারেনি। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান ভারতের।

28 Jul 2021, 09:10:06 PM IST

ভারতের শতরান

১০০ রান করতে ১৬ ওভার লেগে গেল ভারতের। ৩ উইকেট ভারতের পড়ে গিয়েছে। ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান ভারতের।

28 Jul 2021, 09:08:45 PM IST

আউট হলেন দেবদূত

২৩ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে গেলেন দেবদূত পাড্ডিকাল। 

28 Jul 2021, 09:05:24 PM IST

১৫ ওভার: ৯৪/২

২ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। রুতুরাজের পর আউট হয়েছেন শিখর ধাওয়ান। দলের রান ৯৪ রান। দেবদূত পাড্ডিকাল এবং সঞ্জু স্যামসন ক্রিজে রয়েছেন। ২১ বলে ২৫ রান দেবদূতের। ৯ বলে ৫ করেছেন সঞ্জু।

28 Jul 2021, 08:59:07 PM IST

দেবদূতের ছক্কা

28 Jul 2021, 08:56:59 PM IST

আউট হলেন শিখর

দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। ৪২ বলে ৪০ রান করে আউট হলেন শিখর ধাওয়ান। ধনঞ্জয় ডি'সিলভা বোল্ড করেন শিখরকে।

28 Jul 2021, 08:49:10 PM IST

১১ ওভার: ৭১/১

১১ ওভারে ভারতের সংগ্রহ ৭১ রান। ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ান (৩৮ বলে ৩৫ রান) এবং দেবদূত পাড্ডিকাল (১০ বলে ১৩ রান)।

28 Jul 2021, 08:39:55 PM IST

৫০ পার করল ভারত

৮ ওভারে ভারতের সংগ্রহ ৫১ রান। আউট হয়েছেন রুতুরাজ। ক্রিজে রয়েছেন শিখর ধাওয়ানের সঙ্গে দেবদূত পাড্ডিকাল।

28 Jul 2021, 08:37:19 PM IST

আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়

অভিষেক ম্যাচের শুরুটা খুব ভাল হল না রুতুরাজেের। ১৮ বলে ২১ রান করে আউট হলেন রুতুরাজ। ৭ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৪৯।

28 Jul 2021, 08:30:51 PM IST

শিখরের বাউন্ডারি

28 Jul 2021, 08:26:57 PM IST

৫ ওভার: ৩৮/০

৫ ওভার হল। কোনও উইকেট না হারিয়ে ৩৮ রান ভারতের। শিখরের সংগ্রহ ১৯ বলে ২১ রান। রাজু গায়কোয়াড়ের রান ১১ বলে ১৫।

28 Jul 2021, 08:20:45 PM IST

৪ ওভার: ৩১/০

এই ওভারে চামেরা মাত্র ৪ রান দিলেন। কোনও উইকেট না হারিয়ে ৪ ওভারে ভারতের সংগ্রহ ৩১ রান।  

28 Jul 2021, 08:16:04 PM IST

৩ ওভার: ২৭/০

এই ওভারে দু'টো চার মেরেছে ভারত। মোট ১২ রান হয়েছে এই ওভারে। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান ভারতের।

28 Jul 2021, 08:12:46 PM IST

২ ওভার: ১৫/০

রুতুরাজ ৩ রান করে অপরাজিত রয়েছেন। শিখরের সংগ্রহ ১০ রান। ২ ওভারে ১৫ রান ভারতের।

28 Jul 2021, 08:08:33 PM IST

১ ওভার: ৯/০

আজ ওপেন করেছেন রুতুরাজ গায়কোয়াড় এবং শিখর ধাওয়ান। প্রথম ওভারে ৯ রান ভারতের।

28 Jul 2021, 07:56:26 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), সাদেরা সামারাবিক্রম, ধনঞ্জয় ডি' সিলভা, রমেশ মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, আইশুরু উদানা, আকিলা ধনঞ্জয়, দুষমন্ত চামিরা।

28 Jul 2021, 07:49:47 PM IST

অভিষেক হল ৪ ক্রিকেটারের

জাতীয় দলের জার্সিতে দেবদূত পাড্ডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানার অভিষেক হল।

28 Jul 2021, 07:46:56 PM IST

ভারতের প্রথম একাদশ

ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড্ডিকাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, নভদীপ সাইনি. চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী।

28 Jul 2021, 07:42:38 PM IST

টসে জিতল শ্রীলঙ্কা

টসে জিতল শ্রীলঙ্কা। তারা বোলিং নিয়েছে।

28 Jul 2021, 07:34:58 PM IST

বিসিসিআই-এর ঘোষণা

ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, আর্শদীপ সিং এবং সাই কিশোররা পরবর্তী দু'টি টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ বলে ঘোষণা করেছে বিসিসিআই ।

28 Jul 2021, 07:30:49 PM IST

জাতীয় দলের জার্সিতে চার জন ক্রিকেটারের অভিষেক হতে পারে

দেবদূত পাড্ডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানার আজ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে। 

28 Jul 2021, 07:30:49 PM IST

ভারতীয় শিবির জুড়ে শুধুই করোনা আতঙ্ক

ক্রুনাল পাণ্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই ভারতীয় শিবিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনার জেরে ক্রুনাল সহ যাঁরা তাঁর সংস্পর্শে  এসেছিলেন, তাঁদের আইসোলেট করা হয়েছে বলে খবর। এই তালিকায় নাকি মোট আট জন ক্রিকেটার রয়েছেন। একটি ইউটিউব চ্যানেলের দাবি, ক্রুনাল পান্ডিয়া সহ যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, পৃথ্বী শ, কৃষ্ণাপ্পা গৌতম, শিখর ধাওয়ান, ইশান কিষাণ এবং মণিশ পাণ্ডে আজকের ম্যাচ খেলতে পারবেন না। অন্য সূত্রের তরফে জানা গিয়েছে, এই ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া ছাড়াও সূর্যকুমার যাদব, পৃথ্বী শ, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক চাহার, ইশান কিষাণ ও যুজবেন্দ্র চাহালরা খেলতে পারবেন না। মোদ্দা কথা করোনার জেরে রাহুল দ্রাবিড়ের ভারত বড় ধাক্কা খেয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.