বাংলা নিউজ > ময়দান > IND vs SL Super 4: রোমাঞ্চকর জয়ে ফাইনালের পথে এক পা শ্রীলঙ্কার, ঈশ্বর ভরসা ভারতের
পালটা লড়াই শ্রীলঙ্কার। ছবি- এএফপি (AFP)
লাইভ আপডেটস

IND vs SL Super 4: রোমাঞ্চকর জয়ে ফাইনালের পথে এক পা শ্রীলঙ্কার, ঈশ্বর ভরসা ভারতের

মাত্র ১ বল বাকি থাকতে উত্তেজক জয়ে ভারতের বিদায়ের পথ চওড়া করে দ্বীপরাষ্ট্র।

এ-গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করে ভারত। তবে সুপার ফোর রাউন্ডের শুরুতেই রোহিত শর্মাদের ধাক্কা খেতে হয়। পাকিস্তানের কাছে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যায় টিম ইন্ডিয়ার। এই অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল ভারতীয় দলের সামনে। শেষমেশ দ্বীপরাষ্ট্রের কাছে হেরে বিদায়ের রাস্তা চওড়া হয় ভারতের। হারলেও অঙ্কের নিরিখে ফাইনালের রাস্তা ভারতের সামনে খোলা রয়েছে বটে, তবে তার জন্য জটিল অঙ্কের দিকে তাকিয়ে বসে থাকতে হবে রোহিত শর্মাদের।

06 Sep 2022, 11:40:11 PM IST

ম্যাচের সেরা শানাকা

প্রথমে বল হাতে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট ও পরে ব্যাট হাতে ১৮ বলে ম্যাচ জেতানো ৩৩ রানের ইনিংস, এমন পারফর্ম্যান্সের পরে দাসুন শানাকা ছাড়া আর কাউকে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া সম্ভব ছিল না।

06 Sep 2022, 11:33:09 PM IST

ক্ষীণ আশা রয়েছে ভারতের

এখনও ফাইনালে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে ভারতের।
১. শেষ ম্যাচে ভারত যদি বড় ব্যবধানে হারায় আফগানিস্তানকে।
২. পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হারে।
৩. শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়।
 তার পরে নেট রান-রেটের নিরিখে ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান, তিন দলের সংগ্রহে থাকবে ২ পয়েন্ট করে।

06 Sep 2022, 11:24:07 PM IST

৬ উইকেটে জয় শ্রীলঙ্কার

ভারতের ৮ উইকেট ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৪ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষে ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। দাসুন শানাকা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। ভুবনেশ্বর ৪ ওভারে ৩০ রান খরচ করেও উইকেট তুলতে পারেননি। অর্শদীপ ৩.৫ ওভারে ৪০ রান খরচ করেন।

06 Sep 2022, 11:18:04 PM IST

১ বল বাকি থাকতে উত্তেজক জয় শ্রীলঙ্কার

শেষ ওভারে অর্শদীপের প্রথম বলে ১ রান নেন ভানুকা। দ্বিতীয় বলে ১ রান নেন শানাকা। তৃতীয় বলে ২ রান নেন ভানুকা। জয়ের জন্য ৩ বলে ৩ রান দরকার শ্রীলঙ্কার। চতুর্থ বলে ১ রান নেন রাজাপক্ষে। পঞ্চম বলে ব্যাট লাগাতে পারেননি শানাকা। তবে রান নেওয়ার জন্য দৌড়ন দুই ব্যাটসম্যান। পন্ত রান-আউটের জন্য বল ছুঁড়ে স্টাম্পে লাগাতে পারেননি। অর্শদীপ সিংও নন-স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে স্টাম্পে লাগাতে পারেননি। শ্রীলঙ্কা ২ রানের জন্য দৌড়য় এবং ম্যাচ জিতে যায়।

06 Sep 2022, 11:09:59 PM IST

শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ৭ রান

১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ১ রান নেন শানাকা। দ্বিতীয় বলে ১ রান নেন ভানুকা। তার পরেই ২টি ওয়াইড বল করেন ভুবি। তৃতীয় বলে চার মারেন শানাকা। চতুর্থ বলে ফের চার মারেন দাসুন। পঞ্চম বলে ১ রান নেন শানাকা। শেষ বলে ১ রান নেন ভানুকা। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৭ রান। জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার শ্রীলঙ্কার। শানাকা ৩২ ও ভানুকা ২১ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 11:03:21 PM IST

১২ বলে শ্রীলঙ্কার দরকার ২১ রান

১৮তম ওভারে হার্দিকের প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান নেন রাজাপক্ষে। তৃতীয় বল শানাকার ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। পঞ্চম ওভারে ছক্কা মারেন শানাকা। শেষ বলে ১ রান নেন শানাকা। ওভারে মোট ১২ রান ওঠে। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৫৩ রান। জয়ের জন্য ১২ বলে তাদের দরকার ২১ রান। শানাকা ২২ ও রাজাপক্ষে ১৯ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 10:57:44 PM IST

৩ ওভারে শ্রীলঙ্কার দরকার ৩৩

১৭তম ওভারে অর্শদীপের প্রথম বলে ১ রান নেন ভানুকা। দ্বিতীয় বলে চার মারেন শানাকা। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে ১ রান নেন ভানুকা। পঞ্চম বলে রোহিতের মিস ফিল্ডের সুযোগ নিয়ে ২ রান নেন দাসুন। শেষ বলে কোনও রান ওঠেনি। ওভারে মোট ৯ রান ওঠে। ১৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৪১ রান। জয়ের জন্য ৩ ওভারে ৩৩ রান দরকার দ্বীপরাষ্ট্রের। ভানুকা ১৯ ও শানাকা ১১ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 10:52:37 PM IST

৪ ওভারে শ্রীলঙ্কার দরকার ৪২

১৬তম ওভারে অশ্বিন ১২ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন রাজাপক্ষে। শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪২ রান দরকার দ্বিপরাষ্ট্রের। ভানুকা ১৭ রানে ব্যাট করছেন। অশ্বিন ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

06 Sep 2022, 10:43:58 PM IST

হাফ-সেঞ্চুরি করা মেন্ডিসকে ফেরালেন চাহাল

১৪.১ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন কুশল। শ্রীলঙ্কা ১১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। শুরুতেই তাঁকে স্টাম্প-আউট করার সুযোগ হাতছাড়া করেন পন্ত। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান রাজাপক্ষে। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১২০ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৪ রান দরকার শ্রীলঙ্কার। চাহাল ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

06 Sep 2022, 10:39:37 PM IST

গুণতিলকের উইকেট তুলে নিলেন অশ্বিন

১৩.৫ ওভারে অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন দনুষ্কা গুণতিলকে। ৭ বলে ১ রান করে মাঠ ছাড়েন দনুষ্কা। শ্রীলঙ্কা ১১০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে। অশ্বিনের ওভারে ৫ রান ওঠে। ৩ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন। ৫৭ রানে ব্যাট করছেন মেন্ডিস।

06 Sep 2022, 10:34:43 PM IST

হাফ-সেঞ্চুরি মেন্ডিসের

৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান। মেন্ডিস ৫২ রানে ব্যাট করছেন। ভুবির ওভারে ৭ রান ওঠে। ভুবনেশ্বর ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।

06 Sep 2022, 10:29:12 PM IST

আসালঙ্কাকে ফেরালেন চাহাল

নিশঙ্কার উইকেট তুলে নেওয়ার পরে সেই ওভারেই চরিত আসালঙ্কাকে ফেরত পাঠান যুজবেন্দ্র চাহাল। ১১.৪ ওভারে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন চরিত। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ৯৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দনুষ্কা গুণতিলকে। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৯৮ রান। মেন্ডিস ৪৬ রানে ব্যাট করছেন। চাহালের ওভারে ১ রান ওঠে। ২টি উইকেট পড়ে। চাহাল ৩ ওভারে ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন।

06 Sep 2022, 10:26:28 PM IST

নিশঙ্কাকে ফেরালেন চাহাল

১১.১ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন পাথুম নিশঙ্কা। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন নিশঙ্কা। দলগত ৯৭ রানে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিত আসালঙ্কা।

06 Sep 2022, 10:24:55 PM IST

পান্ডিয়ার ওভারে ৮ রান

১১তম ওভারে হার্দিক পান্ডিয়া ৮ রান খরচ করেন।

06 Sep 2022, 10:17:44 PM IST

হাফ-সেঞ্চুরি নিশঙ্কার

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিশঙ্কা। ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৮৯ রান। জয়ের জন্য তাদের দরকার ৬০ বলে ৮৫ রান। নিশঙ্কা ৫০ও মেন্ডিস ৩৯ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 10:15:02 PM IST

চাহালের ওভারে ১১ রান

নবম ওভারে ১১ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। ১টি ছক্কা মারেন নিশঙ্কা। শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৮৫ রান। নিশঙ্কা ৪৮ ও মেন্ডিস ৩৭ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 10:10:51 PM IST

অশ্বিনের ওভারে ১১ রান

অষ্টম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন মেন্ডিস। ৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৭৪ রান। ২৭ বলে ৩৯ রান করেছেন নিশঙ্কা। ২১ বলে ৩৫ রান করেছেন মেন্ডিস।

06 Sep 2022, 10:08:49 PM IST

হার্দিকের ওভারে ৬ রান

সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়ার ৬টি বলে ৬টি এক রান নেয় শ্রীলঙ্কা। তাদের সংগ্রহ বিনা উইকেটে ৬৩। নিশঙ্কা ৩৬ ও মেন্ডিস ২৭ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 10:02:39 PM IST

৫০ টপকাল ভারত

পাওয়ার প্লের ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। তাদের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। ২১ বলে ৩৩ রান করেছেন নিশঙ্কা। ১৫ বলে ২৪ রান করেছেন মেন্ডিস। নিশঙ্কা ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। মেন্ডিস ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ষষ্ঠ ওভারে ১২ রান খরচ করেন চাহাল। ১টি চার মারেন নিশঙ্কা। ১টি ছক্কা মারেন মেন্ডিস।

06 Sep 2022, 09:59:51 PM IST

অর্শদীপের ওভারে ১৮ রান

পঞ্চম ওভারে অর্শদীপ সিং ১৮ রান খরচ করেন। ১টি চার মারেন নিশঙ্কা। ১টি চার ও ১টি ছক্কা মারেন মেন্ডিস। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৪৫ রান। নিশঙ্কা ২৮ ও মেন্ডিস ১৭ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 09:56:39 PM IST

হার্দিকের ওভারে ১০ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তিনি ১০ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন নিশঙ্কা। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ২৭ রান। নিশঙ্কা ১৮ বলে ২৪ রান করেছেন।

06 Sep 2022, 09:50:15 PM IST

ভুবির ওভারে ৮ রান

ভুবির ওভারের প্রথম ৩টি বল হাওয়ায় ভাসিয়েও বেঁচে যান শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান। চতুর্থ বলে চার মারেন নিশঙ্কা। ওভারে মোট ৮ রান ওঠে। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ১৭ রান। নিশঙ্কা ১৩ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 09:45:58 PM IST

অর্শদীপের ওভারে ৮ রান

দ্বিতীয় ওভারে অর্শদীপ মন্দ বোলিং করেননি। তবে শেষ বলে বাউন্ডারি পেয়ে যান নিশঙ্কা। ওভারে মোট ৮ রান ওঠে। শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৯ রান। ৯ রানই করেছেন নিশঙ্কা।

06 Sep 2022, 09:39:01 PM IST

শ্রীলঙ্কার রান তাড়া করা শুরু

পাথুম নিশঙ্কাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুশল মেন্ডিস। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। শেষ বলে ১ রান নিয়ে খাতা খোলেন নিশঙ্কা। ওভারে মোটে ১ রান ওঠে।

06 Sep 2022, 09:26:39 PM IST

লড়াইয়ের রসদ ভারতের

শেষ ওভারে করুণারত্নের পঞ্চম বলে দুর্দান্ত ছক্কা মারেন অশ্বিন। শেষ বলে তাঁর ক্যাচ মিস হয়। তবে ২ রান সংগ্রহ করে নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর ৮ উইকেটে ১৭৩ রান। অশ্বিন ৭ বলে ১৫ রান করেন। অর্শদীপ ১ রান করেন। করুণারত্নে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ১৭৪ রান।

06 Sep 2022, 09:23:46 PM IST

।ভুবনেশ্বর আউট

স্লগ ওভারে একের পর এক উইকেট তুলছে শ্রীলঙ্কা। ১৯.৩ ওভারে করুণারত্নের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ভুবনেশ্বর কুমার। ২ বলে কোনও রান করতে পারেননি ভুবি। ভারত ১৬৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং।

06 Sep 2022, 09:17:37 PM IST

ঋষভ পন্ত আউট

১৮.৩ ওভারে মদুশঙ্কার বলে নিশঙ্কার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ঋষভ পন্ত। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৭ রান করেন ঋষভ। ভারত ১৫৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৬১ রান। অশ্বিন ৪ রানে ব্যাট করছেন। মদুশঙ্কা ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

06 Sep 2022, 09:15:53 PM IST

বোল্ড হলেন হুডা

জীবনদান পেয়েও নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারলেন না দীপক হুডা। ১৮.১ ওভারে মদুশঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৪ বলে ৩ রান করেন হুডা। ভারত ১৫৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।

06 Sep 2022, 09:12:47 PM IST

আউট হয়েও বাঁচলেন হুডা

১৮তম ওভারে শানাকার চতুর্থ বলে সূর্যকুমারের মতোই আপার কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানের হাতে ধরা পড়েন দীপক হুডা। তবে যেহেতু ওভারের দ্বিতীয় শর্ট বল ছিল সেটি, তাই তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখার পরে সেটিকে নো-বল ঘোষণা করেন। ফলে আউট হয়েও বেঁচে যান হুডা। ৪টি অতিরিক্ত বল-সহ ১০ বলের ওভারে ১টি উইকেট পড়লেও ১৭ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান। পন্ত ১৭ ও হুডা ৩ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 09:08:27 PM IST

হার্দিককে ফেরালেন শানাকা

১৭.১ ওভারে দাসুন শানাকার বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইনে নিশঙ্কার হাতে ধরা পড়েন হার্দিক। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন পান্ডিয়া। ভারত ১৪৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। 

06 Sep 2022, 09:03:55 PM IST

স্লগ ওভারে টাইট বোলিং হাসারাঙ্গার

নিজের প্রথম ৩ ওভারে ৩৪ রান খরচ করলেও চতুর্থ ওভারে মাত্র ৫ রান দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪০ রান। পন্ত ১৫ ও হার্দিক ৯ রানে ব্যাট করছেন। হাসারাঙ্গা ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

06 Sep 2022, 09:00:27 PM IST

থিকসানার বোলিং কোটা শেষ

থিকসানা নিজের ৪ ওভারের বোলিং কোটায় ২৯ রানের বিবিময়ে ১টি উইকেট দখল করেন। ১৬তম ওভারে ভারত ৮ রান সংগ্রহ করে। ১টি চার মারেন পন্ত। ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৫ রান। পন্ত ১৩ ও পান্ডিয়া ৬ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 08:56:38 PM IST

জোড়া বাউন্ডারিতে ইনিংস শুরু পন্তের

ক্রিজে এসে নিজের দ্বিতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৭ রান। পন্ত ৪ বলে ৮ রান করেছেন। ৫ বলে ৪ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

06 Sep 2022, 08:52:57 PM IST

সূর্যকুমারকে ফেরালেন শানাকা

১৫তম ওভারে প্রথমবার বল করতে আসেন শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা। দ্বিতীয় বলেই তিনি তুলে নেন সেট ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের উইকেট। ধীর গতির শর্ট বলে আপারকাট করার চেষ্টা করেন যাদব। বলে গতি ছিল না বলেই শর্ট থার্ডম্যানে থিকসানা সহজ ক্যাচ ধরেন। সূর্যকুমার ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন। ভারত দলগত ১১৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।

06 Sep 2022, 08:49:43 PM IST

থিসকানার ওভারে ৬ রান

রোহিত আউট হওয়ার পরে রানের গতি কমেছে ভারতের। ১৪তম ওভারে ৬ রান খরচ করেন থিকসানা। ভারতের স্কোর ৩ উইকেটে ১১৮ রান। সূর্যকুমার ৩৪ রানে ব্যাট করছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

06 Sep 2022, 08:42:09 PM IST

রোহিত শর্মা আউট

১২.২ ওভারে করুণারত্নের বলে ছক্কা মারতে গিয়ে নিশঙ্কার হাতে ধরা পড়ে যান রোহিত শর্মা। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত ১১০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ওভারে মাত্র ৩ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান।

06 Sep 2022, 08:40:23 PM IST

তাণ্ডব চালাচ্ছেন রোহিত

১২তম ওভারে হাসারাঙ্গার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৮ রান ওঠে। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১০৯ রান। রোহিত ৭২ ও সূর্যকুমার ২৮ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 08:36:05 PM IST

গিয়ার বদলাচ্ছে ভারত

১১তম ওভারে ১২ রান সংগ্রহ করে ভারত। মদুশঙ্কার ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। রোহিত ৩৫ বলে ৫৫ রান করেছেন। সূর্যকুমার ২০ বলে ২৭ রান সংগ্রহ করেছেন। ভারতের স্কোর ২ উইকেটে ৯১ রান।

06 Sep 2022, 08:26:23 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিতের

দশম ওভারে ফার্নান্ডোর প্রথম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে অর্ধশতরান করেন হিটম্যান। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। রোহিত ৫৩ রানে ব্যাট করছেন। সূর্যকুমার ১৭ রানে অপরাজিত রয়েছেন।

06 Sep 2022, 08:21:46 PM IST

রোহিতের ক্যাচ ছাড়লেন শানাকা

৮.৪ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন দাসুন শানাকা। শরীর ছুঁড়ে বলে হাত লাগালেও ধরতে পারেননি শ্রীলঙ্কা দলনায়ক। ব্যক্তিগত ৪০ রানে জীবনদান পান হিটম্যান। ওভারের পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৫ রান। রোহিত ব্যাট করছেন ৪১ রানে। সূর্যকুমারের সংগ্রহ ১৫ রান।

06 Sep 2022, 08:17:38 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। করুণারত্নের ওভারে ৫ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ৫৪ রান। রোহিত শর্মা ৩৭ রানে ব্যাট করছেন। সূর্যকুমার যাদব ৮ রানে নট-আউট রয়েছেন।

06 Sep 2022, 08:13:39 PM IST

হাসারাঙ্গার ওভারে ৫ রান

পাওয়ার প্লের ঠিক পরেই বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর প্রথম ওভারে ভারত ৫ রান সংগ্রহ করে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৪৯ রান। রোহিত ৩৩ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 08:09:03 PM IST

পাওয়ার প্লের খেলা শেষ

পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ২ উইকেটে ৪৪ রান তুলেছে। থিকসানার ওভারে ৮ রান ওঠে। দ্বিতীয় বলে তার মারেন রোহিত। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৯ রান সংগ্রহ করেছেন। যাদব ৬ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 08:06:15 PM IST

ফার্নান্ডোর ওভারে ১৪ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন অসিথা ফার্নান্ডো। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় ও চার মারেন রোহিত। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৩৬ রান। রোহিত ১৪ বলে ২৩ রান করেছেন। সূর্যকুমার ব্যাট করছেন ৪ রানে।

06 Sep 2022, 08:01:47 PM IST

চাপ কাটানোর চেষ্টা রোহিতের

চতুর্থ ওভারে চামিকা করুণারত্নের দ্বিতীয় বলে চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২২ রান। রোহিত ১০ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 07:52:32 PM IST

শূন্য রানে বোল্ড কোহলি

২.৪ ওভারে দিলশান মদুশঙ্কার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি কোহলি। আড়াআড়ি শট খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কোহলি। ভারত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৫ রান। রোহিত ৪ ও সূর্যকুমার ২ রানে ব্যাট করছেন।

06 Sep 2022, 07:46:23 PM IST

আম্পায়ার্স কলে এলবিডব্লিউ রাহুল

১.৪ ওভারে মাহিল থিকসানার বলে স্টেপ-আউট করে চার মারেন লোকেশ রাহুল। ঠিক তার পরের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। আম্পায়ার আউট দেওয়ার পরে ভারত রিভিউ নেয়। তবে ডিআরএসের পরে আম্পায়ার্স করে রাহুলকে আউট ঘোষণা করা হয়। বল লাগছিল লেগ-স্টাম্পের একেবারে বাইরের দিকে। রাহুল ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। ভারত দলগত ১১ রানে প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।

06 Sep 2022, 07:33:02 PM IST

রাহুলকে নিয়ে ওপেনে রোহিত

যথারীতি লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দিলশান মদুশঙ্কা। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন লোকেশ রাহুল।  প্রথম ওভারে ২টি ওয়াইড বল করেন মদুশঙ্কা। ৮ বলের ওভারে ৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।

06 Sep 2022, 07:22:48 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিত আসালঙ্কা, দনুষ্কা গুণতিলকে, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, অসিথা ফার্নান্ডো ও দিলশান মদুশঙ্কা।

06 Sep 2022, 07:13:09 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র সিং।

06 Sep 2022, 07:11:12 PM IST

দলে ফিরলেন অশ্বিন

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে ভারত প্রথম একাদশে ১টি বদল করে। টিম ইন্ডিয়া দলে ফেরায় রবিচন্দ্রন অশ্বিনকে। পাকিস্তানের বিরুদ্ধে ভালো বল করেও রিজার্ভ বেঞ্চে চলে যেতে হয় রবি বিষ্ণোইকে।

06 Sep 2022, 07:01:28 PM IST

ফের টস হারল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে হয়েছিল ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টস হারল ভারত। টস জিতে প্রত্যাশা মতোই দাসুন শানাকা ভারতকে শুরুতে ব্যাট করতে ডাকেন। সুতরাং,  

06 Sep 2022, 06:40:30 PM IST

অশ্বিনকে দলে চাইছেন গম্ভীররা

ম্যাচের আগে স্টার স্পোর্টসের আলোচনায় রবি শাস্ত্রী ও গৌতম গম্ভীর দু'জনেরই দাবি, রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো উচিত টিম ইন্ডিয়ার। উল্লেখয়োগ্য বিষয় হল, দুই প্রাক্তন তারকাই চাইছেন অশ্বিনকে যুজবেন্দ্র চাহালের জায়গায় খেলানো হোক।

06 Sep 2022, 06:26:27 PM IST

চেনা পিচে খেলতে নামছে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে সুপার ফোরের ম্যাচ হারতে হয়েছিল, সেই পিচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ব্যবহৃত পিচ বলে তুলনায় শুকনো দেখাচ্ছে বাইশগজকে। তবে এটা নিশ্চিত যে, স্কোরবোর্ড রান উঠবে বিস্তর। এই পিচে খেলা হওয়ার অর্থ, স্কোয়ারে একদিকের বাউন্ডারি ৬৬ মিটারের এবং অপর দিকের বাউন্ডারি ৭৬ মিটারের।

06 Sep 2022, 06:05:02 PM IST

ফিল্ডিংয় জোর দাও, রোহিতদের পরামর্শ প্রাক্তন কোচের

পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে অর্শদীপ সিংয়ের ক্যাচ মিসের মাশুল দিতে হয় টিম ইন্ডিয়াকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্য়াচে ভারতীয় দলকে ফিল্ডিংয়ে জোর দেওয়ার পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

06 Sep 2022, 05:43:44 PM IST

প্রথম একাদশে রদবদল করতে পারে ভারত

পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে অন্তত একজোড়া রদবদল করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল নামাতে পারে ভারত।বিস্তারিত পড়ুন:- India Probable XI against SL in Asia Cup: হারলেই বিদায়, এশিয়া কাপে ডু-অর-ডাই ম্যাচে ভারত কোন ১১ জনকে মাঠে নামাবে?

06 Sep 2022, 05:27:55 PM IST

চোখ রাখুন পয়েন্ট টেবিলে

১. শ্রীলঙ্কা: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.৫৮৯)।
২. পাকিস্তান: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট +০.১২৬)।
৩. ভারত: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.১২৬)।
৪. আফগানিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট -০.৫৮৯)।

06 Sep 2022, 05:26:35 PM IST

সুবিধাজনক জায়গায় শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে তারা। স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কিছুটা খোলা মনেই মাঠে নামতে পারবেন দাসুন শানাকারা।

06 Sep 2022, 05:08:58 PM IST

কার্যত ডু-অর-ডাই ম্যাচ ভারতের

পাকিস্তানের কাছে সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেই চলতি এশিয়া কাপে বেকায়দায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত রোহিত শর্মাদের। খাতায়-কলমে ভারতের জন্য একটা রাস্তা খোলা থাকবে বটে, তবে তার জন্য নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় তুলে নেওয়ার পাশাপাশি পাকিস্তানের জোড়া হারের মুখ চেয়ে বসে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। সেই সম্ভাবনা অবশ্য নিতান্ত ক্ষীণ। সুতরাং, বলাই যায় যে, শ্রীলঙ্কা ম্যাচটি ভারতের জন্য মরণ-বাঁচন ম্যাচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিমান বসুর পর এবার প্রচারে বেরিয়ে সাতসকালে শশী পাঁজার বাড়ি তাপস রায় আমি চিরকৃতজ্ঞ থাকব...হঠাৎ আবার কাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন করণ জোহর? ইউজিসি ২০২৪ জুনের পরীক্ষার ফর্ম প্রকাশ্যে! রইল লিঙ্ক, আবেদন জমার শেষ তারিখ কলেজে ভরতির পরীক্ষা ও NET-র নিয়ম পালটে যাচ্ছে! নম্বর যোগ হবে নয়া উপায়ে, কীভাবে? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ ISL-এ ‘বুড়ো’ স্ট্রাইকার নয়, মাত্র ৩ বিদেশির কাছে নয়া চুক্তিপত্র পাঠাল মহমেডান বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ২ দিনে দাম কমল ১৯০০, আজ কলকাতায় কততে বিকোচ্ছে ২২ ক্যারেট সোনা? বুধে কমল দাম, কলকাতা থেকে সস্তায় পেট্রোল বিকোচ্ছে বাংলার এই সব জেলায়

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.