বাংলা নিউজ > ময়দান > ‘কমেডি অফ এররস’, পিচের একই দিকে শামি-জাদেজা, তাও রানআউট করতে ব্যর্থ শ্রীলঙ্কা!

‘কমেডি অফ এররস’, পিচের একই দিকে শামি-জাদেজা, তাও রানআউট করতে ব্যর্থ শ্রীলঙ্কা!

পিচের একই দিকে শামি-জাদেজা, তাও রানআউট করতে ব্যর্থ শ্রীলঙ্কা! (ছবি টুইটার)

পিচের একই দিকে শামি-জাদেজা, তাও রানআউট করতে ব্যর্থ শ্রীলঙ্কার বোলার বিশ্বা ফারনান্ডো! দেখুন সেই হাস্যকর ঘটনার ভিডিয়ো…

চণ্ডীগড়ের মোহালিতে অবস্থিত পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে চলছে ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ব্যাট হাতে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। এরই মাঝে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে একটি হাস্যকর ঘটনা ঘটে মাঠে। পিচে একই দিকে দুই ব্যাটার থাকা সত্ত্বেও রানআউট করতে ব্যর্থ হন শ্রীলঙ্কার বোলার বিশ্বা ফারনান্ডো!

ক্রিজে তখন ভারতের হয়ে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামি। রবীন্দ্র জাদেজা মিডউইকেটের দিকে একটি শট খেলে দুই রানের ‘কল’ করেন। তবে প্রথম রানের পর তিনি বুঝতে পারেন দ্বিতীয রান সম্ভব নয়। শামিকে তিনি ‘না’ বলতে বলতেই অবশ্য শামি পিচের মাঝে চলে এসেছেন। কোনও উপায় না দেখে হাল ছেড়ে দেন শামি। নন স্ট্রাইকার এন্ডে থাকা জাদেজার কাছে এসে প্রায় দাঁড়িয়ে পড়েন। তখন আউটফিল্ড থেকে আসা বল ধরেন নন স্ট্রাইকার এন্ডে থাকা বোলার বিশ্বা ফারনান্ডো। তিনি সেখানেই উইকেন ভাঙেন। তবে পিছনে তাকিয়ে দেখেন যে ব্যাটার ক্রিজেই আছেন। হতাশ হয়ে তাঁর হাত থেকে ছুটে যায় বল। তিনি খেয়ালই করেননি যে শামিও তাঁর এন্ডেই এসে পড়েছেন। ততক্ষণে শামি আবার পিছন দিকে দৌড় লাগিয়েছেন।

এই সময় শ্রীলঙ্কার ইউকেটরক্ষক নিরশন ডিকওয়েলা বারংবার বল চাইতে থাকেন বিশ্বার কাছ থেকে। তবে ডিকওয়েলার চিত্কার কোনও কাজে দেয়নি। হতাশ বিশ্বা যতক্ষণে বুঝলেন, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। এই ঘটনার পর জাদেজা ও শামি হাসাহাসি করলেও শ্রীলঙ্কার খেলোযাড়দের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট দেখা যায়।

বন্ধ করুন