ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৩৪ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পথে বাবর আজমকে পিছনে ফেলে দেন শুভমন গিল। কেরিয়ারের প্রথম ২৬টি ওয়ান ডে ইনিংসে সব থেকে বেশি রান (১৩৫২) করার নিরিখে পাক দলনায়ককে (১৩২২) টপকে যান গিল। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পথে আরও এক পাক তারকার বিশ্বরেকর্ড ভেঙে দেন শুভমন।
ত্রিনিদাদে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ৮টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করেন। শেষমেশ ১১টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন গিল। এমন দুর্দান্ত ইনিংস খেলার পথে ইমাম উল হকের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন গিল। কেরিয়ারের প্রথম ২৭টি ওয়ান ইনিংসে সব থেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়েন শুভমন।
ওয়ান ডে কেরিয়ারের প্রথম ২৭টি ইনিংসে ব্যাট করে গিল ৪টি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ সাকুল্যে ১৪৩৭ রান সংগ্রহ করেছেন। বিশ্বের আর কোনও ব্যাটসম্যান ওয়ান ডে কেরিয়ারের প্রথম ২৭টি ইনিংসে ব্যাট করে ১৪০০ রানের গণ্ডি টপকাতে পারেননি।
আগের রেকর্ড ছিল ইমামের নামে। তিনি কেরিয়ারের প্রথম ২৭টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ১৩৮১ রান সংগ্রহ করেন। পাক তারকা আপাতত তালিকার দ্বিতীয় স্থানে পিছিয়ে যান। শীর্ষে উঠে আসেন শুভমন।
কেরিয়ারের প্রথম ২৭টি ওয়ান ডে ইনিংসে সব থেকে বেশি রান:-
১. শুভমন গিল- ১৪৩৭ রান
২. ইমাম উল হক- ১৩৮১ রান
৩. রাসি ভ্যান ডার দাসেন- ১৩৫৩ রান
৪. রায়ান টেন দুশখাতে- ১৩৫৩ রান
৫. জোনাথন ট্রট- ১৩৪২ রান
৬. বাবর আজম- ১৩৩০ রান
৭. হাসিম আমলা- ১৩২৬ রান
৮. ফখর জামান- ১৩০০ রান
গিল সেঞ্চুরি করতে পারলে শিখর ধাওয়ানের দুর্দান্ত একটি রেকর্ড ভেঙে দিতেন। ভারতীয়দের মধ্যে সব থেকে কম ইনিংসে ৫টি ওয়ান ডে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে গব্বরের। তিনি ২৮টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫টি ওয়ান ডে শতরান করেন। মাত্র ১৫ রানের জন্য ধাওয়ানের সেই রেকর্ড ছিনিয়ে নেওয়া সম্ভব হল না গিলের পক্ষে।
পরের ওয়ান ডে ম্যাচে গিল যদি শূন্য রানেও আউট হন, তবে ২৮টি ইনিংসের পরে সব থেকে বেশি ওয়ান ডে রানের বিশ্বরেকর্ড লেখা থাকবে তাঁর নামেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।