বাংলা নিউজ > ময়দান > India vs West Indies: জেনে নিন কতজন দর্শক ইডেনে বসে খেলা দেখার সুযোগ পাবেন!

India vs West Indies: জেনে নিন কতজন দর্শক ইডেনে বসে খেলা দেখার সুযোগ পাবেন!

ইডেন গার্ডেনস

প্রথম ম্যাচে দু থেকে তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে তাঁরা কেউই সাধারণ দর্শক নন।

আমদাবাদে অনুষ্ঠিত হওয়া একদিনের সিরিজ ৩-০ জিতেছে ভারত। এবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে দু থেকে তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে তাঁরা কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবি-র অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাই খেলা দেখার সুযোগ পাবেন। 

সাধারণ দর্শকদের প্রবেশের অনুমতি চেয়ে বোর্ডের কাছে কিছু দিন আগেই আবেদন করেছিল সিএবি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ২-৩ হাজার কমপ্লিমেন্টারি টিকিট পাওয়া দর্শকরাই খেলা দেখতে পারবেন। তারই ব্যবস্থা করছে সিএবি। বাকি দু’টি ম্যাচে যাতে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি পাওয়া যায় তার জন্য সিএবি চেষ্টা চালাচ্ছে। অনুরোধ করা হয়েছে বিসিসিআই-কে।

প্রথম ম্যাচে খেলা দেখার জন্য যে দর্শকদের ইডেনে প্রবেশাধিকার দেওয়া হয়েছে তারা ইডেনের আপার টায়ার এবং হসপিটালিটি বক্সে বসেই খেলা দেখতে পারবেন। সে জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে সিএবি। করোনার কথা মাথায় রেখে তাঁদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হবে। ইডেনে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ফলে বলা যেতেই পারে ইডেনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২-৩ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারেন। এবার বাকি দুই ম্যাচের কথা ভাবছে সিএবি ও বিসিসিআই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন