এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত। এই অবস্থায় ফ্লোরিডার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছিল। স্বাভাবিকভাবেই আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটে। শেষমেশ পঞ্চম ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ পকেটে পোরে ভারত।
সিরিজ সেরা অর্শদীপ
অত্যন্ত কৃপণ বোলিং করার পাশাপাশি ৭টি উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অর্শদীপ সিং।
ম্যাচের সেরা অক্ষর
১৫ রানের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অক্ষর প্যাটেল।
ভারত ৮৮ রানে জয়ী
ভারতের ৭ উইকেটে ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানে অল-আউট হয়ে যায়। ৮৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৪-১ ব্যাবধানে টি-২০ সিরিজ জেতেন রোহিত শর্মারা। ভারতের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজকে হারালেও কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দল প্রায় জিততে জিততে হেরে বসে। ফলে তাদের রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিস্তারিত পড়ুন:- IND vs AUS Final: ব্যর্থ হরমনপ্রীতের লড়াই, জেতা ম্যাচ হেরে সোনা হাতছাড়া ভারতের
ম্যাককয় আউট
১৫.৪ ওভারে বিষ্ণোইয়ের বলে হুডার হাতে ধরা পড়েন ম্যাককয়। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বিষ্ণোই ১৬ রানে ৪ উইকেট নেন। ১২ রানে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ। ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন অক্ষর।
হেতমায়ের আউট
১৫.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে আইয়ারের হাতে ধরা পড়েন হেতমায়ের। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন হেতমায়ের। ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওবেদ ম্যাককয়।
হাফ-সেঞ্চুরি হেতমায়েরের
৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে হাফ-সেঞ্চুরি করেন হেতমায়ের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি তাঁর দ্রুততম অর্ধশতরান। ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ৯৫ রান। হেতমায়ের ৫১ রানে ব্যাট করছেন।
স্মিথ আউট
১২.৪ ওভারে কুলদীপের বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন ওডিন স্মিথ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ালশ।
ড্রেকস আউট
১২.১ ওভারে কুলদীপের বলে বোল্ড হলেন ড্রেকস। ২ বলে ১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওডিন স্মিথ।
কীমো পল আউট
১১.৪ ওভারে রবির বলে এলবিডব্লিউ হন কীমো পল। ১ বল খেলে খাতা খুলতে পারেননি পল। ওয়েস্ট ইন্ডিজ ৮৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্রেকস।
পাওয়েলকে ফেরালেন বিষ্ণোই
১১.৩ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হন পাওয়েল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৯ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৮৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কীমো পল।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১২৬
জয়ের জন্য শেষ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১২৬ রান। তারা প্রথম ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করছে। হেতমায়ের ৩২ রানে ব্যাট করছেন।
নিকোলাস পুরান আউট
৭.৫ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন পুরান। ৬ বলে ৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫০ রােন ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।
থমাসকে ফেরালেন অক্ষর
ব্রুকসকে আউট করার পরে একই ওভারের শেষ বলে ডেভন থমাসকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১০ রান করেন থমাস। ব্যাট করতে নামেন পুরান। ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৩৩ রান।
অক্ষরের দ্বিতীয় শিকার ব্রুকস
৪.২ ওভারে অক্ষরের বলে ব্রুকসকে স্টাম্প আউট করেন দীনেশ কার্তিক। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন ব্রুকস। ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামরন হেতমায়ের।
সতর্ক শুরু ওয়েস্ট ইন্ডিজের
৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ২০ রান। ১০ বলে ১০ রান করেছেন ডেভন থমাস। ১১ বলে ৯ রান করেছেন ব্রুকস।
হোল্ডারকে ফেরালেন অক্ষর
প্রথম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় হোল্ডারকে। ওয়েস্ট ইন্ডিজ খাতা খোলার আগেই ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভন থমাস। প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট নেন অক্ষর।
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করা শুরু
শামারহ ব্রুকসকে নিয়ে ওপেন করতে নামেন জেসন হোল্ডার। ভারতের হয়ে বোলিং শুরু করেন অক্ষর প্যাটেল।
ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৮৯ রান
নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৮৯ রান। আবেশ ১ রানে নট-আউট থাকেন। কোনও বল খেলার সুযোগ পাননি কুলদীপ। স্মিথ ৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
স্মিথের তৃতীয় শিকার অক্ষর
১৯.৪ ওভারে স্মিথের বলে পুরানের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৯ রান করেন তিনি। ভারত ১৮৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবেশ খান।
রান-আউট হার্দিক
১৯.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৮ রান করেন তিনি। ভারত ১৮১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
হোল্ডারের ওভারে ১৯ রান
১৯তম ওভারে জেসন হোল্ডারের বলে ২টি ছয় ও ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮১ রান। হার্দিক ১৬ বলে ২৮ রান করেছেন।
কার্তিককে ফেরালেন স্মিথ
১৭.২ ওভারে স্মিথের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করেন কার্তিক। ভারত ১৫৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৮ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬২ রান।
স্যামসন আউট
১৫.২ ওভারে স্মিথের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। ২টি বাউন্ডারির সহায্যে ১১ বলে ১৫ রান করেন তিনি। ভারত ১৪২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৭ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। ৮ বলে ১২ রান করেছেন কার্তিক। ৭ বলে ৮ রান করেছেন পান্ডিয়া।
বজ্রবিদ্যুতের জন্য় ম্যাচ সাময়িকভাবে বন্ধ
আবহাওয়া নিতান্ত মন্দ নয়। তবে আশেপাশে বাজ পড়ার জন্য ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ভারত ১৪.৩ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান তুলেছে।
শ্রেয়সকে ফেরালেন হোল্ডার
১২.৬ ওভারে জেসন হোল্ডারের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৪ রান করে মাঠ ছাড়েন আইয়ার। ভারত ১২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।
দীপক হুডা আউট
১১.৪ ওভালে ওয়ালশের বলে ব্রুকসের হাতে ধরা পড়েন দীপক হুডা। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলে মাঠ ছাড়েন হুডা। ভারত ১১৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ১২ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১১৬ রান।
১০০ টপকাল ভারত
১১তম ওভারে ওবেদ ম্যাককয়ের প্রথম ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন দীপক হুডা। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে চার মারেন শ্রেয়স আইয়ার। পঞ্চম বলে ১ রান নেন আইয়ার। শেষ বলে ১ রান নেন হুডা। ওভারে মোট ১৭ রান ওঠে। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১১২ রান। শ্রেয়স ৩২ বলে ৫৭ রান করেছেন। হুডা ২৩ বলে ৩৭ রান করেছেন।
হাফ-সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। ১০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৯৫ রান। আইয়ার ৫২ ও হুডা ২৫ রানে ব্যাট করছেন।
ছক্কার ঝড় শ্রেয়সদের ব্যাটে
৬.১ ওভারে ওয়ালশকে চার মারেন শ্রেয়স। অষ্টম ওভারের শেষ ২টি বলে তিনি ওডিন স্নিথকে পরপর ছক্কা হাঁকান। ৮.১ ওভারে ওয়ালশকে ছয় মারেন দীপক হুডা। ভারত ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান সংগ্রহ করে। ২৭ বলে ৪৬ রান করেছেন শ্রেয়স। ১৬ বলে ২৩ রান করেছেন দীপক হুডা। শ্রেয়স ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। হুডা ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
৫০ টপকাল ভারত
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ২৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। ৮ বলে ১১ রান করেছেন দীপক হুডা। শ্রেয়স ৪টি ও হুডা ২টি চার মেরেছেন।
ইশান কিষাণ আউট
৪.৩ ওভারে ড্রেকসের বলে পুরানের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯ রান। শ্রেয়স ২৩ রানে ব্যাট করছেন।
আত্মবিশ্বাসী দেখাচ্ছে শ্রেয়সকে
৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। শ্রেয়স ৩টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৪ রান করেছেন। ৯ বলে ১০ রান করেছেন ইশান। তিনি ১টি চার মেরেছেন।
ম্যাচ শুরু, ওপেনে শ্রেয়স-ইশান
ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ভারতের হয়ে ওপেন করতে নামেন শ্রেয়স আইয়ার। বোলিং শুরু করেন জেসন হোল্ডার। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা কোলেন ইশান। পঞ্চম বলে চার মারেন শ্রেয়স। প্রথম ওভারে ৫ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
শামারহ ব্রুকস, শিমরন হেতমায়ের, ডমিনিক ড্রেকস, হেডেন ওয়ালশ, ডেভন থমাস (উইকেটকিপার), নিকোলাস পুরান (ক্যাপ্টেন), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, কীমো পল ও ওডিন স্মিথ।
ভারতের প্রথম একাদশ
হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), দীপক হুডা, আবেশ খান, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং।
প্রথম একাদশে ৪টি বদল ভারতের
ভারত নিয়ম রক্ষার শেষ ম্য়াচে তাদের প্রথম একাদশে চারটি বদল করে। বিশ্রামে যান রোহিত শর্মা, ঋষভ পন্ত, ভুবনেশ্বর কুমার ও সূর্যকুমার যাদব। বদলে দলে ঢোকেন হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার ও কুলদীপ যাদব।
টস জিতল ভারত, নেতৃত্বে পান্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে নামেন হার্দিক পান্ডিয়া। টস জেতে ভারত। টস জিতে হার্দিক শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ফ্লোরিডায় রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ টি-২০ ম্যাচের ফলাফল
ফ্লোরিডায় চতুর্থ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। পন্ত ৪৪ ও রোহিত ৩৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩২ রানে অল-আউট হয়ে যায়। ৩টি উইকেট নেন অর্শদীপ। ভারত ৫৯ রানে ম্যাচ জেতে। ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আবেশ খান।
তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
তৃতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। ৭৩ রান করেন কাইল মায়ের্স। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৬ রান করেন সূর্যকুমার যাদব। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তবে ওবেদ ম্যাককয়ের আগুনে বোলিংয়ের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত ১৯.৪ ওভারে ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময় ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ওবেদ।
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৬৪ ও দীনেশ কার্তিক অপরাজিত ৪১ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১২২ রানে আটকে যায়। ৬৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা হন কার্তিক।