টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারলেও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ৫ ম্যাচের দীর্ঘ সিরিজে ঘুরে দাঁড়ানোর পর্যাপ্ত সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। তবে ফের একই ভুলের পুনরাবৃত্তি করে ম্যাচ হেরে বিপদে পড়লেন হার্দিক পান্ডিয়ারা। প্রথম ম্যাচে ভারতের বোলিং মন্দ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মতো টি-২০ বিশেষজ্ঞ দলকে তাদের ডেরায় দেড়শো রানের কমে আটকে রাখা নিঃসন্দেহে কৃতিত্বের। তবে ব্যাটসম্যানরা প্রত্যাশা মতো পারফর্ম্যান্স উপহার দিতে পারেননি। অভিষেককারী তিলক বর্মা ছাড়া প্রথম ম্য়াচে ভারতের আর কোনও ব্যাটারকেই প্রভাবশালী দেখায়নি। ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। সেই ব্যাটসম্যানদের জন্যই দ্বিতীয় ম্যাচেও হারতে হয় ভারতকে। উল্লেখযোগ্য বিষয় হল, ফের ভারতের হয়ে ব্যাট হাতে একা লড়াই চালান নবাগত তিলক বর্মা।
ম্যাচের সেরা পুরান
৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিকোলাস পুরান।
উত্তেজক জয় ওয়েস্ট ইন্ডিজের
ভারতের ৭ উইকেটে ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।আকিল হোসেন। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১০ রান করে নট-আউট থাকেন আলজারি জোসেফ। মুকেশ ৩.৫ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। চাহাল ৩ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। হার্দিক ম্যাচের মোড় ঘোরানো চাহালকে সম্ভবত শেষ ওভারের জন্য তুলে রেখেছিলেন। তাঁর ১ ওভার ব্যবহারই করতে পারেনি ভারত। এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ তিনটি ম্যাচ ডু অর ডাই হয়ে দাঁড়ায় ভারতের কাছে।
২ ওভারে ১২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
১৮তম ওভারে ৯ রান খরচ করেন আর্শদীপ সিং। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ১৪১ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ১২ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ৯ রানে ব্যাট করছেন আকিল হোসেন। আর্শদীপ ৪ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
৩ ওভারে ২১ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
১৭তম ওভারে মাত্র ২ রান খরচ করেন মুকেশ কুমার। বাড়তি ১ রান আসে লেগ-বাই হিসেবে। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। মুকেশ ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
শিমরন হেতমায়ের আউট
একই ওভারে ৩টি উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ১৫.৬ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হেতমায়ের। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ২২ রান করে মাঠ ছাড়েন শিমরন। ওয়েস্ট ইন্ডিজ ১২৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। ৪ ওভারে ২৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। চাহাল ৩ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
জেসন হোল্ডার আউট
১৫.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে জেসন হোল্ডারকে স্টাম্প-আউট করেন ইশান কিষান। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ ১২৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকিল হোসেন।
রান-আউট শেফার্ড
১৫.১ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হয়ে মাঠ ছাড়েন রোমারিও শেফার্ড। কোনও বল খেলার আগেই মাঠ ছাড়তে হয় রোমারিওকে। ১২৮ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার।
৫ ওভারে ২৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
১৫তম ওভারে মাত্র ১ রান খরচ করেন রবি বিষ্ণোই। ১৫ ওভার শেষ ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১২৭ রান। হেতমায়ের ২১ রানে ব্যাট করছেন। বিষ্ণোই ৪ ওভারে ৩১ রান খরচ করেছেন। উইকেট পাননি তিনি। জয়ের জন্য ৫ ওভারে ২৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
পুরানকে ফেরালেন মুকেশ
১৩.৬ ওভারে মুকেশ কুমারের বলে সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৭ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড। মুকেশ ২ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য ৬ ওভারে ২৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
আর্শদীপকে ছক্কা হেতমায়েরের
১৩তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি ছক্কা মারেন শিমরন হেতমায়ের। ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। পুরান ৬০ ও হেতমায়ের ১৮ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ওয়েস্ট ইন্ডিজ। হার্দিকের বলে ১টি চার মারেন হেতমায়ের। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। পুরান ৫৮ ও হেতমায়ের ৯ রানে ব্যাট করছেন। হার্দিক ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
বিষ্ণোইকে ছক্কা পুরানের
১১তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি ছক্কা মারেন নিকোলাস পুরান। ওভারে ৮ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৯৯ রান। ৫৭ রানে ব্যাট করছেন পুরান। ৩ রান করেছেন হেতমায়ের। ১০.৪ ওভারে বিষ্ণোইয়ের বলে স্লিপে গিলের হাতে ধরা পড়তে পড়তে বাঁচেন হেতমায়ের। বল গিলের হাত পর্যন্ত পৌঁছয়নি।
হাফ-সেঞ্চুরি পুরানের, পাওয়েল আউট
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন নিকোলাস পুরান। ৯.৫ ওভারে হার্দিকের বলে মুকেশ কুমারের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন রোভম্যান পাওয়েল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২১ রান করে মাঠ ছাড়েন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৯১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৬২ রান। হার্দিক ৩ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
চাহালকে ছক্কা হাঁকালেন পাওয়েল
নবম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ১টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৮২ রান। পুরান ৪৯ ও পাওয়েল ১৫ রানে ব্যাট করছেন।
ভারত রিভিউ না নেওয়ায় বাঁচলেন পাওয়েল
অষ্টম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রবি বিষ্ণোই। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৭২ রান। পুরান ৪৮ রানে ব্যাট করছেন। পাওয়েল ব্যাট করছেন ৬ রানে। ওভারের দ্বিতীয় বলে পাওয়েলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানিয়েছিলেন বিষ্ণোই। তবে আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নেয়নি। রিভিউ নিলে পাওয়েলকে আউট হয়ে মাঠ ছাড়তে হতো।
পাওয়েলকে স্টাম্পের সুযোগ হাতছাড়া ইশানের
সপ্তম ওভারের শুরুতেই চাহালের ওয়াইড বলে পাওয়েলকে স্টাম্প-আউট করার সুযোগ ছিল ইশানের সামনে। তবে ক্রিজ থেকে যখন পা তোলেন রোভম্যান, ঠিক সেই সময়ে বেল ফেলতে পারেননি কিষান। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ৪৬ রানে ব্যাট করছেন পুরান।
বিষ্ণোইয়ের ওভারে ১৮ রান
ষষ্ঠ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে মোট ১৮ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬১ রান। ২২ বলে ৪২ রান করেছেন পুরান। মেরেছেন ৬টি চার ও ২টি ছক্কা।
মুকেশকে জোড়া বাউন্ডারিতে স্বাগত পুরানের
পঞ্চম ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। তাঁর ওভারে ২টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৪৩ রান। পুরান ২৪ রানে ব্যাট করছেন।
মায়ের্সকে ফেরালেন আর্শদীপ
চতুর্থ ওভারে আর্শদীপের দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে ১টি চার ও ১টি ছক্কা মারেন কাইল মায়ের্স। ৩.৪ ওভারে আর্শদীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মায়ের্স। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন কাইল। ওয়েস্ট ইন্ডিজ ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৩৩ রান। আর্শদীপ ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
হার্দিকের ওভারে ১৭ রান
তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নিকোলাস পুরান। ১টি চার মারেন কাইল মায়ের্স। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ২১ রান। পুরান ১৪ ও মায়ের্স ৫ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
রিভিউ নিয়ে বাঁচলেন পুরান
১.২ ওভারে আর্শদীপের বলে পুরানকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবিয়ান তারকা। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৪ রান।
চার্লসকে ফেরালেন হার্দিক
প্রথম ওভারেই একজোড়া উইকেট তুলে নিলেন হার্দিক। প্রথম ওভারের চতুর্থ বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন জনসন চার্লস। ৩ বলে ২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ২ রান।
প্রথম বলেই কিংকে ফেরালেন হার্দিক
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং ও কাইল মায়ের্স। ভারতের হয়ে বোলিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের প্রথম বলেই সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন কিং। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন কিং। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন জনসন চার্লস।
দেড়শো টপকে থামল ভারত
শেষ ওভারে শেফার্ডের বলে ১টি চার মারেন আর্শদীপ। ১টি ছক্কা মারেন রবি বিষ্ণোই। শেষ ওভারে ১টি উইকেট পড়লেও ১৩ রান ওঠে। টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। ৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ। ৪ বলে ৮ রান করে নট-আউট থাকেন রবি। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৫৩ রান। শেফার্ড ৩ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ১ ওভারে ১২ রান খরচ করেও কোনও উইকেট পাননি মায়ের্স।
অক্ষরকে ফেরালেন শেফার্ড
১৯.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে নিকোলাস পুরানের দস্তানায় ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন অক্ষর। ভারত ১৩৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং।
ওবেদকে বাউন্ডারি অক্ষরের
১৯তম ওভারে ওবেদ ম্যাককয়ের বলে ১টি চার মারেন অক্ষর প্যাটেল। ওভারে মোট ১০ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৩৯ রান। অক্ষর ১৪ রানে ব্যাট করছেন। ওবেদ ৪ ওভারে ২৫ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
হার্দিক পান্ডিয়া আউট
১৭.৬ ওভারে আলজারি জোসেফের ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৪ রান করেন ভারত অধিনায়ক। ১২৯ রানে ৬ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামেন রবি বিষ্ণোই। জোসেফ ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
হোল্ডারের বোলিং কোটা শেষ
১৭তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন জেসন হোল্ডার। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১২০ রান। পান্ডিয়া ১৭ ও অক্ষর ৪ রানে ব্যাট করছেন। হোল্ডার ৪ ওভারে ২৯ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
তিলক বর্মা আউট
১৫.৫ ওভারে আকিল হোসেনের বলে ওবেদ ম্যাককয়ের হাতে ধরা পড়েন তিলক বর্মা। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিলক। ভারত ১১৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১১৫ রান। হার্দিক ১৫ রানে ব্যাট করছেন। আকিল ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি তিলকের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিলক বর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তিলকের প্রথম অর্ধশতরান। ওভারে ম্যাককয়ের বলে ১টি ছক্কা মারেন তিলক। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ৫০ রানে ব্যাট করছেন তিলক। ৮ রান করেছেন হার্দিক।
আকিলকে বাউন্ডারি তিলকের
১৪তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে মোট ৯ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। ৪০ রানে ব্যাট করছেন তিলক। ৭ রান করেছেন হার্দিক।
জীবনদান পেলেন তিলক
১২.৩ ওভারে জীবনদান পান তিলক বর্মা। জোসেফের বলে তিলকের ক্যাচ ছাড়েন ওবেদ ম্যাককয়। ওভারে মোট ৬ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৫ রান। তিলক ৩৩ রান করেছেন। ৫ রানে ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া।
সঞ্জু স্যামসন আউট
১১.২ ওভারে আকিল হোসেনের বলে সঞ্জু স্যামসনকে স্টাম্প-আউট করেন নিকোলাস পুরান। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে মাঠ ছাড়েন স্যামসন। ৭৬ রানে ৪ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৭৯ রান। তিলক ৩০ রানে ব্যাট করছেন।
হোল্ডারকে জোড়া বাউন্ডারি তিলকের
১১তম ওভারে জেসন হোল্ডারের বলে ২টি চার মারেন তিলক বর্মা। ওভারে মোট ১১ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৭৬ রান। তিলক ২৯ রানে ব্যাট করছেন। ৭ রান করেছেন স্যামসন।
ইশান কিষান আউট
৯.২ ওভারে রোমারিও শেফার্ডকে ছক্কা হাঁকান ইশান কিষান। ৯.৩ ওভারে শেফার্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৭ রান করেন ইশান। ভারত ৬০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৫ রান। তিলক ২০ ও সঞ্জু ৫ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল ভারত
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। জেসন হোল্ডারের ওভারে ৪ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৫৩ রান। ইশান ২১ তিলক ১৯ রানে ব্যাট করছেন।
মায়ের্সের ওভারে জোড়া বাউন্ডারি
অষ্টম ওভারে কাইল মায়ের্সের বলে স্কুপ শটে ১টি চার মারেন তিলক বর্মা। ১টি চার মারেন ইশান কিষান। ওভারে ১২ রান ওঠে। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৪৯ রান। ইশান ২০ ও তিলক ১৭ রানে ব্যাট করছেন।
শেফার্ডের ওভারে ৩ রান
সপ্তম ওভারে রোমারিও শেফার্ড মাত্র ৩ রান খরচ করেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৭ রান। ইশান কিষান ১৫ ও তিলক বর্মা ১১ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার মারেন ইশান কিষান। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৪ রান। ১৫ বলে ১৪ রান করেছেন ইশান। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। তিলক ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করেছেন।
হোল্ডারকে বাউন্ডারি তিলকের
৪.৪ ওভারে জেসন হোল্ডারের বলে দুর্দান্ত একটি চার মারেন তিলক বর্মা। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৮ রান। ইশান ৯ ও তিলক ৮ রানে ব্যাট করছেন।
সূর্যকুমার রান-আউট
৩.৩ ওভারে কাইল মায়ের্সের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ৩ বলে ১ রান করেন তিনি। ভারত ১৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১৯ রান।
ছক্কা হাঁকিয়েই আউট গিল
২.৪ ওভারে আলজারি জোসেফকে ছক্কা হাঁকান শুভমন গিল। ২.৫ ওভারে জোসেফের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন শুভমন। ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭ রান।
আকিলকে ছক্কায় স্বাগত ইশানের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আকিল হোসেন। প্রথম বলেই ছক্কা হাঁকান ইশান কিষান। দ্বিতীয় ওভারে ৮ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান। ইশান ৮ ও গিল ১ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন ওবেদ ম্য়াককয়। প্রথম বলেই সজোরে ব্যাট চালান ইশান। তবে বল পাওয়েলের হাতে চলে যায়। আর একটু হলেই ক্যাচ ধরে নিতেন রোভম্যান। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। ভারত প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
ছিটকে গেলেন কুলদীপ
দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় নেটে চোট পেয়েছেন কুলদীপ যাদব। তাই তিনি এই ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর জায়গায় প্লেয়িং ইলেভেনে ঢোকেন রবি বিষ্ণোই। এই ম্যাচেও ভারতের প্রথম একাদশে জায়গা হল না যশস্বী জসওয়ালের।
টস জিতলেন হার্দিক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গায়ানায় রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ।
মাইলস্টোন ম্যাচে হারতে হয়েছে ভারতকে
ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি ছিল টিম ইন্ডিয়ার ২০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। সুতরাং মাইলস্টোন ম্যাচে হারের মুখ দেখতে হয় ভারতকে। এখন দেখার যে ২০১তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারত জয় তুলে নিতে পারে কিনা।
শিকে ছিঁড়বে যশস্বীর ভাগ্যে?
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি যশস্বী জসওয়ালের। তবে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে টিম ইন্ডিয়া গায়ানায় মাঠে নামাতে পারে যশস্বীকে। ওয়াসিম জাফরের মতো প্রাক্তন তারকা সরাসরি যশস্বীকে মাঠে নামানোর হয়ে সওয়াল করেছেন। বিস্তারিত পড়ুন:- IND vs WI 2nd T20I: ‘যশস্বীকে খেলাও’, জয়ে ফিরতে হার্দিকদের কম্বিনেশন বদলের পরামর্শ টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূর্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।