ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সহজেই ৪-১ জিতল ভারত। যদিও ভারতীয় দলে ছিলেন না একাধিক তারকা। এই জয়ের পথেই তৈরি হল বেশ কিছু নজির। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।
1/6পঞ্চম ওডিআইতে ৮৮ রানে জিতেছিল ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এত রানে কখনো টি২০ ম্যাচ জেতেনি টিম ইন্ডিয়া। এর আগে লক্ষ্মৌতে ৭১ রানে ভারত জিতেছিল ২০১৮ সালে। (AFP)
2/6দল মাত্র ১০০ করেছে, কিন্তু তারমধ্যে কেউ একটা হাফ সেঞ্চুরি করেছে, পূর্ণ সদস্য দলগুলির এই নজির ছিল না। কিন্তু এবার তা হল সৌজন্যে শিমরন হেতমেয়ার। (AFP)
3/6এই বছর এই নিয়ে ১৬টি টি২০ জিতল ভারত, যেটা সর্বকালের রেকর্ড। এর আগে ১৫টি জিতেছিল ২০১৬ সালে (AFP)
4/6ওবেড ম্যাকয় এই সিরিজে নিয়েছেন মোট নয়টি উইকেট, যেটি রেকর্ড। এর আগে ভারতের বিরুদ্ধে একটি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল ক্রিস জর্ডনের। তিনি গত সিরিজে আটটি উইকেট নিয়েছিলেন। (AFP)
5/6প্রথমবার টি২০-তে ওপেন করেই কামাল শ্রেয়স আইয়ারের। করলেন ৬৪, যেটি একটি নতুন রেকর্ড। এর আগে তাঁরই শহরের রাহানে করেছিলেন ৬১ প্রথমবার ওপেন করতে গিয়ে। (AFP)
6/6ম্যাচের সেরা অক্ষর প্যাটেল। এই প্রথমবার স্পিনাররাই নিলেন দশটি উইকেট। অক্ষর, রবি ও কুলদীপ বিষ্ণোই এই রেকর্ড গড়লেন। (AFP)