খেলার মাঠে অনুরাগীদের কতরকম আবদার সামলাতে হয় তারকাদের। শুধু ক্রিকেট বা ফুলবলেই নয়, বরং সব ধরণের খেলাতেই কম-বেশি দেখা যায় এমন ছবি। অটোগ্রাফ ও ছবি তোলার বায়না তো রয়েছেই। সেই সঙ্গে জার্সি, টুপি, ব্যাট, গ্লাভসের মতো কিটস চেয়েও গ্যালারি থেকে অনুরোধ আসে খেলোয়াড়দের কাছে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময় হারারে স্পোর্টস ক্লাবে শিখর ধাওয়ানের উদ্দেশ্যে এমনই এক অনুরোধ উড়ে আসে। গ্যালারিতে এক ক্রিকেটপ্রেমীর হাতে একটি পোস্টার দেখা যায়, যাতে লেখা ছিল যে, ‘শিখর, আমি কি আপনার জার্সি পেতে পারি?’
সংশ্লিষ্ট দর্শকের দিকে ক্যামেরা ঘুরতেই সেই ছবি ফুটে ওঠে টেলিভিশনের পর্দায়। সাজঘরে বসে সতীর্থদের সঙ্গে টেলিভিশনে চোখ ছিল ধাওয়ানের। এমন অনুরোধ দেখা মাত্রই তিনি নিজের জার্সি খোলার উপক্রম করেন।
মজার বিষয় হল, ধাওয়ান তৃতীয় ম্যাচে নিজেই অন্যের জার্সি পরে ব্যাট করতে নামেন। ভারত টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন গব্বর। তবে মাঠে নামার পরেই ভারতের এক সাপোর্ট স্টাফকে টেপ দিয়ে ধাওয়ানের জার্সির পিঠে লেখা নামটিকে ঢেকে দিতে দেখা যায়। আসলে তিনি শার্দুল ঠাকুরের ৫৪ নম্বর জার্সি পরে খলেতে নেমেছিলেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন শিখর ধাওয়ান। তিনি তিন ম্যাচে ৭৭.০০ গড়ে ১৫৪ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ৭৬.২৩। গব্বরের ব্যক্তিগত ইনিংসগুলি যথাক্রমে অপরাজিত ৮১, ৩৩ ও ৪০ রানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।