বাংলা নিউজ > ময়দান > IND W U19 vs UAE W U19: ২২০ রান তাড়া করতে নেমে ৯৭ তুলল UAE, ১২২ রানে জিতল ভারত
সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে বড় স্কোর তুলল শেফালি বর্মারা (ছবি-টুইটার)

IND W U19 vs UAE W U19: ২২০ রান তাড়া করতে নেমে ৯৭ তুলল UAE, ১২২ রানে জিতল ভারত

১৯.৩ ওভারে লাবণ্যের উইকেট হারায় আমির শাহি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯৭/৫ রান তোলে UAE. ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে জয়ী হয় ভারত। এদিন সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে পাহাড় সমান রান তুলে ছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে রান তুলল ভারত। শেফালি বর্মা করলেন ৩৪ বলে ৭৮ রান, শ্বেতা সেহরাওয়াত ৪৯ বলে অপরাজিত ৭৪ রান করলেন। রিচা ঘোষ ১ রানের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন। ২৯ বলে ৪৯ করে আউট হন তিনি। তৃষা ৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান। সোনাই ৩ বলে ২ রান করে শ্বেতার সঙ্গে অপরাজিত থাকেন। ভারতের বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিল UAE. তবে সেই ঝড় প্রথম ওভারেই থেমে যায়। তবে আমির শাহির ব্যাটাররা ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাইছে। সামারিয়া ও লাবণ্য কেনি ব্যাট করেন। শেষে ৫৪ বলে ২৪ রান করে আউট হন লাবণ্য। এই জয়ের ফলে গ্রুপের দুটি ম্যাচে দুটিতে জিতে শীর্ষে রয়ে গেল শেফালি-রিচাদের ভারত। 

আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে UAE-র বিরুদ্ধে খেলতে নেমে ২১৯ রান করল ভারত। UAE তুলল ২০ ওভারে ৯৭/৫ রান। এই জয়ের ফলে গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল ভারত।

16 Jan 2023, 04:39:57 PM IST

২০ ওভারে UAE স্কোর ৯৭/৫

১৯.৩ ওভারে লবণ্যর উইকেট হারায় আমির শাহি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯৭/৫ রান তোলে UAE. ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে জয়ী হয় ভারত।   

16 Jan 2023, 04:34:04 PM IST

১৮ ওভারে UAE স্কোর ৮৩/৪

বড় জয়ের পথে শেফালি বর্মার টিম ইন্ডিয়া। গ্রুপ ডি-এর ম্যাচে নিজেদের এক নম্বর জায়গাটা ধরে রাখার দিকেই এগিয়ে চলেছে ভারত।

16 Jan 2023, 04:24:13 PM IST

চতুর্থ উইকেট হারাল UAE

১৬.২ ওভারে ৭৬ রানে চার উইকেট হারাল সংযুক্ত আরব আমির শাহি। মাহিকা গৌর ২৬ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলেন। 

16 Jan 2023, 04:17:49 PM IST

১৫ ওভারে UAE স্কোর ৭৩/৩

ম্যাচ প্রায় নিজেদের পকেটে তুলে নিয়েছে ভারত। ১৫ ওভার শেষে UAE স্কোর ৭৩/৩ রান। ৩০ বলে ১৪৭ রান দরকার আমির শাহির। 

16 Jan 2023, 04:04:38 PM IST

১১ ওভারে UAE স্কোর ৪৭/৩

৮.২ ওভারে ৪০/৩ রান করল সংযুক্ত আরব আমির শাহি। এই মুহূর্তে ৫৪ বলে UAE -র প্রয়োজন ১৭৩ রান। 

16 Jan 2023, 03:52:22 PM IST

৮ ওভারে UAE স্কোর ৪০/২

ম্যাচের রাশ পুরো ভারতের হাতে। ৫.২ ওভারে ৩৫/২ রান তোলে আরব আমির শাহি। ৮ ওভার শেষে UAE স্কোর ৪০/২ রান। সামাইরা ১৫ বলে ৯ রান করে তিতাস সাধুর বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

16 Jan 2023, 03:36:50 PM IST

৪ ওভারে UAE স্কোর ৩৩/১

ভারতের বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিল UAE. তবে সেই ঝড় প্রথম ওভারেই থেমে যায়। তবে আমির শাহির ব্যাটাররা ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাইছে।  সামারিয়া ও লবণ্য কেনি ব্যাট করছেন।

16 Jan 2023, 03:23:51 PM IST

১ ওভারে UAE স্কোর ১৭/১

ভালো শুরু করেও উইকেট হারিয়ে চাপের মুখে সংযুক্ত আরব আমির শাহি। UAE ক্যাপ্টেন ইনিংসের শুরুটা ভালো করলেও শেফালিরা ম্যাচর রাশ নিজেদের হাতে ধরে রেখেছেন।

16 Jan 2023, 03:22:07 PM IST

UAE- প্রথম উইকেটের পতন

ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৫ বল খেলেই আউট হলেন তীর্থা সাতিশ। ৫ বলে ১৬ রান করলেন তিনি। নিজের ইনিংসে প্রথম চার বল খেলেই চারটি চার মারেন তিনি। এর পরে শাবনামের বলে সৌমিয়া তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

16 Jan 2023, 03:07:44 PM IST

২০ ওভারে ভারতের স্কোর ২১৯/৩

আমির শাহির বিরুদ্ধে পাহাড় সমান রান তুলল ভারত। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে রান তুলল ভারত। শেফালি বর্মা করলেন ৩৪ বলে ৭৮ রান, শ্বেতা সেহরাওয়াত ৪৯ বলে অপরাজিত ৭৪ রান করলেন। রিচা ঘোষ ১ রানের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন। ২৯ বলে ৪৯ করে আউট হন তিনি। তৃষা ৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান। সোনাই ৩ বলে ২ রান করে শ্বেতার সঙ্গে অপরাজিত থাকেন।      

16 Jan 2023, 03:03:32 PM IST

আউট হলেন তৃষা

৫ বলে ১১ রান করে আউট হলেন তৃষা।

16 Jan 2023, 03:01:23 PM IST

রিচা ঘোষ আউট

১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন রিচা ঘোষ। ২৯ বলে ৪৯ রান করে আউট হলেন রিচা। ১৮.১ ওভারে ২০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

16 Jan 2023, 02:47:04 PM IST

১৬ ওভারে ভারতের স্কোর ১৭৫/১

৪১ বলে ৬২ রান করে খেলছেন শ্বেতা সেহরাওয়াত। রিচা ঘোষের সংগ্রহ ২১ বলে ৩৩ রান।

16 Jan 2023, 02:44:46 PM IST

অর্ধশতরান করলেন শ্বেতা সেহরাওয়াত

৩৩ বলে ৫২ রান করলেন শ্বেতা। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪/১ রান।

16 Jan 2023, 02:32:13 PM IST

১৩ ওভারে ভারতের স্কোর ১৪৬/১

শ্বেতা সেহরাওয়াত ৩০ বলে ৪৪ রান করেন এবং রিচা ঘোষ ১৩ বলে ১৮ রান করে খেলছেন। ভারতের স্ট্রাইক রেট ১১.২৩

16 Jan 2023, 02:18:51 PM IST

১০ ওভারে ভারতের স্কোর ১২৭/১

১০ ওভারে ভারত তুলল ১২৭/০ রান। শ্বেতা সেহরাওয়াত ৩১ বলে ৪৯ রান করেন এবং রিচা ঘোষ ৫ বলে ১২ রান করে খেলছেন। ১২.৭ স্ট্রাইক রেটে রান করছে ভারত।

16 Jan 2023, 02:09:55 PM IST

আউট শেফালি

৮.৩ ওভারে ১১১ রানের প্রথম উইকেট হারাল ভারত। ৩৪ বলে ৭৮ রান করে আউট হলেন শেফালি। ভারতের ক্যাপ্টেন এদিনের ইনিংসে ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন।

16 Jan 2023, 02:00:47 PM IST

সাত ওভারে ভারতের স্কোর ৮২/০

১১.৭১ স্ট্রাইক রেটে ৭ ওভারে ৮২ রান করল ভারত। মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শেফালি বর্মা।

16 Jan 2023, 01:58:32 PM IST

শেফালির অর্ধশতরান

মাত্র ২৬ বলে ৫৩ করে ফেললেন ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা।  নিজের এই ইনিংসে ১টি ছক্কা ও ১১টি চার মারেন তিনি। 

16 Jan 2023, 01:56:18 PM IST

ছয় ওভারে ভারতের স্কোর ৬৮/০

দারুণ শুরু করল ভারত। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৮ রান তুলল শেফালিরা। শ্বেতা সেহরাওয়াত ১১ বলে ১৯ রান করেছেন, শেফালি বর্মা ২৫ বলে করেছেন ৪৯ রান। 

16 Jan 2023, 01:54:12 PM IST

চতুর্থ ওভারে ভারতের স্কোর ৪৩/০

দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। ১৫ বলে শেফালি ৩০ রান করেছেন এবং ৯ বলে ১৩ রান করে ক্রিজে রয়েছেন শ্বেতা সেহরাওয়াত

16 Jan 2023, 01:45:54 PM IST

তৃতীয় ওভারে ভারতের স্কোর ৩০/০

শেফালি বর্মা ৯ বলে ১৭ রান করেছেন এবং শ্বেতা সেহরাওয়াত ৯ বলে ১৩ রান করেছেন।

16 Jan 2023, 01:38:42 PM IST

প্রথম ওভারে ভারতের স্কোর ১৪/০ 

ইন্ধুজা নন্দকুমার সংযুক্ত আরব আমির শাহির হয়ে কাজ শুরু করেন। ইন্ধুজা একটা লেংথ ডেলিভারি দিয়ে শুরু করেন। প্রথম ওভারে ভারতীয় ব্যাটাররা নিলেন ০,০,৪,০,৪,৪ রান। শ্বেতা সেহরাওয়াত রান নেন।

16 Jan 2023, 01:10:13 PM IST

দেখুন দুই দলের একাদশ

ভারত: শেফালি বর্মা (ক্যাপ্টেন), এস সেহরাওয়াত, জি ত্রিশা, আর ঘোষ (উইকেটরক্ষক), এস মেন্ধিয়া, টি সাধু, পি চোপড়া, এ দেবী, এস শাকিল, এইচ বসু, এম কাশ্যপUAE: তীর্থ সতীশ (ক্যাপ্টেন ও অধিনায়ক), বৈষ্ণবে মহেশ, সামাইরা ধরনিধারকা, লাবণ্য কেনি, রিনিতা রাজীথ, ইন্ধুজা নন্দকুমার, সিয়া গোখলে, মাহিকা গৌর, অবনি সুনীল পাতিল, অর্চরা সুপ্রিয়া, গীতিকা জ্যোতিষ

16 Jan 2023, 01:04:45 PM IST

টস জিতল সংযুক্ত আরব আমির শাহি

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমির শাহি। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।

16 Jan 2023, 12:44:51 PM IST

HT বাংলার লাইভে স্বাগত

আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কিছুক্ষণের মধ্যে UAE-র বিরুদ্ধে খেলতে নামবে ভারত। টেবিলের শীর্ষে থাকা UAE-এর বিরুদ্ধে জয়ের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে চাইবে ভারত। যারা বর্তমানে গ্রুপ ডি-তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সকলের দৃষ্টি থাকবে ওপেনার শ্বেতা সেহরাওয়াতের দিকে, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার দুরন্ত পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ৫৭ বলে ৯২ রান করেছিলেন তিনি। অধিনায়ক শেফালি সহ ওপেনার হিসাবে, উইমেন ইন ব্লু আবারও একটি বড় জুটির প্রত্যাশা করবে গোটা ভারতীয় ক্রিকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.