আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে UAE-র বিরুদ্ধে খেলতে নেমে ২১৯ রান করল ভারত। UAE তুলল ২০ ওভারে ৯৭/৫ রান। এই জয়ের ফলে গ্রুপে নিজেদের অবস্থান মজবুত করল ভারত।
২০ ওভারে UAE স্কোর ৯৭/৫
১৯.৩ ওভারে লবণ্যর উইকেট হারায় আমির শাহি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯৭/৫ রান তোলে UAE. ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২২ রানে জয়ী হয় ভারত।
১৮ ওভারে UAE স্কোর ৮৩/৪
বড় জয়ের পথে শেফালি বর্মার টিম ইন্ডিয়া। গ্রুপ ডি-এর ম্যাচে নিজেদের এক নম্বর জায়গাটা ধরে রাখার দিকেই এগিয়ে চলেছে ভারত।
চতুর্থ উইকেট হারাল UAE
১৬.২ ওভারে ৭৬ রানে চার উইকেট হারাল সংযুক্ত আরব আমির শাহি। মাহিকা গৌর ২৬ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলেন।
১৫ ওভারে UAE স্কোর ৭৩/৩
ম্যাচ প্রায় নিজেদের পকেটে তুলে নিয়েছে ভারত। ১৫ ওভার শেষে UAE স্কোর ৭৩/৩ রান। ৩০ বলে ১৪৭ রান দরকার আমির শাহির।
১১ ওভারে UAE স্কোর ৪৭/৩
৮.২ ওভারে ৪০/৩ রান করল সংযুক্ত আরব আমির শাহি। এই মুহূর্তে ৫৪ বলে UAE -র প্রয়োজন ১৭৩ রান।
৮ ওভারে UAE স্কোর ৪০/২
ম্যাচের রাশ পুরো ভারতের হাতে। ৫.২ ওভারে ৩৫/২ রান তোলে আরব আমির শাহি। ৮ ওভার শেষে UAE স্কোর ৪০/২ রান। সামাইরা ১৫ বলে ৯ রান করে তিতাস সাধুর বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
৪ ওভারে UAE স্কোর ৩৩/১
ভারতের বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিল UAE. তবে সেই ঝড় প্রথম ওভারেই থেমে যায়। তবে আমির শাহির ব্যাটাররা ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাইছে। সামারিয়া ও লবণ্য কেনি ব্যাট করছেন।
১ ওভারে UAE স্কোর ১৭/১
ভালো শুরু করেও উইকেট হারিয়ে চাপের মুখে সংযুক্ত আরব আমির শাহি। UAE ক্যাপ্টেন ইনিংসের শুরুটা ভালো করলেও শেফালিরা ম্যাচর রাশ নিজেদের হাতে ধরে রেখেছেন।
UAE- প্রথম উইকেটের পতন
ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৫ বল খেলেই আউট হলেন তীর্থা সাতিশ। ৫ বলে ১৬ রান করলেন তিনি। নিজের ইনিংসে প্রথম চার বল খেলেই চারটি চার মারেন তিনি। এর পরে শাবনামের বলে সৌমিয়া তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
২০ ওভারে ভারতের স্কোর ২১৯/৩
আমির শাহির বিরুদ্ধে পাহাড় সমান রান তুলল ভারত। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে রান তুলল ভারত। শেফালি বর্মা করলেন ৩৪ বলে ৭৮ রান, শ্বেতা সেহরাওয়াত ৪৯ বলে অপরাজিত ৭৪ রান করলেন। রিচা ঘোষ ১ রানের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন। ২৯ বলে ৪৯ করে আউট হন তিনি। তৃষা ৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান। সোনাই ৩ বলে ২ রান করে শ্বেতার সঙ্গে অপরাজিত থাকেন।
আউট হলেন তৃষা
৫ বলে ১১ রান করে আউট হলেন তৃষা।
রিচা ঘোষ আউট
১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন রিচা ঘোষ। ২৯ বলে ৪৯ রান করে আউট হলেন রিচা। ১৮.১ ওভারে ২০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
১৬ ওভারে ভারতের স্কোর ১৭৫/১
৪১ বলে ৬২ রান করে খেলছেন শ্বেতা সেহরাওয়াত। রিচা ঘোষের সংগ্রহ ২১ বলে ৩৩ রান।
অর্ধশতরান করলেন শ্বেতা সেহরাওয়াত
৩৩ বলে ৫২ রান করলেন শ্বেতা। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১৫৪/১ রান।
১৩ ওভারে ভারতের স্কোর ১৪৬/১
শ্বেতা সেহরাওয়াত ৩০ বলে ৪৪ রান করেন এবং রিচা ঘোষ ১৩ বলে ১৮ রান করে খেলছেন। ভারতের স্ট্রাইক রেট ১১.২৩
১০ ওভারে ভারতের স্কোর ১২৭/১
১০ ওভারে ভারত তুলল ১২৭/০ রান। শ্বেতা সেহরাওয়াত ৩১ বলে ৪৯ রান করেন এবং রিচা ঘোষ ৫ বলে ১২ রান করে খেলছেন। ১২.৭ স্ট্রাইক রেটে রান করছে ভারত।
আউট শেফালি
৮.৩ ওভারে ১১১ রানের প্রথম উইকেট হারাল ভারত। ৩৪ বলে ৭৮ রান করে আউট হলেন শেফালি। ভারতের ক্যাপ্টেন এদিনের ইনিংসে ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন।
সাত ওভারে ভারতের স্কোর ৮২/০
১১.৭১ স্ট্রাইক রেটে ৭ ওভারে ৮২ রান করল ভারত। মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শেফালি বর্মা।
শেফালির অর্ধশতরান
মাত্র ২৬ বলে ৫৩ করে ফেললেন ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা। নিজের এই ইনিংসে ১টি ছক্কা ও ১১টি চার মারেন তিনি।
ছয় ওভারে ভারতের স্কোর ৬৮/০
দারুণ শুরু করল ভারত। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৮ রান তুলল শেফালিরা। শ্বেতা সেহরাওয়াত ১১ বলে ১৯ রান করেছেন, শেফালি বর্মা ২৫ বলে করেছেন ৪৯ রান।
চতুর্থ ওভারে ভারতের স্কোর ৪৩/০
দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। ১৫ বলে শেফালি ৩০ রান করেছেন এবং ৯ বলে ১৩ রান করে ক্রিজে রয়েছেন শ্বেতা সেহরাওয়াত
তৃতীয় ওভারে ভারতের স্কোর ৩০/০
শেফালি বর্মা ৯ বলে ১৭ রান করেছেন এবং শ্বেতা সেহরাওয়াত ৯ বলে ১৩ রান করেছেন।
প্রথম ওভারে ভারতের স্কোর ১৪/০
ইন্ধুজা নন্দকুমার সংযুক্ত আরব আমির শাহির হয়ে কাজ শুরু করেন। ইন্ধুজা একটা লেংথ ডেলিভারি দিয়ে শুরু করেন। প্রথম ওভারে ভারতীয় ব্যাটাররা নিলেন ০,০,৪,০,৪,৪ রান। শ্বেতা সেহরাওয়াত রান নেন।
দেখুন দুই দলের একাদশ
ভারত: শেফালি বর্মা (ক্যাপ্টেন), এস সেহরাওয়াত, জি ত্রিশা, আর ঘোষ (উইকেটরক্ষক), এস মেন্ধিয়া, টি সাধু, পি চোপড়া, এ দেবী, এস শাকিল, এইচ বসু, এম কাশ্যপ
UAE: তীর্থ সতীশ (ক্যাপ্টেন ও অধিনায়ক), বৈষ্ণবে মহেশ, সামাইরা ধরনিধারকা, লাবণ্য কেনি, রিনিতা রাজীথ, ইন্ধুজা নন্দকুমার, সিয়া গোখলে, মাহিকা গৌর, অবনি সুনীল পাতিল, অর্চরা সুপ্রিয়া, গীতিকা জ্যোতিষ
টস জিতল সংযুক্ত আরব আমির শাহি
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমির শাহি। প্রথমে ব্যাট করতে নামবে ভারত।
HT বাংলার লাইভে স্বাগত
আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কিছুক্ষণের মধ্যে UAE-র বিরুদ্ধে খেলতে নামবে ভারত। টেবিলের শীর্ষে থাকা UAE-এর বিরুদ্ধে জয়ের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে চাইবে ভারত। যারা বর্তমানে গ্রুপ ডি-তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সকলের দৃষ্টি থাকবে ওপেনার শ্বেতা সেহরাওয়াতের দিকে, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার দুরন্ত পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ৫৭ বলে ৯২ রান করেছিলেন তিনি। অধিনায়ক শেফালি সহ ওপেনার হিসাবে, উইমেন ইন ব্লু আবারও একটি বড় জুটির প্রত্যাশা করবে গোটা ভারতীয় ক্রিকেট।