আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। যে ম্যাচে নামার আগে প্রবল চাপে আছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ছিটকে গিয়েছেন পূজা বস্ত্রকার। সেইসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌরও খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রবল ধন্দ আছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, বুধবার হরমনকে হাসপাতালে ভরতি করতে হয়েছিল। আজও প্রবল জ্বর ছিল ভারতীয় অধিনায়কের। তবে টিমবাসে করে মাঠে এসেছেন। সেমিতে খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ সাক্ষাৎ
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। পুরো ভরতি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৮৫ রানে উড়িয়ে দিয়েছিলেন অ্যালিসা হিলি, মেগ ল্যানিংরা। তবে গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। সম্প্রতি কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলেন হরমনরা।
তবে ভারত ইতিবাচকতা খুঁজবে ২০১৭ সালের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ থেকে। সেই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত। আজও কোনও ব্যাটার বা বোলারের থেকে সেরকম পারফরম্যান্স চাইবে টিম ইন্ডিয়া।
পিচের অবস্থা কীরকম থাকবে?
এবারের গ্রীষ্মকালে কিছুটা ঢিমেগতির থেকেছে কেপটাউনের নিউল্যান্ডসের পিচ। তবে গত মঙ্গলবার গ্রুপ লিগের শেষ ম্যাচের গতি কিছুটা বেশি ছিল। তারইমধ্যে সেমিফাইনালের আগে কিছুটা বৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, বৃহস্পতিবার একটি নয়া পিচে সেমিফাইনাল খেলা হবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা (হরমন না খেললে অধিনায়কত্ব করবেন), জেমিমা রদ্রিগেজ, হারলিন দেওল/হরমনপ্রীত কৌর (হরমন খেললে অবশ্যই অধিনায়ক হবেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, অঞ্জলি সর্বাণী, স্নেহ রানা, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে এবং রেণুকা সিং।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ
অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, তাহিলা ম্যাকগ্রাথ, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, আলানা কিং, মেগান শুট এবং ডার্সি ব্রাউন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।