বাংলা নিউজ > ময়দান > পন্তের কথার ফাঁদে পা দিয়ে আউট হলেন ক্রাউলি, দেখুন ভিডিও

স্লেজিং নয়, তবে স্লেজংয়ের থেকেও বেশি কার্যকরী। উইকেটের পিছন থেকে ব্যাটসম্যানদের কথার জালে জড়ানোর কাজে ক্রমশ বিশেষজ্ঞ হয়ে উঠছেন ঋষভ পন্ত। টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার মোতেরায় ঠিক এভাবেই কথার ফাঁদে ফেলেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলিকে।

পন্ত আসলে উইকেটের পিছন থেকে ক্রমাগত বকবক করে ব্যাটসম্যানদের মনোসংযোগে চিড় ধরানোর কাজ করেন। যার সুফল পান বোলাররা। ব্যাটসম্যান অযথা মাথা গরম করলে বোলারের উইকেট তোলার কাজে কতটা সুবিধা হয়, সেটা বোঝা গেল মোতেরায়।

ডমিনিক সিবলি শুরুতেই সাজঘরে ফেরার পর ক্রাউলির বাড়তি সতর্ক হওয়াই স্বাভাবিক ছিল। তবে পন্ত উত্যক্ত করার পর অহেতুক বড় শট খেলার চেষ্টা করেন ক্রাউলি এবং নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।

অক্ষর বল করার সময় উইকেটকিপার পন্তকে স্টাম্পের পিছন থেকে চিত্কার করে বলতে শোনা যায় যে, 'কেউ একজন রেগে যাচ্ছে, কেউ একজন এখানে রেগে যাচ্ছে।'

ঠিক পরের বলেই ক্রাউলি অক্ষরের সোজা বলে স্টেপ-আউট করে বড় শট নেওয়ার চেষ্টা করেন এবং বল হাওয়ায় ভাসিয়ে বসেন। মহম্মদ সিরাজ ক্যাচ ধরতে ভুল করেননি। ব্যক্তিগত ৯ রানে ক্রিজ ছাড়তে হয় ক্রাউলিকে।

বন্ধ করুন