চিনের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকির ম্যাচে দুরন্ত পারফরমেন্স করল ভারতীয় হকি দল। ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে হারিয়ে দিল অভিষেক, বিবেক, রাজকুমাররা। প্যারিস অলিম্পিক্সের পদকজয়ীরা পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও এক মূহূর্তের জন্য হতভম্ব হয়নি, পাল্টা আক্রমণ করে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয়। দলকে জেতালেও অল্পের জন্য পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা হল না হরমনপ্রীতের।
টানা চার ম্যাচে জিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে চিনকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় হরমনপ্রীত সিংয়ের দল। তৃতীয় ম্যাচে মালেশিয়াকে ৮-১ এবং চতর্থ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের আবু মাহমুদ।
আরও পড়ুন-লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্রথম দিনেই পুরোদমে বোলিং বুমরাহর…
ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল পেয়ে যায় পাকিস্তান। শুরুতে রক্ষণাত্মক খেললেও মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে আসছিল পাক দল। সেই সুবাদেই ভারতের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় তাঁরা। ম্যাচে শুরুর কয়েক মিনিটের মধ্যে হান্নান শাহিদের পাস থেকে বল পেয়ে যান পাকিস্তানের নাদিম আহমেদ। সেখান থেকে শটে গোল করে দলকে এগিয়ে দেন নাদিম। গোল খেয়ে তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করে হরমনপ্রীত সিংয়ের ছেলেরা।
আরও পড়ুন-মাহি কা জলওয়া! দর্শকদের আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…রিপোর্ট
পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই দেয় ভারত। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার পায় ভারত। নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকেই দলকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং। সদ্য সমাপ্ত অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল হরমনপ্রীতের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা বজায় রাখলেন এই তারকা হকি খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে দলকে শুধু সমতায় ফেরালেনই না, দ্বিতীয় গোল করে এগিয়েও দিলেন সেই হরমনপ্রীতই।
আরও পড়ুন-খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা…
দ্বিতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও ভারতের হয়ে গোল করে যান স্ট্রাইকার হরমনপ্রীত সিং। অলিম্পিক্সে ভারতের গোল মেশিন ছিলেন তিনি। প্রতিযোগিতা বদলালেও তিনি যে নিজের ছন্দ বজায় রেখেছেন সেটা পাক গোলরক্ষককে দ্বিতীয়বার পরাস্ত করে বুঝিয়ে দিলেন ২৮ বছর বয়সী এই পঞ্জাব তনয়। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ চলে এসেছিল অভিষেকের কাছে, কিন্তু পাকিস্তানের গোলরক্ষক এগিয়ে এসে দুরন্তভাবে তা সেভ দেন। এদিকে পিআর শ্রীজেশের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে গেলেন কিষান বাহাদুর পাঠক। তৃতীয় কোয়ার্টারে পরপর দুটি অনবদ্য সেভ দেন ভারতীয় গোলরক্ষক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।