বাংলা নিউজ > ময়দান > প্যারালিম্পিক্সে সপ্তম দিনে এল আর্চারিতে ঐতিহাসিক সোনা,মোট পদক সংখ্যা দাঁড়াল ২৪

প্যারালিম্পিক্সে সপ্তম দিনে এল আর্চারিতে ঐতিহাসিক সোনা,মোট পদক সংখ্যা দাঁড়াল ২৪

ভারতের হরবিন্দর সিং। ছবি- এএফপি (AFP)

প্যারিসে প্যারালিম্পিক্স গেমসের সপ্তম দিনে ভারতের ঝুলিতে এল চারটি পদক, এর মধ্যে দুটি সোনা। আর্চারি প্রথমবার সোনা জিতলেন কোনও ভারতীয় ক্রীড়াবিদ। এল ক্লাব থ্রোতেও সোনা এবং রৌপ্য পদক। এছাড়াও বুধবার দিনের শুরুটাই ভারত করেছিল সচিন খিলাড়ির শট পাটে পদক দিয়ে।

প্যারিস প্যারালিম্পিক্সের সপ্তম দিনে ভারতের পদকের সংখ্যা আরও বাড়ল। সোমবার এসেছিল ৮টি পদক, মঙ্গলবার এসেছিল ৫টি পদক। বুধবার গেমসের সপ্তম দিনে এল আরও চারটি পদক। তাঁর মধ্যে ভারতের ঝুলিতে এদিন এল জোড়া সোনার পদক। পদকের তালিকায় বেশ ভালো মতোই উন্নতি হল ভারতের। আর্চারি প্রথমবার সোনা জিতলেন কোনও ভারতীয় ক্রীড়াবিদ। এল ক্লাব থ্রোতেও সোনা এবং রৌপ্য পদক। এছাড়াও বুধবার দিনের শুরুটাই ভারত করেছিল সচিন খিলাড়ির শট পাটে পদক দিয়ে।

 

গতবার টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ঝুলিতে ছিল ১৯টি পদক। মঙ্গলবারই সেই সংখ্যাকে ছাপিয়ে গেছিল ভারতীয় ক্রীড়াবিদরা। এবারে রূপো এবং ব্রোঞ্জ পদক নিরিখেও অনেকটাই ভালো পারফরমেন্স করল ভারতীয় ক্রীড়াবিদরা প্যারিস প্যারালিম্পিক্স গেমসে।  তবে সোনার সংখ্যা এখনও রয়েছে গতবারের মতো পাঁচটি। এই মূহূর্তে জোড়া সোনার পদক জয়ের সৌজন্যে ভারত পদক তালিকায় রয়েছে ১৩ নম্বরে। 

আরও পড়ুন-'কি ভাগ্যিস! ওটা আমার শেষ ম্যাচ ছিল, নাহলে ছেলেরা আমায়',কোন ভুলের কথা দ্রাবিড়ের গলায়?

ক্লাব থ্রো এফ৫১-এর ফাইনালে সোনা এবং রৌপ্য পদক ভারতের দখলে। ৩৪.৯২ মিটার দূরত্বে থ্রো করে সোনা জিতলেন ভারতের ধরমভীর সিং। ৩৪.৫৯ মিটার দূরত্বে থ্রো করে এই ইভেন্টে রূপো জিতলেন ভারতের প্রণব সুরমা. এটি তাঁর নিজের কেরিয়ার বেস্ট থ্রো। আরেক ভারতীয় অমিত কুমার শেষ করলেন এই ইভেন্টে একদম তলানিতে।

আরও পড়ুন-দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে ফেরার আগে আবেগঘন বার্তা পন্তের! বললেন কোনও আশা রাখছেন না!

প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে সোনা জিতলেন ভারতের হরবিন্দর সিং। ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনাল ম্যাচে লুকাস সিজসেকের বিরুদ্ধে তিনি জিতলেন (২৮-২৪, ২৮-২৭, ২৯-২৫) ফলে। একই দিনে পরপর ম্যাচ জিতে প্যারিসে সোনা জিতলেন হরবিন্দর। গতবার টোকিয়োতে ব্রোঞ্জ জিতে ছিলেন এই তীরন্দাজ। 

 

পুরুষদের এফ৪৬ শট পাট ইভন্টে ভারতকে রৌপ্য পদক এনে দেন সচিন সর্জেরাও খিলাড়ি। ১৬.৩২ মিটার দূরত্বে থ্রো করেন করেন তিনি। অল্পের জন্য হাতছাড়া হয় সোনার পদক, নাহলে ভারতের পদক তালিকায় আরও উত্থান হতে পারত। 

আরও পড়ুন-বিশ্বক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়াই তো রাজা! Border Gavaskar সিরিজের আগে বললেন ম্যাক্সওয়েল

১০০ মিটার টি১২-এর দৌড়ে সেমিফাইনালে প্রবেশ করলেন স্প্রিন্টার সিমরন। ১২.১৭ সেকন্ডে দৌড় শেষ করেন তিনি। পাওয়ার লিফটিংয়ে সাকিনা খাতুন শেষ করেন সপ্তম স্থানে। মহিলাদের ৪৩ কেজির ফাইনালে তিনি খুব বেশিদূর এগোতে পারেননি। 

 

 

 

 

 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.