খবর ছড়িয়ে পড়তেই টনক নড়ে বোর্ডের। একবছর পার হয়ে যাওয়ার পর অবশেষে ভারতের মহিলা ত্রিকেট দলকে তাদের প্রাপ্য মিটিয়ে দিতে চলেছে বিসিসিআই।
গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত রানার্স হলেও এতদিন পুরস্কারের টাকা পাননি হরমনপ্রীতরা। বিসিসিআই মহিলা ক্রিকেটারদের এখনও পাওনা মিটিয়ে দেয়নি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সমালোচনায় টনক নড়ে তাদের।
বিসিসিআইয়ের তরফে এক সিনিয়র কর্তা রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়ে দেন যে, এই সপ্তাহেই ক্রিকেটারদের পুরস্কারের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট বোর্ড কর্তা বলেন, ‘এই সপ্তাহের শেষেই ভারতের মহিলা দলের ক্রিকেটাররা বিশ্বকাপের পুরস্কার মূল্যের অর্থ পেয়ে যাবে। লেনদেন সম্পন্ন হয়েছে। আশা করছি ওরা খুব তাড়াতাড়িই টাকা পেয়ে যাবে। আমরা আইসিসির কাছ থেকে গত বছর শেষের দিকে টাকা পেয়েছি।’
আরও এক বোর্ড কর্তা, যিনি বর্তমানে রাজ্য সংস্থার সঙ্গে যুক্ত বলেন, ‘এমনটা নয় যে, শুধু মেয়েদের এই একটা পাওনা মেটানো হয়নি। বরং ছেলেদের কেন্দ্রীয় চুক্তির টাকা, আন্তর্জাতিক ম্যাচ ফি, ছেলে ও মেয়েদের ঘরোয়া ক্রিকেটের টাকা সবকিছুতেই একটু সময় লাগছে করোনা পরিস্থিতির জন্যই।'
তিনি ইঙ্গিত করেন যে, করোনা মহামারির জন্যই দীর্ঘদিন মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টার বন্ধ ছিল। তাই স্বাভাবিক কাজকর্ম চালানো সম্ভব হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।