অত্যন্ত দুশ্চিন্তাজনক ঘটনা ঘটল লন্ডনে ভারতীয় দলের টিম হোটেলে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যবস্থা করা টিম হোটেলের রুম থেকে চুরি গেল ভারতীয় ক্রিকেটারের ব্যাগ, নগদ টাকা, ঘড়ি, কার্ড। চুরি গিয়েছে গয়নাও।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়া সোমবার নিজেই এমন ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। হোটেল কর্তৃপক্ষের এমন গাফিলতি এবং নিরাপত্তাহীনতায় স্তম্ভিত তানিয়া। তিনি বুঝেই উঠতে পারছেন না যে, টিম হোটেলের রুম থেকে কীভাবে ক্রিকেটারদের জিসিনপত্র কেউ চুরি করতে পারে।
তারকা ক্রিকেটার হোটেল কর্তৃপক্ষ ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন এবিষয়ে। সেই সঙ্গে তিনি জিনিসপত্র যাতে ফিরে পাওয়া যায়, সেই ব্যবস্থা করারও আবেদন জানিয়েছেন।
তানিয়া টুইট করেন, ‘হোটেল কর্তৃপক্ষের গাফিলতিতে আমি স্তম্ভিত ও হতাশ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে টিম হোটেলে থাকার সময়ে কেউ একজন আমার ব্যক্তিগত রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করে নিয়ে যায়, যাতে টাকা, কার্ড, ঘড়ি ও গয়না ছিল। আশা করি দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সমাধান খুঁজে বার করা হবে।’
ভাটিয়া আরও লেখেন, ‘ইসিবির ব্যবস্থা করা হোটেলে নিরাপত্তা অভাব দেখে স্তম্ভিত হচ্ছি। আশা করি তারাও শিক্ষা নেবে।’
উল্লেখ্য, ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে বসে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেন হরমনপ্রীতরা।
ওয়ান ডে সিরিজটি ছিল জাতীয় দলের হয়ে ঝুলন গোস্বামীর শেষ আন্তর্জাতিক সিরিজ। লর্ডসে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ দিয়ে বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানেন ঝুলন। ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও তানিয়া ইংল্যান্ড সফরে একটিও ম্য়াচে মাঠে নামার সুযোগ পাননি।