মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ৫৪ রানে পরাজিত হল হরমনপ্রীতদের টিম ইন্ডিয়া।
১৪২ শেষ ভারতের ইনিংস
২০তম ওভারের শেষ বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন দীপ্তি শর্মা। এরফলে ১৪২ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তবে তার আগে দীপ্তি নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছিলেন। অন্যদিকে এই ম্যাচে দীপ্তিকে আউট করার পরে চতুর্থ উইকেট শিকার করলেন হেথার গ্রাহাম।
দীপ্তি শর্মার ৫০
চাপের মধ্যেও নিজের অর্ধশতরান সম্পূর্ণ করলেন দীপ্তি।
হ্যাটট্রিক করলেন হেথার গ্রাহাম
১৯.১ ওভারে রেণুকা সিংকে বোল্ড করে ম্যাচে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন হেথার গ্রাহাম।
৮ উইকেটের পতন
১৮.২ ওভারে ১৩০ রানে ৮ উইকেটের পতন হল। ১২ বলে ৪ রান করে আউট হলেন অঞ্জলি।
দরকার ২৪ বলে ৮৮ রান
১৬ ওভারে বারতের স্কোর ১০৯/৭ রান। জিততে হলে ভারতের প্রয়োজন বাকি ২৪ বলে ৮৮ রান।
আউট…
গোল্ডেন ডাক হলেন রাধা যাদব। হেথার গ্রাহামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রাধা যাদব।
৮৮ রানে হারাল ৬ উইকেট
দলের ৮৮ রানে হারাল ৬ উইকেট। দেবিকা বৈদ্য ১৪ বল ১১ রান করে সাজঘরে ফিরলেন।
১০ ওভারে ৭১/৫
১০ ওভার শেষে ভারতের স্কোর ৭১/৫ রান। ভারতকে জিততে হলে শেষ ৬০ বলে ১২৬ রান করতে হবে।
দুরন্ত ক্যাচ..
রিচা ঘোষ ছক্কা হাঁকানোর জন্য বড় শট মারার চেষ্টা করেছিলেন কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা হেথার গ্রাহাম দুরন্ত ক্যাচ ধরে ফেলেন। ৯.২ ওভারে ভারতের স্কোর ৭০/৫ রান।
আউট হরমনপ্রীত
১১ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেন ভারতের ক্যাপ্টেন। ৮.১ ওভারে ভারতের স্কোর ৫৮/৪ রান।
তৃতীয় উইকেটের পতন
১৬ বলে ২৪ রান করে রান আউট হলেন হারলিন। ৬.২ ওভারে ভারতের স্কোর ৪৭/৩ রান।
দ্বিতীয় উইকেটের পতন
আউট হলেন শেফালি। ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ভারতের স্কোর ৪.২ ওভারে ২৪/২ রান
স্মৃতি মান্ধানা আউট
মাত্র চার রান করেই সাজঘরে ফিরলেন স্মৃতি মান্ধানা। চাপ বাড়ল হরমনপ্রীতদের।
২০ ওভারে ১৯৬/৪
ভারতের সামনে বড় রানের চ্যালেঞ্জ দিল অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিততে হলে ২০ ওভারে হরমনপ্রীতদের ১৯৭ রান তুলতে হবে।
পঞ্চাশ করলেন গার্ডনার
হ্যারিসের পঞ্চাশের পরেই অর্ধশতরান করলেন গার্ডনার। এদিন এখনও তিনি আটটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
হ্যারিসের পঞ্চাশ
২৮ বলে ৫৩ করল হ্যারিস। ম্যাচে টিম ইন্ডিয়াকে চাপে রেখেছে হ্যারিসের ব্যাট। হ্যারিস এখনও চারটি ছক্কা ও পাঁচটি চার হাঁকিয়েছেন।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
১২.৪ ওভারে ১০১ রান করল অস্ট্রেলিয়া। তবে তার মধ্যে তারা চারটি উইকেট হারিয়েছে। ১৩ ওভারের শেষে অজিদের স্কোর ১০৩/৪ রান। এখন দেখার শেষ সাত ওভারে অজি দল কী করে?
১০ ওভারে ৭২/৪
১০ ওভারে ৭২ রান তুলল অস্ট্রেলিয়া। তবে তার মধ্য়ে চারটি উইকেট হারাল তারা।
বড় উইকেট পেল ভারত
বড় উইকেট শিকার করল ভারত। এলিসে পেরিকে ১৮ রানে আউট করলেন দেবিকা বৈদ্য।
আউটটট
এবার উইকেট তুলে নিলেন শেফালি বর্মা। ম্যাকগ্রাথকে ২৬ রানে আউট করল শেফালি রিচার জুটি। ৭.৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫৫/৩ রান।
আবার আউট….
ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া। দীপ্তি শর্মার স্পিন বুঝতে না পেরে স্টাম্প আউট হলেন ফোয়েবে। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৩.৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৭/২ রান।
আউটটট
দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। অঞ্জলির বলে প্লে ডাউন হলেন বেথ মুনি। ২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ১.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৮/১ রান।
HT বাংলার ক্রিকেট লাইভে স্বাগত
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রাজেশ্বরী গায়কওয়াদ প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছেন। জেমিমা রডরিগেজকে মাঠে নামানো হয়নি। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ হেরে গিয়েছে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারত। শেষ টি-টোয়েন্টিতে শক্তিশালী ফিনিশিংয়ের আশা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।