শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় সিনিয়ার মহিলা হকি দল। প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বের যোগ্যতা অর্জন করতেও ব্যর্থ হয়েছে জাতীয় দল। জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন জানেকে স্কপম্যান। তাঁর জায়গায় নয়া কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হরেন্দ্র সিং। এমন আবহে এবার ভারতীয় সিনিয়ার মহিলা হকি দলের অধিনায়কও পরিবর্তন করল হকি ইন্ডিয়া। সবিতা পুনিয়ার বদলে দায়িত্ব তুলে দেওয়া হল সালিমা টেটের হাতে। বৃহস্পতিবারেই এই গুরু দায়িত্ব দেওয়া হয় সালিমা টেটের।
আরও পড়ুন… T20 WC 2024: রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা?
এই মুহূর্তে ভারতীয় দলের মিডফিল্ডে বেশ গুরুত্বপূর্ণ পারফর্মার সালিমা টেটে। বৃহস্পতিবার ২৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এই দলকেই নেতৃত্ব দেবেন সালিমা। এই মাসের শেষ দিকে ভারতীয় দল প্রথমে এফআইএইচ প্রো লিগ খেলবে বেলজিয়ামে। তারপর তারা যাবে ইংল্যান্ড সফরে। এই সফরগুলোতে সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন নভনিত কউর। সালিমা টেটে এবং নভনিত কউরের নেতৃত্বে সাফল্যের পথে ফিরতে মুখিয়ে রয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন… IPL 2024: স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন! ভাইরাল দুই তারকার ভিডিয়ো
হকি ইন্ডিয়ার তরফে একটি প্রেস রিলিজ প্রকাশ করে অধিনায়ক হওয়ার পরে সালিমা টেটের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি। দলকে নেতৃত্ব দিতে পারার সুযোগ পাওয়া আমার কাছে খুব গর্বের। এটা আমার কাছে খুব বড় দায়িত্বও বটে। এই নয়া ভূমিকা পালন করতে আমি মুখিয়ে রয়েছি। আমাদের স্কোয়াড খুব শক্তিশালী। আমাদের দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৩-২৪ এফ আইএইচ প্রো লিগে বেলজিয়াম এবং ইংল্যান্ডে আমরা ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছি। আমরা কয়েকটা জায়গা নির্দিষ্ট করেছি। যেই জায়গা গুলোতে আমাদেরকে কাজ করতে হবে।’ এর আগে প্রো লিগের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সবিতা। অলিম্পিক গেমসের কোয়ালিফায়ারে ও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।