এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহিলাদের হকিতে প্রথম ম্যাচেই মালেশিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারতীয় ব্রিগেড। এবার তাঁরা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলেন। অবশ্য ম্যাচ থেকে জয় তুলতে বেশ কাঠখর পোড়াতে হয় মহিলা হকি ব্রিডেগকে। কারণ একটা সময় এগিয়ে গেলেও দঃ কোরিয়ার খেলোয়াড়রা ফের আক্রমণ করে ম্যাচে ফিরেছিলেন। শেষ মূহূর্তে গিয়ে ম্যাচ থেকে জয় ছিনিয়ে আনে ভারচীয় প্রমিলা বাহিনী।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
দঃ কোরিয়াকে হারাল ভারতীয় মহিলা দল-
শেষ মূহূর্তের গোলো দঃ কোরিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জয় তুলে নিল ভারতীয় মহিলা দল। ৩-২ গোলে তাঁরা হারাল কোরিয়ানদের। ম্যাচে ২ গোলে এগিয়ে যাওয়ার পরেও খেই হারিয়ে ফেলেছিল ভারত। সেই সুযোগেই খেলায় ফেরে কোরিয়ানরা। কিন্তু দীপিকার শেষ মূহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা হকি দল।
সঙ্গীতার গোলে এগিয়ে যায় ভারত-
ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় ভারত। সঙ্গীতা কুমারি গোল করে লিড এনে দেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে টিম ইন্ডিয়া। এবার গোলের তালিকায় নাম ওঠান স্ট্রাইকার দীপিকা। ভারতের হয়ে দুরন্ত পারফরমেন্স দেখান দীপিকা। যদিও ২-০ গোলে এগিয়ে যেতেই কিছুটা যেন আত্মতুষ্টিতে ভুগতে থাকে দল। সেই সুযোগই কাজে লাগায় দঃ কোরিয়া।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
চার মিনিটের ব্যবধান দু গোল-
৩৪ মিনিটে দঃ কোরিয়ার হয়ে ব্যবধান কমান য়ুরি লি। চার মিনিটের মধ্যেই ফের ভারতের বড় ধাক্কা আসে। ৩৮ মিনিটে কোরিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন ইউনবি চিয়ন। এরপর যখন সকলেই ধরে নিয়েছিলেন ম্যাচ ২-২ স্কোরলাইনেই শেষ হতে চলেছে। তখনই ভারতের হয়ে আশার আলো জ্বালান দীপিকা। ৫৭ মিনিটে ভারতকে তৃতীয় গোলের সন্ধান এনে দেন তিনি।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
ম্যাচ শেষের তিন মিনিট আগে গোল-
৫৭ মিনিটে গোল খাওয়ার পর দঃ কোরিয়ার কাছে খুব বেশি কিছু করার ছিল না। কারণ পাল্টা আক্রমণে আসলেও তাঁদের হাতে সময় কম ছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ে ভারত। আগামী ১৪ই নভেম্বর বিকেল ৪.৪৫-এ ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। ব্যাক টু ব্যাক জয়ে স্বভাবতই উচ্ছসিত মহিলা দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।