শুভব্রত মুখার্জি: মিশরের কাইরোতে অনুষ্ঠিত হচ্ছে আইএসএসএফ আয়োজিত শটগান বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রবিবারেই সুখবর পেল ভারতীয় সমর্থকরা। দলগত মিক্সড ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। স্কিট বিভাগের দলগত মিক্সড ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। মইরাজ আহমেদ খান এবং গানিমাত শেখনের জুটি এদিন ভারতের হয়ে সোনা জয় নিশ্চিত করে। ভারতীয় দলে ছিল অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ। আর তাতে ভর করেই বাজিমাত করল ভারতীয় দল।
আরও পড়ুন… IPL 2023-এ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন এই তিন তারকা! এরা কি ভারতীয় দলে সুযোগ পাবেন?
ফাইনালে তাঁরা মুখোমুখি হয়েছিল মেক্সিকান জুটির। মেক্সিকোর লুইস রাউল গ্যালার্ডো অলিভেরস এবং গ্যাব্রিয়েলা রদ্রিগেস জুটিকে হারালো ভারতীয় দল। ভারতীয় জুটির পক্ষে স্কোর ৬-০। বলা যায় ফাইনালে কার্যত একপেশে লড়াই জিতেছে ভারতীয় দল। আর এই ইভেন্টে ব্রোঞ্জ জিতল ইতালির দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী সিমোনা স্কোসেট্টি এবং রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েলা রোসেট্টি জিতে নিল এই ব্রোঞ্জ পদকটি।
আরও পড়ুন… শুভমনের খোঁচা, নিলামের আগে রিটেনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন KKR MD বেঙ্কি মাইসোর
মইরাজ আহমেদ এদিন সিনিয়র পর্যায়ে আইএসএসএফ আয়োজিত প্রতিযোগিতায় তাঁর পঞ্চম পদক জিতলেন। এদিনের কোয়ালিফিকেশনের রাউন্ডে তিনি স্কোর করেন ৭৪/৭৫। ভারতীয় দল সবমিলিয়ে স্কোর করে ১৪৩/১৫০। ফলে শীর্ষস্থানে থেকেই ফাইনাল রাউন্ডে যায় ভারতীয় জুটি। সেখানে প্রথমে পারফেক্ট স্কোর করেন মইরাজ। ফের একবার সেই স্কোর করতে সক্ষম হন মইরাজ।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
সোনা জয়ের পরে মইরাজ জানিয়েছেন, ‘যখন আমি শুরু করি তখন আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। আজ দিনের শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা সোনা জিতব। আমাদের পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।