দুই দেশের প্রধানমন্ত্রী আসায় মাঠের মধ্যে খেলোয়াড়দের ওয়ার্ম-আপ করতে দেওয়া হয়নি। এমনই দাবি করল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের তরফে দাবি করা হয়েছে, আমদাবাদে চতুর্থ টেস্টের আগে ভারতীয় এবং অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে নেটে ওয়ার্ম-আপ করতে হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।
বৃহস্পতিবার সকালে টুইটারে অজি বোর্ডের তরফে বলা হয়, 'চতুর্থ টেস্টের জন্য মাঠের বাইরে নেটে ওয়ার্ম আপ করছে অস্ট্রেলিয়ার এবং ভারতের খেলোয়াড়রা। দুই দেশের প্রধানমন্ত্রীরা আসায় খেলোয়াড়দের আউটফিল্ড ব্যবহার করতে দেওয়া হয়নি।' ওই টুইটের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নেটে অনুশীলনের দুটি ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে দেখা গিয়েছে যে নেটের পিছনে লেখা আছে, 'সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কনক্লেভ নরেন্দ্র মোদী স্টেডিয়াম।' তবে ভারতীয় অনুশীলনের কোনও ছবি পোস্ট করা হয়নি।
ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আগমন
ক্রিকেট বিশ্বের দুুই শক্তিশালী দেশের বন্ধুত্ব উদযাপন করতে বৃহস্পতিবার আমদাবাদে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। ১৯৪৭ সালে ক্রিকেটের মাঠে দু'দেশের যে যাত্রা শুরু হয়েছিল, তা ৭৫ বছর পূর্ণ হয়েছে। সেই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য আজ সেজে ওঠে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গাড়িতে চেপে মাঠ প্রদক্ষিণ করেন দুই দেশের প্রধানমন্ত্রী মোদী এবং অ্যালবানিজ। দু'দেশের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। রোহিত শর্মা এবং স্টিভ স্মিথের হাতে ‘ক্যাপ’ তুলে দেন তাঁরা।
ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের আপডেট
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটে ৭৫ রান। ক্রিজে আছেন উসমান খোয়াজা (৯৪ বলে ২৭ রান) এবং স্মিথ (১৭ বলে দু'রান)। ট্র্যাভিস হেডকে আউট করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর বিশ্বের এক নম্বর ব্যাটার মার্নাস ল্যাবুশানকে আউট করেন মহম্মদ শামি। আপাতত যেভাবে পিচ আচরণ করছে, তাতে বড় স্কোর তুলতে পারে দুই দলই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)