বাংলা নিউজ > ময়দান > বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া রুপো জয় ভারতীয় আর্চারদের

বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া রুপো জয় ভারতীয় আর্চারদের

প্রতীকী চিত্র।

এখনও টুর্নামেন্টে সোনা না জিতলেও সর্বাধিক মোট ১০টি পদক জিতেছে ভারত।

টোকিও অলিম্পিক্সের চূড়ান্ত ব্যর্থতার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আর্চারিতে সোনা জয়ের স্বপ্ন জাগিয়েছিলেন ভারতীয় আর্চার অভিষেক বর্মা, জ্যোতি সুরেখা ভেন্নম, প্রিয়া গুরজাররা। তবে চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক পাওয়ার লড়াইয়ে অবশেষে আশাহতই হতে হল তাঁদের। কলম্বিয়ার বিরুদ্ধে ডাবলস ও মিক্সড ডাবলস, উভয় বিভাগেই ফাইনালে পরাজিত হয় ভারতীয় জুটিরা। 

মিক্সড ডাবলসে চতুর্থ বাছাই অভিষেক এবং জ্যোতি শুরুটা কিন্তু এক পয়েন্ট লিড নিয়েই করেছিলেন। তবে তারপর কলম্বিয়ান আর্চাররা দাপট দেখাতে শুর করেন। গোটা ম্যাচ জুড়েই ভারতীয় আর্চার যুগল লড়াই থেকে কোন সময়েই সম্পূর্ণভাবে ছিটকে যায়নি। তবে শেষে চার পয়েন্টের ব্যবধানে ১৫০-১৫৪ স্কোরলাইনে হারতে হয় অভিষেক-জ্যোতি জুটিকে। অপরদিকে, জ্যোতি-প্রিয়া-মুশকান কিরারের মহিলা ত্রয়ীও ডাবলসে টান টান লড়াইয়ের পর ২২৪-২২৯ ব্যবধানে পরাজিত হয়।

সাত নম্বর ভারতীয় জুটি কলম্বিয়ার প্রথম বাছাই সারা লোপোজ, আলেহান্দ্রা উস্কিয়ানো ও নোরা ভালদেস ত্রয়ীর বিরুদ্ধে পরাজিত হয়। কলম্বিয়ান আর্চাররা ১৫টা পারফেক্ট ১০ হিট করেন। ম্যাচের প্রথমেই অবশ্য ভারতীয় দলের লিড নেওয়ার সুযোগ চলে এসেছিল। কিন্তু ৫৮-৫৮ স্কোর টাই থাকাকালীন লাল সার্কেলে দুইবার মেরে সেই সুযোগ হাতছাড়া করেন তাঁরা। পরিণামে যা হওয়ার তাই হয়। কলম্বিয়া লিড নেওয়ার পরে আর পিছনে ঘুরে তাকায়নি। এটি কলম্বিয়ার মহিলা আর্চারদের তৃতীয় ও ২০১৭ সালের পর প্রথম সোনা জয়। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ত্রয়ীকে।

ভারতীয় দল সোনা না জিতলেও এখনও টুর্নামেন্টে আটটি রুপোসহ মোট ১০টি পদক পয়েছে। তবে এখনও সোনা জয়ের স্বপ্ন সম্পূর্ণ হাতছাড়া হয়নি ভারতের। শনিবার (২৫ সেপ্টেম্বর) জ্যোতি এবং অভিষেক নিজেদের ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবে। রিকার্ভ ইভেন্টে রবিবার (২৬ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনাল খেলবেন অঙ্কিতা ভকত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.