বাংলা নিউজ > ময়দান > India bowlers' milestone in T20I: T20-তে নয়া নজির ভারতীয় বোলারদের, এবার কি আর্শদীপের স্থায়ী সঙ্গী হবেন সিরাজ?

India bowlers' milestone in T20I: T20-তে নয়া নজির ভারতীয় বোলারদের, এবার কি আর্শদীপের স্থায়ী সঙ্গী হবেন সিরাজ?

উইকেট নিয়ে উচ্ছ্বাস মহম্মদ সিরাজের। (ছবি সৌজন্যে এপি)

India bowlers' milestone in T20I: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে চার উইকেট নেন আর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। সেই বোলিংয়ের সুবাদে টি-টোয়েন্টিতে নয়া নজির গড়ে ফেলেন ভারতীয় বোলাররা।

টি-টোয়েন্টির ইতিহাসে নয়া নজির গড়লেন ভারতীয় বোলাররা। এই প্রথম ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের একই ইনিংসে দুই ভারতীয় বোলার চার উইকেট নিলেন। শুধু তাই নয়, এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় বোলার এক ইনিংসে চার উইকেট নিতে পারেননি।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে চার উইকেট নেন আর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। চার ওভারে সিরাজ ১৭ রান দিয়ে চার উইকেট নেন। আউট করেন মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, জেমস নিশম এবং মিচেল স্ট্যান্টনারকে। অন্যদিকে, চার ওভারে ৩৭ রান দিয়ে চার উইকেট নেন আর্শদীপও। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং ইশ সোধিকে আউট করেন ভারতের বাঁ-হাতি পেসার।

পরিসংখ্যান অনুযায়ী, আর্শদীপ এবং সিরাজের সেই বোলিংয়ের সুবাদে টি-টোয়েন্টিতে নয়া নজির গড়লেন ভারতীয় বোলাররা। এই প্রথম টি-টোয়েন্টিতে একই ইনিংসে দুই ভারতীয় বোলার চার উইকেট নেন। শুধু তাই নয়, এবারের সিরিজেই প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিলেন ভারতীয় বোলাররা। মোট তিনজন বোলার সেই কৃতিত্ব গড়েছেন। তৃতীয় ম্যাচে আর্শদীপ এবং সিরাজের আগে দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়েছিলেন দীপক হুডা। ২.৫ ওভারে ১০ রানে চার উইকেট নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার।

আরও পড়ুন: IND vs NZ: বিশ্বকাপে স্ট্যান্ডবাই থাকার সময় থেকেই নিজেকে প্রস্তুত করেছি, বললেন ম্যাচের সেরা সিরাজ

এমনিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বোলিং পারফরম্যান্স মোটের উপর ভালো ছিল। কিন্তু চাপের মুখে সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন ভারতীয় বোলাররা। সেই ধাক্কা কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করেন মহম্মদ সিরাজ, আর্শদীপ সিংরা। তবে বিশ্বকাপে খেলা ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিদের অনুপস্থিতিতেই ভালো বোলিং করেন তাঁরা। সেইসঙ্গে নয়া নজির গড়েন।

আরও পড়ুন: ICC Ranking: এক নম্বরেই সূর্যকুমার, T20-র বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বাবর আজম

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একাধিক তারকা ছাড়াই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে আসে সিরিজ। বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। সূর্যকুমার কুমারের ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে দ্বিতীয় ম্যাচে জিতে যায় ভারত। তৃতীয় ম্যাচ টাই হয়ে যায়। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। যে রান তাড়া করতে নেমে নয় ওভারে ভারতের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৭৫ রান। তারপর বৃষ্টির জন্য খেলা হয়নি। ডিএলএস নিয়মে দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচ টাই হয়ে যায়।

বন্ধ করুন