বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তথা ভারতীয় পুরুষ দলের সব ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। নিজের কেরিয়ারে একাধিক ব্যাটিং রেকর্ড ভাঙাগড়া করেছেন রোহিত। আজ (২৩ জুন) তাঁর এই ঐতিহাসিক আন্তর্জাতিক কেরিয়ারের ১৫ বছর পূর্ণ হল। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্তি উপলক্ষে এক বিশেষ বার্তা দিলেন রোহিত।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত সেই বার্তায় কেবল সমর্থকদের নয়, তাঁর সমলোচকদেরও ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ভারতীয় জার্সিতে অভিষেক ঘটিয়ে আজ আমার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হল। এই সফরটা আমি সারাজীবন মনে রাখব। আমার এই সফরে যারা আমার পাশে থেকেছেন এবং যারা আমায় সাহায্য করেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ক্রিকেটপ্রেমী, সমথর্ক, সমালোচক আপনাদের সকলের ভালবাসাই সব বাঁধা অতিক্রম করার সাহস জোগায়। সকলকে ধন্যবাদ।’
২০০৭ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটিয়েছিলেন রোহিত। তারপর ওয়ান ডেতে একাধিক শতরান, সর্বোচ্চ স্কোর, একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে পাঁচটি শতরান, টি-টোয়েন্টিতে চারটি শতরান করার মতো রেকর্ড রয়েছে রোহিতের দখলে। এবার তাঁর পরের লক্ষ্য হবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয় সুনিশ্চিত করা। অবশ্য তার আগে আজই লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। গুরুত্বপূর্ণ টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার ভাল সুযোগ রয়েছে ভারতীয় অধিনায়কের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।