কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন, ‘ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে’, ২০২৪-এ যেন সেটাই করে দেখালেন ভারতীয় দাবাড়ুরা। এবছর বিশ্ব মঞ্চে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তাঁরা। বয়সে কম হলেও কারনামা বিরাট করে ফেলেছেন গুকেশ-প্রজ্ঞানন্দরা। যদি ভারতীয় দাবাড়ুদের কথা বলতে হয় তাহলে অবশ্যই প্রথমে যার নাম নিতে হবে তিনি হলেন ডি গুকেশ।
কয়েকদিন আগে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সারা জাগিয়েছেন তিনি। চিনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ ফলাফলের ব্যবধানে পরাজিত করে ১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠেন গুকেশ। ১১ বছর বয়স থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন তিনি।
২০২২ সালের ৪৪ তম দাবা অলিম্পিয়াডে ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন ডি গুকেশ। তিনি সেই সময় ভারত ২ দলের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। সেই একই বছর তিনি এশিয়ান গেমসে রুপোর পদক জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।
১৫ জানুয়ারী ২০১৯-এ, গুকেশ সের্গেই কার্জাকিনের পরে ১২ বছর ৭ মাস এবং ১৭ দিন বয়সে দাবার ইতিহাসে তৎকালীন দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। জুন ২০২১-এ তিনি ১৯ পয়েন্টের মধ্যে ১৪ স্কোর করে জুলিয়াস বেয়ার চ্যালেঞ্জার্স চেস ট্যুর, গেলফান্ড চ্যালেঞ্জ জিতেছিলেন।
অন্য দিকে এবছর বুডাপেস্টে ৪৫ তম চেস অলিম্পিয়াডে রেকর্ড গড়ে ভারত। সোনা জেতে ভারতের পুরুষ এবং মহিলা দল। এবারই প্রথমবার চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। ফাইনাল রাউন্ডে স্লোভেনিয়াকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে ভারতের পুরুষ চেস দল। জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দাবাড়ু ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানন্দ।
এবারের চেস অলিম্পিয়াডের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার ভ্লাডিমির ফেদোসিভকে হারিয়ে চমক দিয়েছিলেন গুকেশ। অন্যদিকে অর্জুন এরিগাইসি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত করেন স্লোভেনিয়ার ইয়ান সুবেলজকে। রমেশবাবু প্রজ্ঞানন্দও দুরন্ত ছন্দে ছিল এই প্রতিযোগিতায়।
পুরুষদের মতো ভারতের মহিলা চেস দলও চমক দেন এবারের চেস অলিম্পিয়াডে। ফাইনাল রাউন্ডে আজারবাইজানকে পরাজিত করে সোনা নিশ্চিত করেন ভারতের মহিলা দাবাড়ুরা। এই ঐতিহাসিক জয়ের আগে ভারতের পুরুষ চেস দল ব্রোঞ্জ মেডেল জয় করেছিল ২০১৪ এবং ২০২২ সালের চেস অলিম্পিয়াডে। ভারতীয় মহিলা চেস দলও ২০২২ চেস অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয় করেছিল।
এই বছরেই নিজের গুরু বিশ্বনাথন আনন্দকে পরাজিত করে নতুন ইতিহাস তৈরি করেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ২০২৪-এ লন্ডনে আয়োজিত WR মাস্টার্সে মুখোমুখি হয়েছিলেন এই দুই দাবাড়ু। WR চেস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ভারতীয় দাবা জগতের কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে পরাস্ত করেন প্রজ্ঞানন্দ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।