বাংলা নিউজ > ময়দান > ‘ভারতীয় ক্রিকেট 'নিরাপদ হাতে, বিশেষ করে সাদা বলের ক্রিকেট’: গৌতম গম্ভীর

‘ভারতীয় ক্রিকেট 'নিরাপদ হাতে, বিশেষ করে সাদা বলের ক্রিকেট’: গৌতম গম্ভীর

রোহিত শর্মা নিয়ে আশাবাদী গৌতম গম্ভীর (ছবি:টুইটার ও পিটিআই)

বোর্ডের নেতৃত্ব বদলের সিদ্ধান্তে ভাগ হয়েগেছে ক্রিকেট মহল। অনেকের মতে বোর্ডের এই সিদ্ধান্ত ঠিক, অনেকে আবার মনে করেন বোর্ড ভুল করল। তবে এই বিতর্কের মাঝেই নিজের বক্তব্য রাখলেন ভারতের প্রাক্তন ওপেনার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

ভারতr ওপেনার রোহিত শর্মাকে এই সপ্তাহের শুরুতে বিরাট কোহলির জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে হিটম্যানকে। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাদা বলের উভয় স্কোয়াডের দায়িত্ব পালন করবেন রোহিত। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে জানুয়ারিতে টিম ইন্ডিয়ার একদিনের দলে রোহিতের নেতৃত্বের মেয়াদ শুরু হবে। 

বোর্ডের নেতৃত্ব বদলের সিদ্ধান্তে ভাগ হয়েগেছে ক্রিকেট মহল। অনেকের মতে বোর্ডের এই সিদ্ধান্ত ঠিক, অনেকে আবার মনে করেন বোর্ড ভুল করল। তবে এই বিতর্কের মাঝেই নিজের বক্তব্য রাখলেন ভারতের প্রাক্তন ওপেনার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি বলেছেন যে ভারতের সাদা বল এবং লাল বলের ক্রিকেটে ভিন্ন অধিনায়ক নিযুক্ত করার সিদ্ধান্ত ঠিক। গম্ভীর মতে, সাদা বলের ক্রিকেটকে ভারত এখন নিরাপদ হাতে রয়েছে। তিনি বলেন, এটা ভারতের জন্য ভালো যে রোহিত শর্মা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়ক।

গৌতম গম্ভীর জানান, ‘দুই ফর্ম্যাটে দুই ভিন্ন নায়ক থাকলে ভারতের উপকার হবে বলে মনে হচ্ছে। সাদা বলের ক্রিকেটে আরও প্রস্তুতি নিতে পারেন রোহিত। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ভারতের হয়ে ভালো করবেন। ভারতীয় ক্রিকেট দল নিরাপদ হাতে রয়েছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।’

বন্ধ করুন