বাংলা নিউজ > ময়দান > আর্থিক সমস্যায় থাকা প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যের উদ্যোগ ICA-র।

আর্থিক সমস্যায় থাকা প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যের উদ্যোগ ICA-র।

আর্থিক সমস্যায় থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ICA-র।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রা হতাশ প্রথম সারির তারকারা এখনও পর্যন্ত এগিয়ে না আসায়।

আর্থিক দিক দিয়ে সমস্যায় থাকা প্রাক্তন ক্রিকেটারদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করল ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। উদ্যোগ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আইসিএ অন্ততপক্ষে ২৫ লক্ষ টাকা সংগ্রহ করে ফেলেছে।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ২৫-৩০ জন প্রাক্তন ঘরোয়া ক্রিকেটারদের চিহ্নিত করতে চাইছে, যাঁদের মাসিক ২৫ হাজার টাকা করে অর্থিক অনুদান দেওয়া হবে সংস্থার তরফে।

মূলত দু'টি ভাগে তহবিলের সঞ্চিত অর্থ খরচ করতে চাইছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। প্রথমত, ৬০ বছরের বেশি বয়সি যে সব ডোমেস্টিক ক্রিকেটার অসুস্থ ও হাসপাতালে রয়েছেন, তাঁদের জন্য ইতিমধ্যেই ১০ লক্ষ টাকা আলাদা করে রাখা হয়েছে। বাকি অর্থ প্রয়োজন অনুযায়ী বাকিদের সাহায্য করার জন্য খরচ করা হবে।

আইসিএ সভাপতি অশোক মালহোত্রা জানান, যেভাবে সাড়া মিলছে এই তহবিলে, তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তিনি বলেন, 'আমরা তিন দিন হল কথাবার্তা শুরু করেছি। ইতিমধ্যেই অন্তত ২৫ লক্ষ টাকা আমাদের হাতে এসেছে। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।'

মালহোত্রা জানান, ১০টির কম ঘোরায়া ম্যাচ খেলা ক্রিকেটাররা বিসিসিআইয়ের স্বাস্থ্য বীমার আওতায় পড়েন না। ২৫টির কম ঘরোয়া ম্যাচ খেলা ক্রিকেটাররা তো বোর্ডের পেনশনের আওতায় আসেন না। যাঁরা পেনশন পান, তাঁদেরও মধ্যেও অনেকে সমস্যায় রয়েছেন। সুতরাং একটা তহবিল গড়ে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

আইসিএ সভাপতি অবশ্য হতাশা ব্যক্ত করেছেন যে, প্রথম সারির ক্রিকেটাররা এখনও পর্যন্ত তেমনভাবে এগিয়ে আসেননি তহবিলে সাহায্য করতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.