বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: গাব্বার কথা মনে করিয়ে ঋষভের নাম নিয়ে গর্জে উঠল ইন্দোর! পন্তকে মিস করছেন ভক্তেরা

IND vs AUS: গাব্বার কথা মনে করিয়ে ঋষভের নাম নিয়ে গর্জে উঠল ইন্দোর! পন্তকে মিস করছেন ভক্তেরা

ঋষভ পন্ত ও ইন্দোরের সমর্থকরা। ছবি- এএনআই ও টুইটার

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ২২ গজের বাইরে ঋষভ পন্ত। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নেই তিনি। ইন্দোরে যখন পরপর উইকেট হারিয়ে বিপাকে ভারত, তখন পন্তের জন্য গান করলেন সমর্থকরা। 

ইন্দোরে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে হেরেছে ভারত। অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। বলা ভালো অজি বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং অর্ডার। ভারতের এই হার দেখে দলের ভক্তরা ঋষভ পন্তের জন্য স্লোগান তোলেন স্টেডিয়ামের মধ্যেই। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গত বছেরের একেবারে শেষে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জাতীয় দল থেকে আপাতত বাইরে রয়েছেন ঋষভ পন্ত। তাঁর অভাব ভারতকে ভোগাতে পারে তা অনেকেই আশঙ্কা করেছিল। তৃতীয় টেস্টে পন্তের অভাব ভালো ভাবে টের পেল ভারতীয় দল। প্রসঙ্গত ঋষভ পন্ত গাব্বায় ২০২০-২১ সালে অজি সফরে চতুর্থ টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেই সফরে অজিদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সও করেন তিনি। ফলে এবার পন্তের না থাকা ভালো মতো টের পেলেন রোহিতরা। বিশেষ করে ইন্দোর টেস্টে।

আরও পড়ুন… PSL 2023: হেরে গিয়ে ফের মেজাজ হারালেন আক্রম, ঠিক কী হল তাঁর?

গত বছর ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েন তিনি। সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন মাঠের বাইরে তিনি। এই দুর্ঘটনা না ঘটলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ম্যাচ খেলতেন তিনি। ভারতীয় দলে ঋষভ পন্তের বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন কেএস ভরত। কিন্তু সেই ভাবে রান আসেনি ভরতের ব্যাট থেকে।

তৃতীয় টেস্ট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ৭৬ রানের টার্গেট দেয়। খুব সহজেই সেই রান তুলে নেয় অজিরা। সেই সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় তারা। ভারতকে ফাইনালে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচ জিততেই হবে।

আরও পড়ুন… IND vs AUS: যেসব ব্যাটাররা রান পাচ্ছেন না, তাদের আর কতদিন খেলানো হবে-প্রশ্ন তুললেন কার্তিক

তবে গত ম্যাচে ইন্দোর স্টেডিয়ামে এক বিরল ঘটনা দেখা যায়। ভারতীয় ব্যাটাররা যখন পরপর উইকেট হারিয়ে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন, ঠিক তখনই পন্থের নামে গান করতে থাকেন সমর্থকরা। আসলে ভারতীয় দল থেকে পন্ত ছিটকে যাওয়ায় এই সিরিজে অজিরা বেশ অ্যাডভান্টেজ পেয়েছে বলা চলে। যা হয়তো প্রথম দুই টেস্টে কাজে লাগাতে পারেনি। কিন্তু তৃতীয় টেস্টে তারা পুরোপুরি ভাবে কাজে লাগাল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.