টোকিওয়র মঞ্চ সাক্ষী থেকেছে ভারতীয় হকির পুনরুত্থানের। রুপোলি পর্দার গল্পের মতো ভগ্নপ্রায় অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ইতিহাস রচনা করেছে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দলই। ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে ইতিহাস সৃষ্টিকারী কোচ সর্ড মারাইন মনে করছেন রানি রামপালদের এই সাফল্য পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েদের হকির প্রতি আগ্রহ বাড়িয়ে, হকি খেলতে উদ্বুদ্ধ করবে।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মারাইন বলেন, ‘আমার মতে ভারতীয় হকি পুনরায় দেশে জনপ্রিয় হয়েছে। দেশবাসী হকি দলকে নিয়ে গর্ব করছে এবং এর থেকে বড় আর কিছুই হতে পারে না। আমি মেয়েদের বরাবর সেই কথাই বলতাম। আমাদের আসল লক্ষ্য কখনোই মেডেল জয় ছিল না। আমাদের লক্ষ্য ছিল পরবর্তী প্রজন্মের মহিলাদের অনুপ্রাণিত করা এবং তাঁদের অবস্থার উন্নতি ঘটানো। আমরা ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছি। এর ফলে ভবিষ্যতে আরও বেশি করে ছেলে মেয়েরা হকি খেলায় আগ্রহ দেখাবে এবং আরও নতুন নতুন প্রতিভা উঠে আসবে।’
ভারতীয় মহিলা দলের পাশপাশি কিছু সময়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলেরও দায়িত্ব সামলেছেন মারাইন। রিও অলিম্পিক্সের তুলনায় মানসিক ও শারীরিকভাবে ভারতীয় খেলোয়াড়রা অনেক পোক্ত হয়েছেন এবং তার ফলেই সাফল্য এসছে বলে দাবি ডাচ কোচের। তবে ইতিহাস রচনার পরেই রানি রামপালদের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মারাইন। পরিবারের সঙ্গে সময় কাটাতেই যে তিনি দায়িত্ব ছাড়ছেন, তা আবারও স্পষ্ট করে দেন ডাচ কোচ।
‘এটি (কোচের ভূমিকা থেকে সরে দাঁড়ানো) সবসময়ই আমার পরিকল্পনায় ছিল। আমায় থেকে যাওয়ার অনুরোধ করে বহু লোক বার্তা পাঠিয়েছে এবং তার জন্য আমি আপ্লুত। তবে দিনের শেষে আমার পরিবারও রয়েছে। আমার স্ত্রী-সন্তানরা আমায় বিগত সাড়ে চার বছরে প্রায় দেখতে পায়নি বললেই চলে এবং তাদের কথা মাথায় রেখেই আমার এই সিদ্ধান্ত। ভবিষ্যতে পুরষ এবং মহিলা, উভয় ভারতীয় হকি দলের ওপরই আমার নজর থাকবে এবং ভারত চিরকাল আমার হৃদয়ে থাকবে।’ বলেন বিদায়ী ভারতীয় কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।